নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

নদীর বুকে একটুকরো খড়

১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৯

একটা নদী বয়ে চলেছে আমার শহর দিয়ে,
এবং এই নদীই একবার গড়ে আবার ভেঙে নিয়ে যায় শহরটা কে।
তার স্রোত ঠিক যেন আমার রক্ত প্রবাহ,
কোন দূর পাহাড় থেকে নেমে এসে ,হাড় কাঁপানো শিহরণ দিয়ে যায় আমার উরু উরু মনে।

আমার সাঁতরে পার হতে হবে জানি, কিন্তু নদী তো বিশাল,
আমার ভয় হয়, আমি নদী পার হতে পারব না ,
একমাত্র ঈশ্বরই জানেন আমি চেষ্টা করেও পারিনি,
আমার সবকিছুই ছিল একদিন,
কিন্তু আজ আমি নিঃস্ব,
আমি অসহায় ও আশাহীন ঠিক যেমন এই নদীর বুকে একটুকরো খড়।

নদীর একদিকে সব আলো এসে ভীড় জমায়,
সবাই জানে সেখানে আছে ঝাচকচকে জীবনের গান।
আরএক দিকে যেখানে কেউ যায় না,
শূন্যতা দাঁড়িয়ে থাকে একা, ঠিক আমার উরু উরু মনের মত।

আমার সাঁতরে পার হতে হবে জানি, কিন্তু নদী তো বিশাল,
আমার ভয় হয়, আমি নদী পার হতে পারব না ,
একমাত্র ঈশ্বরই জানেন আমি চেষ্টা করেও পারিনি,
আমার সবকিছুই ছিল একদিন,
কিন্তু আজ আমি নিঃস্ব,
আমি অসহায় ও আশাহীন ঠিক যেমন এই নদীর বুকে একটুকরো খড়।

আমার শহরের সূর্যাস্ত,
এবং শহুরে জীবনে দিনের শেষ আলো,
এবং এই শহরে আমি তোমাদের কথা মনে করি ,
কারন তোমারা সকলেই বাসা বেঁধেছ আমার এই উরূঊরু মনে।

অনুবাদ
১৬/১০/২০১৪,বাংগি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪

এহসান সাবির বলেছেন: বেশ!

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++

অনুবাদ ভালো হয়েছে ।

শুভেচ্ছা রইল :)

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪

কলমের কালি শেষ বলেছেন: অনুবাদ ভাল লাগলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.