![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন কিছু করার থাকেনা তখন আমি কিছু লিখতে চেষ্টা করি। আর যখন লিখতে ইচ্ছে করেনা তখন অন্যের লেখা মন দিয়ে পড়ি।
নতুন হাট
জাজাফী
২১ এপ্রিল ১৪
বাড়ির পাশে হাট বসেছে বাজান এসে কইলো
বুঝিনা ছাই হাট বসেছে তাতে কিবা হইলো।
খালুজানে কইলো এসে দেখনা কেমন হাটটা
হাটকে কেন দেখতে হবে এ কিরকম ঠাট্টা।
বের হয়েছি বাসা থেকে ডাকলো পাশের আন্টি
আজব একখান হাট বসেছে দেখে আসিস বান্টি।
ওরে আমায় মাইরালা হাট নিয়ে ক্যান চিন্তা
পরীক্ষা যে আইসা গেল যাচ্ছে চলে দিনটা।
পথেই আবার দেখা করলো কলিমদ্দি কাস্তে
হেসে কইলো আজব হাট দেখবা নাকি ভাস্তে।
মেজাজ খারাপ দেখেই আসি,খেতাপুড়ি হাটটার
জবাব দেব,চরম জবাব সবগুলোকে ঠাট্টার।
সারি সারি ঝুড়ি নিয়ে বসে গেছে দোকানী
ভাবি বসে হচ্ছে কি সব,সব কি তবে ধোকা নি?
ঝুড়ি ভরা প্রশ্নপত্র,ভাইভার প্রশ্ন ফাও
তাইতো বলি বাপ ক্যান কয় হাটবাজারে যাও।
তিনসেট প্রশ্ন কিনছি বাজান দিল চুমা
আম্মা এসে কইলো বাজান চিন্তা কিসে ঘুমা।
সব প্রশ্নই কমন আইবো এখন হাতে ফেসবুক
বাড়ির পাশে হাট বইছে এখন মনে দারুন সুখ।
২| ০৫ ই মে, ২০১৪ সকাল ৯:১৭
zazafee বলেছেন: ধন্যবাদ শাওন
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪
বেনজির আহম্মেদ শাওন বলেছেন: ঠিক বলেছেন