নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবরী চুলের এক সাদামাটা ছেলে\nআমিকি লালন?\nএখনো কেবলই বুকে\nতোমায় করেছি পালন।

zazafee

যখন কিছু করার থাকেনা তখন আমি কিছু লিখতে চেষ্টা করি। আর যখন লিখতে ইচ্ছে করেনা তখন অন্যের লেখা মন দিয়ে পড়ি।

zazafee › বিস্তারিত পোস্টঃ

বিয়ে নিয়ে বাহানা

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:১৪

ইদানিং বিয়ে নিয়ে পড়ে গেছে ধুম

শালা

আমি আর পারিনারে হয়ে যাব গুম।



এর বিয়ে ওর বিয়ে ফেসবুকে ছবি দেয়

এ জগতে সব পর কে আমার খোজ নেয়।



কি যেন কি ভাবছিনু বন্ধুর ফোন

বিয়েটাতো হয়ে গেল কাহিনীটা শোন।



রাগে আমি জ্বলে যাই কানে দেই তুলো

ক্যান ওরা ছবি দেয় সরা না ও গুলো।



ইদানিং পোলাপান গেছে রসাতলে

দিন রাত সারাক্ষণ বিয়ের কথা বলে।



বিয়েতে কি আছে বল ক্যান মাতামাতি

বিয়ে করে লাটসাব হলি রাতারাতি।



বন্ধুকে ভুলে গেলি ভুলে গেলি ভাই

দেখবি কি করবো কাছে যদি পাই।



যা হবার হয়ে গেছে করে দেব মাফ

পার্টিদে নইলে খাবি অভিশাপ।



কম কম ছবি দে এই ফেসবুকে

জানিস না ঝড় ওঠে আমাদের বুকে।



এখনো এ পৃথিবীর ব্যাচেলর তিনভাগ

বিয়ের ছবি দিয়ে কাটিসনা মনে দাগ।



(জাজাফী)







মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.