![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন কিছু করার থাকেনা তখন আমি কিছু লিখতে চেষ্টা করি। আর যখন লিখতে ইচ্ছে করেনা তখন অন্যের লেখা মন দিয়ে পড়ি।
জুড়ি নেই
ছোট্ট আমি এই আমারই অনেক অনেক শখ
চলন বিলে নৌকা নিয়ে ধরতে যাবো বক।
লাটাই হাতে আকাশ পানে উড়িয়ে দেব ঘুড়ি
সেই ঘুড়িটা ধরবে এসে চাদের মেয়ে বুড়ি।
জাহিন ফারিন জামিল ওরা আমার খেলার সাথী
স্বপ্ন দেখে অনেক বড় হচ্ছি রাতারাতি।
জানো আমি অনেক ছোট অনেক বড় মন
বাঘ ধরতে এবার যাবো খুলনা সুন্দরবন।
টমএন্ড জেরি ভালো লাগে ভালো লাগে লিচু
পাড়ার সকল দুষ্টু ছেলে ছাড়েনা তাই পিছু।
ঘুমের ঘরে স্বপ্ন দেখে আকাশটাতে উড়ি
এই ভূবনে আমার সাথে নেই যে কারো জুড়ি।
২| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:১৫
আমি মিন্টু বলেছেন: অসাধারন কাব্য । ভাল চালিয়ে যান ।
৩| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:৩২
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: অসাধার....
৪| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর ছন্দময় কবিতা।
৫| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০১
কান্ডারীজন বলেছেন: ভালো লাগল
২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৫১
zazafee বলেছেন: সবাইকে ধন্যবাদ। উৎসাহ পেলাম। আরো লিখতে চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৫ সকাল ১০:০৭
সরদার হারুন বলেছেন: ভাল হয়েছে । লিখে যান ।++++++++++++++++++++++++++++___________________