নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবরী চুলের এক সাদামাটা ছেলে\nআমিকি লালন?\nএখনো কেবলই বুকে\nতোমায় করেছি পালন।

zazafee

যখন কিছু করার থাকেনা তখন আমি কিছু লিখতে চেষ্টা করি। আর যখন লিখতে ইচ্ছে করেনা তখন অন্যের লেখা মন দিয়ে পড়ি।

zazafee › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন আরও

২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৪৫


……………………………………………

জাজাফী
…………………………….

আমার সাথে কোন দিনও
হয়তো তোমার হয়নি দেখা
তাই বলে কি নিষেধ আছে
তোমায় নিয়ে গল্প লেখা।

হয়তো কভু এক জীবনে
চোখ রাখিনি তোমার চোখে
তাই বলেকি স্বপ্ন দেখা
বন্ধ রবে ইহলোকে।

আকাশ যখন আঁধার করে
হয়তো তখন চাঁদ দেখিনা
তোমার প্রতি যে টান আছে
জেনে রেখো সব মেকি না।

আমারও এক আকাশ আছে
সেই আকাশের চাঁদ যে তুমি
সেই আলোতেই রঙ্গীন থাকে
হয়তো কোন মরুভূমি।

হয়তো কভু তোমার সাথে
হাতটা ধরে হয়নি হাটা
তুমি বিনে জানো কি এই
জীবনটা খুব সাদামাটা।

সাদামাটা জীবনটাকে
রাঙিয়ে দিতে আসতে পার
এসেই না হয় জেনে নিও
আছে কতই স্বপ্ন আরো।

………………….জাজাফী

২৩ জুন ২০১৫
উত্তরা,ঢাকা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ সকাল ৭:৫৫

বাকা পথ বাকা চোখ বলেছেন: ভালো লাগলো

২৪ শে জুন, ২০১৫ সকাল ১১:০৬

zazafee বলেছেন: ধন্যবাদ। জেনে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.