![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈমনি রাজ্যের রাজপুত্র। ভিজিট করুন http://www.zazafee.com/
লক্ষ্যহীন এ জীবনে যা পেয়েছি তাই বা কম কিসে
আরতো ক'টাদিন,তারপর সব ফেলে মাটিতে যাবো মিশে।
পড়ে রবে স্মৃতিটুকু,আত্মীয় পরিজন,বই-খাতা লেখাজোখা সব
আর কিছু থাকবে না,থেমে যাবে জীবনের সব কলরব।
ক'দিন আমাকে নিয়ে কথা হবে,ছবি হাতে বিলাপ করবে স্বজন
তার পর ধীরে ধীরে ভুলে যাবে,মনে রাখবে বা ক'জন।
লেখার টেবিলটা পুরোনো হলে ফেলে দেবে,আমারই মতন
হয়তো সে ভাগাড়ে যাবে,কে আর করবে যতন।
এ জীবন এমনইতো ভালোবাসা,মায়ার বন্ধন ছেড়ে যেতে হবে
চাইলে কি থাকা যায়? থাকতে পেরেছে বা কে কোথায় কবে।
যা পাওয়ার পেয়ে গেছি,দিয়েছি দেবার যা ছিলো
শেষ প্ল্যাটফর্মে নেমে যাবো, দাঁড়িয়ে আছি আর আধা কিলো।
কি চেয়েছি এ জীবনে,কি পেয়েছি সে হিসেব থাক
এখন কেবলই অপেক্ষা,না জানি কখন আসে ডাক।
সে ডাক শুনবো না,তাঁর কাছে দেবো নাকো ধরা তা কি হয়
যেখানে লুকাই নাকো, সে আমাকে খুঁজে নেবে নিশ্চয়।
কাঁধের ঝোলানো ব্যাগে খুব বেশি পারিনিকো নিতে
জানিনা পারবো কিনা অন্তহীন সেই পথ পাড়ি দিতে।
তার পর মূখোমুখি,খুলে নিয়ে হিসেবের খাতা
সেদিন কেউ কারো নয়,থাকবেনা কারো কোন ত্রাতা।
সেদিনও করুণা করে তিনি যেন করে দেন ক্ষমা
জানিনা কি দেবো যে,পুণ্যের চেয়ে বুঝি পাপ বেশি জমা।
---- জাজাফী
১২ জুলাই ২০১৮
২| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৭
রাজীব নুর বলেছেন: কবিতা মন ছুঁয়ে গেল।
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৭
জাজাফী বলেছেন: ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৪
করুণাধারা বলেছেন: খুব, খুবই ভালো লাগলো। আমার মনের কথাগুলো চমৎকার ছন্দে ছন্দে পড়েছেন।