![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন এই নি:সঙ্গতা, কেন এই মৌনতা, আমাকে ঘিরে....
ইন্টারনেট থেকে আয় ও বাস্তবতা
আজকাল পত্রিকা খুললেই দেখি ইন্টারনেটে আয়ের ট্রেনিং করানোর জন্য বিভিন্ন বিজ্ঞাপন, “মাসে ঘরে বসে এতো এতো ইনকাম করুন”, জয়েন করলেই প্রতিদিন এত ডলার ইনকাম, এমনকি রাস্তা-ঘাটে পোষ্পারিংও করা হচ্ছে, বইও কিন্তু বের হয়েছে। তারা কোচিং সেন্টারের মত প্রতিষ্ঠানও খুলে বসে আছে, আপনাকে মাসে ১০,০০০ থেকে ৫০,০০০ হাজার টাকা ইনকাম করিয়ে দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি বদ্ধ, তাহলে নিশ্চই ইন্টারনেট থেকে ইনকাম করা যায়, এতে কোন সন্দেহ নেই। আসুন গোড়ায় হাত দেই, লেখাটা পড়ে চট করে কেও দাড়িয়ে যাবেন না, সম্পুর্ণ লেখাটা পড়ুন।
ইন্টারনেটে সাধারনত যে কয়টি মাধ্যমে ইনকাম করা যায় তা আমি নিন্মে বিস্তারিত আলোচনা করছিঃ
১। পি.টি.সি- (পেইড টু ক্লিক)- ক্লিক করলেই টাকা, সরি ডলার।
২। ফ্রিল্যানসিং- (ওডেক্স, গেট এ ফ্রিল্যানসার) টাকার পাহাড়, এই যে আমার বন্ধু গত সপ্তাহে একলক্ষ টাকা মাইনাস নিরানব্বই হাজার তিনশত টাকা ইনকাম করেছে, বিস্তারিত পরে আসছে।
৩। পিপিসি- (গুগল এ্যডসেন্স), ডলার উড়িয়া আপনার বাসায় গিয়া পড়িবে, বিস্তারিত পরে আসছে।
৪। রেফারেল মার্কেটিং- পন্য সেল হবে আমিরিকা, লভ্যাংশ আসবে আপনার বাসার ছাদে সরি, পকেটে।
৫। হিপো, ফুকার, পনসি জুরডা সহ আরো অনেক অাজাইরা মাধ্যম আছে যা আলোচনা করার মত অাজাইরা সময়ও আমার হাতে নাই। এই টুকু সময় ব্যয় করছি শুধু আপনাদের জন্য, যেন আপনারা ফাদে পা না দেন বা আলেয়ার পিছনে অযাথা দৌড় না দেন। প্লিজ চটবেন না, লেখাটার শেষ পর্যন্ত পড়ুন।
বিস্তরিতঃ
১। পি.টি.সি-(নুন আনতে পান্তা ফুরায়) সহজ কথায় পিটিসি হল, আপনি একটি নির্দষ্ট সাইটে রেজিষ্ট্রেশন/জয়েনিং করে নিয়মিত কিছু (ঐ সাইটে প্রদর্শিত) বিজ্ঞাপনে ক্লিক করবেন অতপর প্রতি ক্লিকের জন্য আপনার একাউন্টে একটি নিদিষ্ট অংকের টাকা জমা হবে। আপনাকে সতর্ক করার জন্য বলছি পৃথিবীতে ৯৯.৯৯% পিটিসি সাইট একেবারে ভূয়া, যা আপনি শুরুতে বুঝতেই পারবেন না। দীর্ঘ ১/২ মাস পর আপনার ব্যংক একাউন্টে (এল্যার্টপে/পেপাল/কার্ড)টাকা পাঠানোর সময় বুঝতে পারবেন। বাকি যে প্রকৃত ০.০১% সাইট আছে তারা আপনাকে যে ইনকাম দিবে তাদিয়ে আপনার ইন্টারনেট বিল তুলতেও কষ্টকর হয়ে যাবে। কেননা এ কাজ করার জন্য আপনার মাসে কমপক্ষে ৩জিবি ইন্টারনেট প্রয়োজন হবে সাথে প্রতি দিন ১ থেকে ২ ঘন্ট মসয়। আবার মনে রাখবেন এ্ই টাকা তুলতে আপনাকে যে তেল পানি খরচ করতে হবে + ছোটাছুটি করতে হবে+ ১০% টাকা (সার্ভিস চাজ) বাংলাদেশের ব্যাংকে দিতে হবে = সবমিলিয়ে আপনি ৫/৭টা সাইট থেকে মাসে নিট ইনকাম পাবেন ২০০ / ৩০০ টাকা। (ওই মিয়া চ্যাতেন ক্যান? পরিক্ষা করা আছে। নতুন পিটিসিতে জয়েন করছেনতো তাই দিবা স্বপ্নের ঘোরে আছেন, মাস ছয় যাক, তার পর কথা কন। ব্যস্তবতা খুবই কঠিন) যাই হোক আপনাকে অনেকে লোভ দেখাতে পারে রেফারেল কিনলে এত এত টাকা, সাবধান! পৃথিবীতে ইনকামের যত উপায় আছে তার মধ্যে এটাই সবচেয়ে আজাইরা। এর পিছনে সময় ও শ্রম, অর্র্থ যা দিবেন সবই ফাওওওওওওওও।
২। ফ্রিল্যানসিং- (ওডেক্স, গেট এ ফ্রিল্যানসার), মাঝে মাঝে পত্রিকায় দেখি ফ্রিল্যানসিং (ওডেস্ক) থেকে বাংলার দামাল ছেলেরা বেস মোটা অংকের টাকা নিজ একাউন্টে জমা করেছেন। ঘটনা সত্যি কিন্তু তারা কারা খোজ নিয়ে দেখেছেন? তাদের যোগতা কি পরিমান? আপনি শুধু অফিস প্রোগাম শিখে, বা মুটামুটি গ্রাফিক্স ডিজাই শিখে ওডেস্ক –এর পিছু ছোটছেন? তবে আপনি ভুল করছেন। যারা ওডেস্ক থেকে নিতমিত ইনকাম করছে তাদের বেসিক দেখুন, তারা হয়তো প্রগামার নয়তো পি.এইচ.পি, মাই.এস.কিউ.এল, জাভা, জুমলা, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি ক্ষেত্রে খুবই পারাদর্শী। এত যোগ্যতার পর বিড করে বায়ারের কাছ থেকে কাজ নিতে হয়। আপনার ঘনিষ্ট/বিশ্বন্ত বন্ধু মফিজ এসব কিছুই পারে না আর আপনার কাছে গল্প (চাপা) করেছে সে মাসে এত এত ডলার ইনকাম করে আর আপনি তাই শুনে ১০০ ডিগ্রি ইমশনান হয়ে আছেন এই ইমশনাল বাদ দেন। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আর যদি আপনার উপরোল্লিখিত যোগ্যতা থাকে তাহলে আমার দৃঢ় বিশ্বস আপনি যে কোন ভাল কোম্পনী/প্রতিষ্ঠানে ভাল বেতনের চাকরি করার সুযোগ পাবেন পাশা পাশি ওডেস্কের পিছিনে পারটাইম হিসাবে সময় দিতে পারেন। তবে আগে ভাল কোন চাকুরি, তার পর ওডেস্ক।আগে ওডেক্স নয়, কেননা ওডেস্ক কিন্তু কোন ক্যারিয়ার নয়।
৩। পিপিসি- ((গুগল এ্যডসেন্স)- সহজ কথায় পিপিসি হল আপনার একটি ওয়েব সাইট/ব্লগ থাকবে যা আপনি নিয়মিত বিভিন্ন উপকরণ দিয়ে সাজাবেন, আর ভিজিটররা সেই সাইটে ঢুকে (গুগল কর্তৃক প্রদশিত) বিজ্ঞানে ক্লিক করবে আর আপনার একাউন্টে টাকা জমা হবে, অতপর ১০০ ডলার পূর্ণ হলে গুগল আপনার বাসায় একটি চেক পাঠিয়ে দিবে। (কি আরাম তাই না? একেই বলে ইনকাম, জানিজ দোস্ত, আমার একান্টে না ….. দাড়া পরে বলছি, ফোনটা রিসিপ করে নেই) ভালো করে লক্ষ করুন গুগল কিন্তু ভূয়া না, কিন্তু গুগলের কাছথেকে টাকা পাওয়া চাট্টিথানি কথা না। বাজার থেকে ইন্টারনেট থেকে ইনকাম-এর বই বা ডিস্ক কিনে বা ট্রেনিং করেই আপনি এ্যডসেন্স (গুগল) থেকে টাকা ইনকাম করবেন, তাহলেতো বাংলাদেশে কোন বেকারই থাকতো না, কে যেত ভারতে গরু আনতে আর বিএসএফ-এর নির্যতন সয্য করতে? লক্ষ করে পড়ুন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ্যডসেন্সে থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে যে পরিমানে শ্রম, মেধা, এস.ই.ও সহ কন্টেট লেখার পারদর্শী , দিনের পর দিন মনিটরের সামনে বসে থাকা অতপর যে পরিমানে ধয্যশীল হতে হবে, তার চার ভাগের একভাগ শ্রম ও মেধা দিয়ে আপনি অন্য যে কোন কাজ করে এর দ্বিগুন টাকা ইনকাম করতে পারবেন।(চার দোকান দিলেও)
সার কথাঃ প্রত্রিকার ভূয়া বিজ্ঞাপন, কোন বন্ধু/প্রতিষ্ঠানের মন ভোলানো কথা/ফাঁদে পড়ে কোন কিছু না বুঝে আলেয়ার পিছনে দৌড়িয়ে নিজের জীবন থেকে মূল্যবান সময় অপচয় করবেন না। আর একটি কথা না বলেই পারলাম না, বর্তমানে বাংলাদেশে বেশ কিছু কোম্পনী ইন্টারনেটে ইনকামেন প্রলভন দেখিয়ে জয়েনিং-এর নামে বেকার ও স্টুডেন্টদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে, হয়তো আপনার বিশ্বস্ত/ঘনিষ্ট বন্ধু ইতোমধ্যে জয়েন করে আপনাকে অনুরোধ করছে। ধৈয্য ধরুন আপনার বন্ধু অচিরেই তার ভুল বুঝতে পারবে। কেননা এ জাতীয় কোম্পনীতে জয়েন করলে প্রথমে সবাই দিবা স্বপ্ন দেথে অতপর বছর দুই পর ঠিকই বুঝতে পারে বাস্তবতা কত কঠিন?
(সংগৃহীত)
০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১২
জীবরান বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
২| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:১৮
সহজ পৃথিবী বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর তথ্যের পোষ্টের জন্য।দুই জনে লিখলে এই পোষ্টটি আরও ইমপ্রুভড হতো।কোন আইডিয়া থাকলে ফাইন্ডমি fb.com/rafins
০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৩
জীবরান বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য। আপনার লিঙ্কটি ঠিকমত আসেনি।
৩| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২৭
শুভ জািহদ বলেছেন: ওডেস্কে আমি কাজ করি ৩ বছর। লাখ দুয়েক টাকাও ইনকাম করছি। একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হওয়ার সত্বেও ওডেস্কে আমার গ্রাফিক্সের কোন দাম নাই। কারণ তারা যেই মাপের কাজ চায় তা আমাদের দ্বারা সম্ভব না। হয়ত সম্ভব তবুও অনেকাংশেই ব্যর্থতায় পর্যবসিত হয়। দেখা গেল ফাটাফাটি ডিজাইন করলাম কিন্তু বায়ারের পছন্দ হলো না, ব্যস সব কষ্ট বৃথা। আবার এক এক বায়ারের চাহিদা এক এক রকম।
গুগল এডসেন্স এ ভিজিটর বাড়াতে পারলে লাভ আছে। আসলে আপনার কথাই ঠিক।
বর্তমানে বাংলাদেশে বেশ কিছু কোম্পনী ইন্টারনেটে ইনকামেন প্রলভন দেখিয়ে জয়েনিং-এর নামে বেকার ও স্টুডেন্টদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৬
জীবরান বলেছেন: দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের আদের দেশেও অনেক চাহিদা রয়েছে। ধন্যবাদ পড়ার জন্য
৪| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২৯
নযােকট বলেছেন: অনেক গুরুত্ত্বপুর্ন পোষ্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।
৫| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩২
রাতুল সাহা বলেছেন: For PTC
If you are a PTC expert then you can earn over 300-400 $ in those 0.01%.First 3 months I only earned 23$ in 10 PTC sites.Now I am getting paid 13$ from each site.You are right 99.99% PTC websites are scam but if you are an expert then it is a great source to earn from browsing ads.
For google adsense
In less visitor website you cant earn from google adsense.Google adsense used for promoting people to their customers ads.If website such as yahoo or somewhereinblog then admin will get much check than day.Promote your website on social networking site,advertise on bidvertiser/facebook/PTC/Daily newspapers/blogs etc.For this you have to wait.Patience is needed for earning from internet.You cant earn huge on beginning.
You have to invest or you have to earn slowly.
৬| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৮
মর্তুজা রেজা বলেছেন: হক কথা কইছেন
৭| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৫৫
আতিকুর রহমান সুমন বলেছেন: ভালো হইছে। চালায়া যান।
৮| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৫
তারেক রহমান বলেছেন: জেই গাধায় পিটিসি লাফায়, সে আসলেই গাধা
৯| ০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৪
পুরাতন বলেছেন: ভাল পোষ্ট, পিটিসি ভুয়ামি নিয়া এত লেখা লেখি হইতাছে, তারপরও যদি গাধা গুলা মানুষ হইত
০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৮
জীবরান বলেছেন: লেজ কাটা শেয়াল অন্যের লেজও কাটতে চায়।
১০| ০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৭
আমি-মুসাফির বলেছেন: স্টিকি দাবীদার।
১১| ০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৫
মাসুদ রশিদ বলেছেন: খুবই ভালো পোস্ট। পোলাপানের কর্মদক্ষতা কমানোর জন্যে এই পিটিসি, পিপিসি খুব ভালো উপায়।
১২| ০৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:১১
রাশেদ হাসান আকাশ বলেছেন: ভাই, খুব ভালো বলেছেন। গুগল এ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করাটা আসলেই টাফ! আমি সাড়ে তিন বছর ধরে চেস্টা করার পর এখন মাসে প্রায় ২৫০-৩২০ ডলার ইনকাম করছি। বিস্তারিত জানতে এই আমার এই টিউনটি পড়তে পারেন।
Click This Link
১৩| ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১১
সুহাসলেলিন বলেছেন: চমৎকার লিখেছেন।
আমার এক গাধা ছোট ভাইকে এখনো বুঝাইতে পারিনি।
ও ডেস্টিনি এবং EarnPerClick ওয়েবসাইট নিয়া পইরা আছে।
SSC পাস কইরা কিছুদিন আগে আমারে কয় ও নাকি এখন মাসে ৩০-৪০হাজার টাকা কামাইতাছে।
অথচ আমি বেকুব...
ওরে এই লেখা এবং ডেস্টিনির বিপরীতে কোনো লিখা দেখাইলে তার বিরুদ্ধে কোনোনা কোনো যুক্তি ঠিকি দেখাইবো।
তাই কিছু কইনা
১৪| ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
রাতুল সাহা বলেছেন: প্রিয় তারেক রহমান
আপনি মনে হয় tendollerclick বা এর মত কোন ওয়েবসাইট এর হাতে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন।এ কারনে আপনি পিটিসি পছন্দ করেন না।আপনি একটা কাজ করেন,আজ আমি PTC সম্পর্কে একটি Article দিয়েছি।আপনি কষ্ট করে সেটা সতর্কতার সহিত পড়ে এর নিচে powerofptc এর লিন্ক দেওয়া আছে।আপনি ওখানে রেজিস্ট্রেশন করে minimum payout করে check করতে পারেন।যদি PTC fraud হতো তাহলে কেউ Liberty Reserve & Paypal রেখে কেউ Alertpay তে একান্ডট খুলত না
১৫| ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪০
রাতুল সাহা বলেছেন: প্রিয় পুরাতন(গোপনীয় নাম)
আপনি মনে হয় tendollerclick বা এর মত কোন ওয়েবসাইট এর হাতে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন।এ কারনে আপনি পিটিসি পছন্দ করেন না।আপনি একটা কাজ করেন,আজ আমি PTC সম্পর্কে একটি Article দিয়েছি।আপনি কষ্ট করে সেটা সতর্কতার সহিত পড়ে এর নিচে powerofptc এর লিন্ক দেওয়া আছে।আপনি ওখানে রেজিস্ট্রেশন করে minimum payout করে check করতে পারেন।যদি PTC fraud হতো তাহলে কেউ Liberty Reserve & Paypal রেখে কেউ Alertpay তে একান্ডট খুলত না
আপনি মনে হয় tendollerclick বা এর মত কোন ওয়েবসাইট এর হাতে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন।এ কারনে আপনি পিটিসি পছন্দ করেন না।আপনি একটা কাজ করেন,আজ আমি PTC সম্পর্কে একটি Article দিয়েছি।আপনি কষ্ট করে সেটা সতর্কতার সহিত পড়ে এর নিচে powerofptc এর লিন্ক দেওয়া আছে।আপনি ওখানে রেজিস্ট্রেশন করে minimum payout করে check করতে পারেন।যদি PTC fraud হতো তাহলে কেউ Liberty Reserve & Paypal রেখে কেউ Alertpay তে একান্ডট খুলত না
১৬| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩৮
এস বাসার বলেছেন: পোস্টে প্লাসাইলাম।
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৫
জীবরান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:০৭
অগ্নি যোদ্ধা বলেছেন: অনেক গুরুত্ত্বপুর্ন পোষ্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।