নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহেদ হাসান সায়মন

জাহেদ হাসান সায়মন

সায়মন

জাহেদ হাসান সায়মন › বিস্তারিত পোস্টঃ

পাপ ও অপরাধের মধ্যে পার্থক্য কি?

০২ রা মে, ২০১০ দুপুর ২:৫৬

লেখক ড. হুমায়ুন আজাদের একটি বইয়ে পড়েছিলাম গল্পের একটি চরিত্র বলছে: আমি পাপ করেছি কিন্তু অপরাধ করিনি..... বিষয়টা নিয়ে অনেকের সাথে আলাপ করেছি। কিন্তু কেউ এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। অনেকে বলেছেন পাপ ও অপরাধ একই জিনিস। আবার কেউ বলছেন পার্থক্য আছে, কিন্তু কেমন পার্থক্য তা তারা সঠিকভাবে বলতে পারেননি।আসলে পাপ ও অপরাধের মধ্যে পার্থক্য কি?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:২০

একলাহুতুম বলেছেন: হুমমম। খুবই চিন্তায় ফেলে দিলেন!

০২ রা মে, ২০১০ বিকাল ৩:২২

জাহেদ হাসান সায়মন বলেছেন: আমি ও ভাই অনেক চিন্তার মধ্যে আছি .....

২| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:২১

আমি বীরবল বলেছেন: পাপ বোধ সম্ভবত নৈতিকতায় আবদ্ধ আর অপরাধবোধ আইনী অনুশাসনে বাঁধা।

৩| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:২২

ডিজিটালভূত বলেছেন: হ্যা, পার্থক্য আছে। প্রতিটি অপরাধ পাপ। কিন্তু প্রতিটি পাপ অপরাধ নয়।
সে সকল অন্যায় কাজ দিয়ে অন্য মানুষের ক্ষতি হয় তা অপরাধ। আর অন্যায়, কিন্তু অন্য মানুষের ক্ষতি হয় না তা পাপ।
যেমন পারস্পরিক সম্মতিতে ব্যভিচার আর ধর্ষন। প্রথমটি পাপ অবশ্যই। আর দ্বিতীয়টি পাপ ও অপরাধ।

০২ রা মে, ২০১০ বিকাল ৩:৪৭

জাহেদ হাসান সায়মন বলেছেন: আপনাম মতামতের জন্য ধন্যবাদ।
তাহলে আপনি বলছেন প্রতিটি অপরাধ হচেছ পাপ,
প্রতিটি পাপ অপরাধ নয়
সে সকল অন্যায় কাজ দিয়ে অন্য মানুষের ক্ষতি হয় তা অপরাধ।
কিন্তু সে সকল অন্যায় কাজ করতে গেলে কি পাপ হয়না?

আবার ধর্মীয় দৃষ্টিকোন থেকে যদি বিষয়টা দেখেন?
আবার আপনি বলেছেন : যেমন পারস্পরিক সম্মতিতে ব্যভিচার আর ধর্ষন। প্রথমটি পাপ অবশ্যই। আর দ্বিতীয়টি পাপ ও অপরাধ।
কিন্ত আমরা যদি প্রথম বিষয়টা দেখি তাহলে পারস্পরিক সম্মতিতে ব্যভিচার হলেও অনেক গুলো সম্পর্ক, মানুষ,পরিবার ও তাদের অধিকার জড়িত, তাহলে কি তা অপরাধ নয়?

আমি আপনার সাথে দ্বিমত করছিনা।কিন্তু বিষয়টা কেমন যেন জটিল!

৪| ০২ রা মে, ২০১০ বিকাল ৩:২৮

সুচিন্তিত মতবাদ বলেছেন: ডিজিটালভূত বলেছেন: হ্যা, পার্থক্য আছে। প্রতিটি অপরাধ পাপ। কিন্তু প্রতিটি পাপ অপরাধ নয়।
সে সকল অন্যায় কাজ দিয়ে অন্য মানুষের ক্ষতি হয় তা অপরাধ। আর অন্যায়, কিন্তু অন্য মানুষের ক্ষতি হয় না তা পাপ।
যেমন পারস্পরিক সম্মতিতে ব্যভিচার আর ধর্ষন। প্রথমটি পাপ অবশ্যই। আর দ্বিতীয়টি পাপ ও অপরাধ।

৫| ০২ রা মে, ২০১০ বিকাল ৪:১৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বিষয়টি জটিল। তবু আমার ক্ষুদ্র জ্ঞানে যা আসে তা বলছি।
পাপের ধারণাটি ধর্ম থেকে এসেছে। প্রতিটি ধর্মেই কিছু কিছু কাজকে পাপ বলে গন্য করা হয়। পাপের শাস্তি কি হবে তাও ধর্মে বলে দেয়া আছে।
অন্য দিকে রাষ্ট্রের আইনে ( যেমন-দন্ডবিধি ও অন্যান্য) বলে দেয়া থাকে কোন কোন কাজ অপরাধ বলে গন্য হবে, সে অপরাধের বিচার কোন আদালতে হবে, তার শাস্তি কি হবে।
কোন কোন ক্ষেত্রে যে কাজ ধর্মে পাপ বলে উল্লেখ করা আছে, আইনে হয়তো সেটা অপরাধ বলে গন্য হয় না। সেরকম ক্ষেত্রে পাপ হলেও অপরাধ হবে না।
সর্বোপরী পাপ হচ্ছে আধ্যাত্মিক বিষয় আর অপরাধ হচ্ছে পার্থিব আইনের বিষয়।

৬| ০২ রা মে, ২০১০ বিকাল ৪:৩২

টিপু বলেছেন: পাপ পাপীকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ করে। আর অন্যায় অন্যকে ক্ষতিগ্রস্থ করে।

৭| ০২ রা মে, ২০১০ রাত ৯:৩১

মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: আমার মতে,
পাপ ধর্মের সাথে সংশ্লিষ্ট, ধর্ম কর্তৃক নির্ধারিত। পরকালে এর শাস্তি অনিবার্য। তবে ইহকালেও পাওয়া যায়।

আর অপরাধ, এটা মানুষের আইন দ্বারা সীমাবদ্ধ। যেমন, পশ্চিমে সহবাস বৈধ, কিন্তু আমাদের দেশে নয়।

৮| ০৩ রা মে, ২০১০ সকাল ৯:১৪

চেম্বার জজ বলেছেন: টিপু বলেছেন: পাপ পাপীকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ করে। আর অন্যায় অন্যকে ক্ষতিগ্রস্থ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.