নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অত্যান্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে পশ্চিমা শক্তি (বিশেষ করে সাবেক উপনিবেশিক শক্তি) শর্তহীন ভাবে ইসরায়েলের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। হামাসের ইসরায়েল আক্রমনকে বিচ্ছিন্ন ভাবে একটা সন্ত্রাসী ঘটনা হিসাবে চিহ্নিত করে ইসরাএরয়েলে মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধকে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে।
আসলে সমস্যাটা কোথায়?
এইটাকে মুসলিম বনাম ইহুদী অথবা আরব বনাম ইসরায়েল বিবাদ হিসাবে প্রতিষ্টিত করার চেষ্টা করা হচ্ছে। প্রকৃতপক্ষে এইটা ইউরোপীয়ন উপনিবেশিক শাসনের একটা ধারাবাহিকতা মাত্র। ভারতে হিন্দু মুসলিম বিভাজনের মতো করে ইউরোপ থেকে বিশেষ ধর্মের অনুসারীদের এনে ফিলিস্থিনে একটা উপনিবেশ তৈরী করে বিশ্বের উপনিবেশিক শাসনের একটা ধারাবাহরক্ষার একটা প্রচেষ্টার অংশ।
বিগত ৭০ বছরে নানান ধরনের চেষ্টা হয়েছে - কিন্তু পশ্চিমা শাসকগোষ্ঠী চাইলে বহু আগে এর সমাধান হয়ে যেতো। কিন্তু এইটা তাদের ইচ্ছা না। এই উপনিবেশ (ইসরায়েল) তাদের বহু স্বার্থ হাসিলের পথ তৈরী করেছে। সে্ ইবিষয় এবিস্তারিত বার জায়গা এইটা না।
তাহলে সমাধান কি?
লক্ষ্য করলে দেখা যাবে বিশ্বে যখন অন্যায় বিচার অনৈতিকতা সীমা ছাড়িয়ে যায় তখন বিশ্বের উপর বড় যুদ্ধের মতো মনুষ্য তৈরী একটা বিপর্যয় আসে। সেইটাকে আমরা বিশ্বযুদ্ধ বলতে পারি। ২য় বিশ্বযুদ্ধ না হলে ভারতবর্সের উপনিবেশ শেষ হতো না - তেমনি আরেকটা মহা বিপর্যয়ের মতো যুদ্ধ না হলে ইসরায়েলের মতো পশ্চিমা উপনিবেশের সমাপ্তি হবে না বলে্ ইআআমি বিশ্বাস করি।
২| ১৪ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৯
সোনাগাজী বলেছেন:
আপনি মনে করছেন যে, ফিলিস্তিন স্বাধীন হও্য়ার জন্য ৩য় বিশ্বযুদ্ধ দরকার? ইহা বুদ্ধিমান এনালাইসিস নয়।
৩| ১৪ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৬
নাহল তরকারি বলেছেন: সব রাজনীতি।
৪| ১৪ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৪
সোনাগাজী বলেছেন:
নাহল তরকারি বলেছেন: সব রাজনীতি।
-আপনি পলিটিক্যাল সায়েন্সে মাষ্টার করার পর, সব বাংগালী বেশী বেশী রাজনীতিতে বুঝার শুরু করেছে।
৫| ১৪ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৩
বাউন্ডেলে বলেছেন: আপনার বাড়ীতে আমাকে দিন-কয়েক থাকতে দিবেন, - প্রিয় গাজী ভাই।
৬| ১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ইসরায়েল কি ইহুদীদের দখল করা দেশ?
১৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৯
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: হ্যা।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৭
সোনাগাজী বলেছেন:
ইউরোপের লোকজন সব সময় ফিলিস্তিনের প্রতি সহানুভুতিশীল ছিলো; তবু দেশ হচ্ছে না কেন, আপনি কি মনে করেন?