নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৮ তারিখে ঢাকা শহর লোকে লোকারন্য হয়ে যাবে - মাহ সমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে। একটু কৌতুহল থেকে কত মানুষ সেই সমাবেশগুলোতে আসতে পারে তার একটা ধারনা পেতে চাইলঅম। সেইটা আপনাদের সাথে শেয়ার করি।
গুগোল আর্থ দিয়ে এলাকার আয়তন মাপে দেখলাম এই রকমঃ
১) নাইটেঙ্গল মোড় থেকে সাকূলর রোড পর্যন্ত রাস্তা এবং ফুটপাতঃ ২৫,০০০ বর্গ মিটার -তাতে সর্বোচ্চ লোক ধারন করার ক্ষমতা হলো ১,১০,০০০
২) জিরো পয়েন্ট থেকে গুলিস্তানের মোড় পর্যন্তঃ ২০,০০০ বর্গফুট - তাতে লোক ধরে ৯০,০০০
(হিসাবটা করা হয়েছে হার্বাড জ্যাকব (১৯৬০) এর সমাবেশে জনসংখ্যার প্রক্কালন পদ্ধতি ব্যবহার করে।
এখানে দুইটা বিষয় লক্ষ্যনীয় - যদি উল্লেখিত এলাকার বাইরেও লোক সমাগম হয় তারপরও কোন সমাবেশে ২ লক্ষের বেশী মানুষ হবে না। তার মানে ২ কোটি বসতির ঢাকার থেকে ২ লক্ষ মানুষও সমাবেশগুলোত যায় না - যে কারনে শহরের বাইর থেকে লোক যারবাহনে করে নিয়ে আসতে হয়। এই কারনে বলা যায় -
১) রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচীতে সাধারন মানুষদেন সম্পৃক্ত করতে পারছে না বা হচ্ছে না।
২) রাজনৈতি দলগুলো এই কর্মসূচীল পিছনে প্রচুর অর্থ ব্যয় করছে - যা কেউ না কেউ বিনিয়োগ হিসাবে বিবেচনা করবে এবং এই বিনিয়োগ দূর্নীতকে আর গভীরে নিয়ে যাবে। কারন রাজনৈতিক বিনিয়োগ থেকে মুনাফা করার জন্যে দূর্নীতিই একমাত্র পথ।
২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ২:২৬
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: ১৯৯২ সালের নির্বাচন থেকেই এই বানিজ্য শুরু হয়েছে - মনোনয়ণ বাণিজ্য - বিস্তারিত ছাপা হয়েছিলো প্রথম লোতে ২০০৮ সালে। আর দলে পদের জন্যে বিনিয়োগ করতে পারেন - দল ক্ষমতায় গেলে চাদাবাজী টেন্ডারবাজি করে মুনাফা করতে পারবেন নিশ্চিত।
২| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: বেশী লোক হলেই বা কি?
মূলত সাধারন মানুষের কষ্ট হবে। আর গণ্ডগোল হলে গাড়ি বাসে আগুন। ধরপাকড়।
৩| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ২:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
জিরো পয়েস্ট থেকে গুলিস্তানের মোর পর্যন্ত সম্ভবত ২০০০০ বর্গ মিটার হবে ।
পোষ্টে দেয়া অংকটি একটু মিলিয়ে দেখে সংশোধন করে দিবেন ।
যাহোক অংকটি বর্গমিটারে হলে আপনার দেয়া হিসাবটি সঠিক আছে ।
একজন পুর্ণ বয়স্ক মানুষ তার চারদিকে খুব কম করে হলেও যদি
এক ইঞ্চি পরিমান ফাক রেখে দাঁড়ায় তাহলে তার জন্য প্রয়োজন
হবে প্রায় ২' ২৫ বর্গ ফুট ।
উপরের ছবি দেখে যে কেও হিসাবটি মিলিয়ে নিতে পারবেন ।
এর মাঝেও আরো কথা আছে । সমাবেসে ঘন্টার পর ঘন্টা কেও গায়ের সাথে গা ঘেসে দাঁড়িয়ে থাকেননা ।
মাঝখানে বেশ অনেক জায়গা ফাকা থাকে । তাই প্রকৃত হিসাবে উপরের ২৫০০০ বর্গ মিটার ও ২০০০০ বর্গ
মিটারে জন সমাগম আরো অনেক কম হবে,এটা সর্ব সাকুলে মাত্র লাখ খানেক হলেও হতে পারে ।
ঢাকায় এখন ২কোটি মানুষ বসবাস করেন , আর দিনের বেলায় দেশের বিভিন্ন অন্চল হতে আগত ভাসমান
লোক মিলিয়ে প্রায় ২'৫০ কোটি লোক থাকেন । এই ২৫০ লক্ষ মানুষের মধ্য হতে যদি শতকরা এক ভাগ
মানুষও সমাবেসে যোগ দেন তাহলে সমাবেস এলাকায় কম করে হলেও ২'৫০ লক্ষ লোকের সমাগম হবে ।
এর ফলে সমাবেসের জন্য বাসে ট্রাকে করে বাইরের থেকে লোক জমায়েতের কোন প্রয়োজন হওয়ার কথা
না । দেশের বড় দুটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা সমাবেশ যোগ দিলেও কয়েক লাখ হয়ে যাবে ।
দেশের সাধারণ আমজনতা এ সমস্ত সমাবেসে স্বতফুর্তভাবে যোগ দেন কিনা সেটাও ভাবার বিষয় বটে ।
যাহোক, পকৃত অর্থে সরকারী ও বিরোধি রাজনৈতিক দল সমুহের সমাবেসে গড়ে লাখ খানেক মানুষের সমাগম
হয় । একেই ফুলিয়ে ফাপিয়ে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে বলে জাহির করা হয় । মোদ্দা কথা ১৭ কোটি
মানুষের দেশে মাত্র লাখখানেক মানুষের সমাবেশ দেখিয়ে কোন দাবী দাওয়া কিংবা মতামতকে সার্বিকভাবে
দেশের সকল মানুষের মতামত বা দাবী হিসাবে গন্য করার বিষয়টিও সকলেরই ভেবে দেখার অবকাশ আছে ।
২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:০৩
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: ধন্যবাদ - আসলে হবে বর্গমিটার।
৪| ২৫ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:৪২
কামাল১৮ বলেছেন: সমাবেশে দলিয় লোকজনই আসে।তাই মাঠ ভরার জন্য আসেপাসের জেলাগুলি থেকে লোক আনতে হয়।এই সব আন্দোলনে জনগনের কোন লাভ নাই।তাদের কোন দাবির প্রতিফলন নাই এই আন্দোলনে।
৫| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১১
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: গতকাল একটা টকশোতে বিএনপির এক নেতা গাল ফুলিয়ে বলছিলেন - উনারা ৩০ থেকে ৪০ লক্ষ মানুষের সমাবেশ করবেন। আজ দেখলাম বিএনপি পুলিশকে জানিয়েছে তারা ১ থেকে সোয়া লক্ষ মানুষ জমায়েত করবে। তাইলে আমার হিসাব ঠিক ছিলো আর সেই চাপাবাজ কি করা উচিত যারা নিজের দলের সমর্থক মিথ্যা স্বপ্ন তৈরী করে বিভ্রান্ত করে।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৩
সোনাগাজী বলেছেন:
কোন রাজনৈতিক দলের সাথে ব্যবসা করা সম্ভব? কি কি ধরণের ব্যবসা আছে?