![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কথা মাইক দিয়ে বলতে ও সংকোচ বোধ করি না।।
'ঘুমিয়ে যা দেখা হয় তা স্বপ্ন নয়, বরং যা দেখার নেশায় ঘুম হয়না তাই স্বপ্ন।'
কিন্তু আজ অনেককেই বলতে শুনি স্বপ্ন দেখতে আর ভাল লাগেনা। কারন কোন স্বপ্নই আজ বাস্তবে পরিনত করা যায় না।
মানুষ তার কল্পনায় রঙ্গিন জীবন সাজায় । সেই অনুযায়ী কাজ করে চলে অবিরাম। অক্লান্ত পরিশ্রম করে জীবনের লক্ষে পৌছানোর জন্য কিন্তু হঠাৎ যেন সব থেমে যায়। সাদা হয়ে যায় জীবনের শত আশা আকাংখা। ফেকাশে হয়ে যায় জীবন। স্বপ্নগুলো যায় মারা (কখনো পুলিশের গুলিতে, কখনো বোমার আগাতে, কখনো আগুনে দ্বগ্ধ হয়ে, কখনো কোন গাড়ির নিচে চাপা পরে)। এভাবেই শেষ হয়ে যায় জীবনের সব স্বপ্ন স্বাদ, আশা আকাংখা। শেষ হয়ে যায় স্বপ্ন দেখার স্বাদ। এখন আর সে
জেগে স্বপ্ন দেখেনা .......
আর ঘুম ও আসেনা.....
এখন সে আর স্বপ্ন দেখেনা নতুন বাংলাদেশের।
স্বপ্ন দেখেনা নিজের নতুন ক্যারিয়ারের।
স্বপ্ন দেখেনা সমাজ সংস্কারের।
স্বপ্ন দেখেনা সুন্দর একটি সমাজের।
যেখানে তার ভবিষৎ ছুটোছুটি করবে, হাসবে, খেলবে আর গাইবে কোন সম্ভাবনার গান।
©somewhere in net ltd.