![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চোখের আলো আজ
আমার চোখে নাই,
আমার চোখের ভিতরের সব
পুড়ে হয়েছে ছাঁই।
আমার চোখের আলো আজ
ভিন পথিকের সাধন,
আমার চোখের আলো আমায়
করেছে চির নিধন।
আমার চোখের আলো আজ
অন্যের চোখে নাঁচে,
আমার চোখের আলোর ছোঁয়ায়
অন্যের স্বপ্ন বাঁচে।
আমার চোখের আলো আজ
আমায় ভুলে হাসে,
আমার চোখের আলোর প্রেমে
অন্যের অন্তর ভাসে।
©somewhere in net ltd.