![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবেলায় অপলক নয়নে দেখেছি
অশান্ত সমুদ্রের তীরে দু’টি পায়ের অবিরাম নৃত্য।
ছুঁয়েছি আমি, ছুঁয়েছে ঢেউ,
অবুঝ মন বয়ে চলা এক শরীরের অভিনবত্ব।
লাজুক চাহনি মেখে সে চোখ আমাকে ডেকেছে
যে চোখে আমার বসবাস;
অনিন্দ্য স্বপ্নের শত পা, উল্লাসের সব দেহ
হয়েছে তার কৃতদাস।
অতৃপ্ত দু’টি অন্তর পেয়েছে রোদ্দুর,
ভুলেছে চার দেয়ালের অন্ধকার,
অনু্যোগহীন চোখে অতন্দ্র চোখ
অনর্ঘ মায়া খোঁজে ধীরে, বারংবার।
অশ্রু নামে সমুদ্রে, নিরানন্দে নয় উচ্ছাসে,
লুকায় ঢেউয়ের পর ঢেউয়ে;
দু’টি শরীর অনিকেতন, অনুরক্ত সুখে,
দু’জন দু’জনার হয়ে।
©somewhere in net ltd.