নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেধাশূন্য এক অলস ব্লগার

If a writer falls in love with you, you can never die. ---Mik Everett

মিঃ পিঁপীলিকা

স্বপ্ন সবারই থাকে। হোক সে দরিদ্র একজন ফুল বিক্রেতা কিশোরী, কিংবা কোনো অভিজাত পরিবারের সন্তান। কেউ অল্পতেই ভীষণ তৃপ্ত, আর কেউ বা যত পায় ততই চায়। সত্যিকার হাসির মাঝে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া যায়। একদিন এ ছোট স্বপ্ন হতে পারে জীবনের আলোকিত কোনো অধ্যায়। প্রতিটি জীবিকার প্রতি আমাদের সন্মান থাকা উচিত। কারণ সৃষ্টিকর্তার কাছে একই মানুষ সবাই

মিঃ পিঁপীলিকা › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৯

মনে করো যদি অকাল শ্রাবণ হঠাৎ ই আসে
অথবা অসময়ে শিশির দূর্বা ঘাসে
হাতের ছোঁয়ায় হাত ভিজিয়ে
পায়ে পায়ে পা মিলিয়ে
তুমি ভিজবে কি??

মনে করো কাল বশেখি যদি হঠাৎ ই মাতায়
অথবা প্রানের ছোঁয়া সে পুরনো ছাতায়
ছাতার সাথে তাল মিলিয়ে
আধা আধি গা ভিজিয়ে
তুমি ভাসবে কি??

মনে করো ফন্দি ফিকির সেই দুপুর গুলোয়
পুরনো বই এর ভ্যাপসা ধুলোয় ,
হঠৎ পাওয়া সেই লুকনো চিঠি
আমার নামে, গোলাপি খামে
তুমি খুলবে কি ??

মনে করো যদি অভিমানী কোন রাত্রি বেলায়
চলতে থাকা মায়ার খেলায়, চোখ বেয়ে জল হঠাৎ ই আসে
দূরে থেকেও নিজের হাতে, বহু চেনা সে বিশ্বাসে
কাছে এসে সে জল তুমি মুছবে কি??

মনে করো যদি হঠাৎ ই জাগা ললিত রাগে
আমার সকাল আবার জাগে
সেই রাগেতে তান মিলিয়ে,
কেবল একখানা গান ,শুধু আমার জন্য,
নতুন করে তুমি লিখবে কি??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো , তবে কিছু টাইপো আছে ।

ভালো থাকবেন ভ্রাতা :)

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লিখেছেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.