নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিয়া হাসান

এইটা আমার ব্লগ।

ম্যঙ্গোপিপল

সেলফ এক্সপ্রেশান আমার জন্যে খুব ইম্পরট্যান্ট। www.facebook.com/zia.hassan.rupu

ম্যঙ্গোপিপল › বিস্তারিত পোস্টঃ

সেন্সরশিপ নিয়ে কিছু ভাবনা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

Click This Link



১২টি ব্লগ ও ফেইসবুক পেইজ বন্ধ



সোনাব্লগ বন্ধের পর, আমি দুই দিন আগে সব ধরনের সেন্সরশিপের বিরুদ্ধে লিখেছিলাম। কিন্তু এখন আমি লিমিটেড সেন্সরশিপ এর পক্ষে।



কিন্তু সেই সেন্সরশিপ যেন, বি টি আর সি কে চিঠি দিলেই না হয়। বা আওয়ামি বা পরবর্তীতে যে সরকার আসবে, তার বিরোধীতা করলেই যেন এই টা না হয়।



এইটার জন্যে হাই লেভেল, বাই পারটিসান একটা কমিটি হওয়া উচিত। যেই টা রেসিয়াল হেট্রেড ওয়ালা ফেসবুক পেজ এবং ওয়েব সাইট বন্ধ করবে। এই টার জন্যে মিনিমাম ১০০০ জন কে, রিপোর্ট করতে হবে। এই রিপোর্টিন এর সংস্কৃতি টা বাংলা সাইবার স্পেসের জন্যে প্রয়োজনিয়।



রিপোরটিং এর একটা এস্কেলেশান মাট্রিক্স থাকা উচিত। যাতে ফাইনাল ব্লক পর্যন্ত আসার আগ পর্যন্ত একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে পেজ বা ওয়েব সাইট একটা তিন ধাপ বা চার ধাপের একটা ফেযড ওয়ারনিং এর মধ্যে দিয়ে যাবে।



এই কমিটির নিজস্ব ইন্টারেক্টভ ওয়েব সাইট এবং পেজ থাকা উচিত। তারা কোন সিক্রেট অরগানাইযেশান হওয়া উচিত না। এই পেজ থেকে তারা সম্ভাব্য ব্লক এর তালিকায় থাকা ওয়েব সাইট এবং পেজ গুলো কে ওয়ারনিং দেবে। এবং যে সব পেজ বা সাইট ব্লক করা হইছে টার একটা সুনির্দিষ্ট বর্ণনা দিবে রেফারেনস সহ- কেন তাদের ব্লক করা হল এই ব্যাখ্যা দিয়ে।



আমি ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেসান এর সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। আমি এই জন্যে ইতি পূর্বে ছাগু ট্যাগ খাইছি লিখে, যতক্ষন না জামাত শিবির নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষন পরযন্ত তাদের মিছিল করার অধিকার কেড়ে নেয়া টা, তাদের ফ্রিডম অফ এক্সপ্রেসানের উপর আঘাত বলে।



আমি ওইদাউট ইফ, কিন্তু , বাট -যুদ্ধপরাধ এবং মুক্তিযুদ্ধের সময় তাদের দেশ বিরোধী ভুমিকার জন্যে জামাত শিবির নিষিদ্ধ করার পক্ষপাতি।



কিন্তু যতক্ষণ কোন আইন দিয়ে তাদের নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষন রাষ্ট্র তাদের ফ্রিডম অফ একপ্রেশানে আঘাত দিতে পারেনা বলে মনে করি। কারন রাষ্ট্রকে দেশে সব মানুষকে ইকুয়াল ট্রিট করতে হবে। এইটা রাষ্ট্রের ইকুয়ালিটির একটা দায়। এই টাই, জামাত শিবির এর মত দলের মতবাদ এর সাথে একটা প্রগ্রেসিভ রাষ্ট্রের ধারনার পার্থক্য। আমার পজিশন স্টিল সেম। ফ্রিডম অফ স্পীচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশান কোন আরাম এবং প্রয়োজন এর জন্যে ডিস্পেন্সেবল না।



কিন্ত আমার দেশ এখন যেইটা করছে, তা ডাইরেক্ট ইন্সাইটেশান। এইটা ফ্রিডম অফ স্পীচ এর একটা মুল টেনেন্ট এর পরিপন্থী সেইটা হইল, আপনার ফ্রিডম আরেক জন এর ফ্রিডমে ইন্টেরাপ্ট করতে পারবেনা এবং হানাহানি বিদ্বেষ ছড়াতে পারবেনা।



ফ্রিডম অফ স্পীচ এর লিমিট নিয়ে অনেক ডিবেট আছে। সেই ডিবেটের পরিষকার একটা আরগুমেন্ট হল, সামাজিক ভাবে কেউ যদি এমন কিছু ছড়ায় যাতে হানা হানি বা বিদ্বেষ ঘটতে পারে, তো তাকে আইনের আয়তায় আনা উচিত।



গত তিন চার দিনের আমার দেশ যদি ফলো করেন তাহলে দেখবেন, তারা ক্লিয়ারলি চাচ্ছে দেশে একটা রায়ট হোক। এবং তারা যেটা করতাছে, সেইটা ফ্রিডম অফ স্পীচ এর একটা ডাইরেক্ট এবিউয, এইটা ইন্সাইটেসান অফ ভায়োলেন্স।



সরকার এর কিছু করার উচিত। সেন্সরশিপ ইয এন অপশন। তবে শুধু মাত্র সেন্সরশিপ না। ডেমেজ মিটিগেশান স্টেপ ও নেয়া উচিত।



সকলের শুভ বুদ্ধির জয় হোক।



সবাই কে অমর একুশের শুভেচ্ছা।Click This Link



১২টি ব্লগ ও ফেইসবুক পেইজ বন্ধ



সোনাব্লগ বন্ধের পর, আমি দুই দিন আগে সব ধরনের সেন্সরশিপের বিরুদ্ধে লিখেছিলাম। কিন্তু এখন আমি লিমিটেড সেন্সরশিপ এর পক্ষে।



কিন্তু সেই সেন্সরশিপ যেন, বি টি আর সি কে চিঠি দিলেই না হয়। বা আওয়ামি বা পরবর্তীতে যে সরকার আসবে, তার বিরোধীতা করলেই যেন এই টা না হয়।



এইটার জন্যে হাই লেভেল, বাই পারটিসান একটা কমিটি হওয়া উচিত। যেই টা রেসিয়াল হেট্রেড ওয়ালা ফেসবুক পেজ এবং ওয়েব সাইট বন্ধ করবে। এই টার জন্যে মিনিমাম ১০০০ জন কে, রিপোর্ট করতে হবে। এই রিপোর্টিন এর সংস্কৃতি টা বাংলা সাইবার স্পেসের জন্যে প্রয়োজনিয়।



রিপোরটিং এর একটা এস্কেলেশান মাট্রিক্স থাকা উচিত। যাতে ফাইনাল ব্লক পর্যন্ত আসার আগ পর্যন্ত একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে পেজ বা ওয়েব সাইট একটা তিন ধাপ বা চার ধাপের একটা ফেযড ওয়ারনিং এর মধ্যে দিয়ে যাবে।



এই কমিটির নিজস্ব ইন্টারেক্টভ ওয়েব সাইট এবং পেজ থাকা উচিত। তারা কোন সিক্রেট অরগানাইযেশান হওয়া উচিত না। এই পেজ থেকে তারা সম্ভাব্য ব্লক এর তালিকায় থাকা ওয়েব সাইট এবং পেজ গুলো কে ওয়ারনিং দেবে। এবং যে সব পেজ বা সাইট ব্লক করা হইছে টার একটা সুনির্দিষ্ট বর্ণনা দিবে রেফারেনস সহ- কেন তাদের ব্লক করা হল এই ব্যাখ্যা দিয়ে।



আমি ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেসান এর সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। আমি এই জন্যে ইতি পূর্বে ছাগু ট্যাগ খাইছি লিখে, যতক্ষন না জামাত শিবির নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষন পরযন্ত তাদের মিছিল করার অধিকার কেড়ে নেয়া টা, তাদের ফ্রিডম অফ এক্সপ্রেসানের উপর আঘাত বলে।



আমি ওইদাউট ইফ, কিন্তু , বাট -যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধের সময় তাদের দেশ বিরোধী ভুমিকার জন্যে জামাত শিবির নিষিদ্ধ করার পক্ষপাতি।



কিন্তু যতক্ষণ কোন আইন দিয়ে তাদের নিষিদ্ধ না করা হচ্ছে ততক্ষন রাষ্ট্র তাদের ফ্রিডম অফ একপ্রেশানে আঘাত দিতে পারেনা বলে মনে করি। কারন রাষ্ট্রকে দেশে সব মানুষকে ইকুয়াল ট্রিট করতে হবে। এইটা রাষ্ট্রের ইকুয়ালিটির একটা দায়। এই টাই, জামাত শিবির এর মত দলের মতবাদ এর সাথে একটা প্রগ্রেসিভ রাষ্ট্রের ধারনের পার্থক্য। আমার পজিশন স্টিল সেম। ফ্রিডম অফ স্পীচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশান কোন আরাম এবং প্রয়োজন এর জন্যে ডিস্পেন্সেবল না।



কিন্ত আমার দেশ এখন যেইটা করছে, তা ডাইরেক্ট ইন্সাইটেশান। এইটা ফ্রিডম অফ স্পীচ এর একটা মুল টেনেন্ট এর পরিপন্থী সেইটা হইল, আপনার ফ্রিডম আরেক জন এর ফ্রিডমে ইন্টেরাপ্ট করতে পারবেনা এবং হানাহানি বিদ্বেষ ছড়াতে পারবেনা।



ফ্রিডম অফ স্পীচ এর লিমিট নিয়ে অনেক ডিবেট আছে। সেই ডিবেটের পরিষকার একটা আরগুমেন্ট হল, সামাজিক ভাবে কেউ যদি এমন কিছু ছড়ায় যাতে হানা হানি বা বিদ্বেষ ঘটতে পারে, তো তাকে আইনের আয়তায় আনা উচিত।



গত তিন চার দিনের আমার দেশ যদি ফলো করেন তাহলে দেখবেন, তারা ক্লিয়ারলি চাচ্ছে দেশে একটা রায়ট হোক। এবং তারা যেটা করতাছে, সেইটা ফ্রিডম অফ স্পীচ এর একটা ডাইরেক্ট এবিউয, এইটা ইন্সাইটেসান অফ ভায়োলেন্স।



সরকার এর কিছু করার উচিত। সেন্সরশিপ ইয এন অপশন। তবে শুধু মাত্র সেন্সরশিপ না। ডেমেজ মিটিগেশান স্টেপ ও নেয়া উচিত।



সকলের শুভ বুদ্ধির জয় হোক।



সবাই কে অমর একুশের শুভেচ্ছা।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

পেস মেকার বলেছেন: আমার দেশ যেমন একপেশে খবর ছাপাচ্ছে ঠিক অন্য মিডিয়াগুলো যেন দেশে একটি মতবাদকে প্রতিষ্টা করার জন্য উঠে পড়ে লেগেছে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

অর্ণব আর্ক বলেছেন: হুম পড়িলাম।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

কিউ জামান বলেছেন: একটি মতবাদকে প্রতিষ্টা করার জন্য মিডিয়াগুলো ধর্মীয় অনুভুতিতে আঘাত করতেও ধিধা করছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.