নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঙ্গহীন পথিক

সঙ্গহীন পথিক › বিস্তারিত পোস্টঃ

সেই বিভীষিকাময় রাতের কথা

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

তারিখটা ১২/১২/১৩

সময় তখন রাত ৮:৩০,

খুব ঠান্ডা লাগছে।

কনকনে শীতে রক্ত জমে যাবার

অবস্থা। কুয়াশার

চাদরে ঢেকে গেছে গোটা শহর।

গায়ে একটা ভারী জ্যাকেট

নিয়ে বসে আছি জামাল মামার

চায়ের দোকানে।

মুক্তিযোদ্ধা জামাল মামার বয়স

৬০ প্রায়।

বড় ফুটপাতের পাশে মামার দোকানটা,

সামনে একটা চিকন বেঞ্চ পাতা।



৩ দিন হরতালের দ্বিতীয় দিন আজ।

রাস্তাঘাট মানবশূন্য প্রায়।

এক কাপ চা হাতে পিচ ঢালা প্রশস্থ

পথটার দিকে চেয়ে আছি।

চায়ের কাপটাতে অনিয়মিত চুমুক

দিয়ে যাচ্ছি।



-কি গো ভাইগ্না, কি ভাবো?

(আমি যথারীতি নির্বাক

শ্রোতা)

-মন খারাপ?

-হুম মামা। মন টা খুব খারাপ।

-কেন? কি হইসে?

-আমার বন্ধু পিয়াস মারা গেসে?

-কেমনে মরসে?

-গত কালকে ভার্সিটি থেইকা আসার

সময় পেট্রোল বোমায় বাসে আগুননে আটকা পড়সিলো। মারাত্মক

আঘাত পাইসে। শরীরের ৭৫ ভাগ

পুইরা গেসে। আজকে মারা গেসে।

-হায় আল্লাহ্ !!! (ইন্না লিল্লাহি...)

-ও আমার খুব ভাল বন্ধু আছিলো।

-সাবধানে চলাচল কইরো। যা দিন-

কাল চলতেসে অহন। মানুষের জান-

মালের কুনো নিরাপত্তা নাই।

-হুম।

-দেশ স্বাধীন হইলেও

দেশে শান্তি বলতে কিচ্ছু নাই। এক

সময় আমরা স্বপ্ন দেখতাম যে দেশ

স্বাধীন করমু আর শান্তিতে থাকমু।

যুদ্ধ করলাম ও শেষ পর্যন্ত দেশ

স্বাধীন হইলো। কিন্তু কোনো লাভ

হইলো না। কোনো শান্তি নাই,

বরং আরো অশান্তি বেশি।

-তা ঠিক বলসেন।

তারপর মামা আমাকে যুদ্ধ চলাকালীন সময়ের কিছু

ঘটনা শুনালেন। এরপর জামাল

মামার কাছ থেকে বিদায়

নিয়ে নির্বাক মনে নিঃস্তব্ধ রাস্তার

পাশ দিয়ে বাসার

দিকে হাঁটতে শুরু করলাম।

কিছুটা পথ পাড়ি দেবার পর হঠাৎ

আচমকা তিনটা বিকট শব্দ আমার

শ্রবণেন্দ্রিয়

গুলোকে জাগিয়ে তোলে। পেছন

ফিরতেই দেখলাম,

সারা রাস্তা ধুসর ধোঁয়ায়

ছেয়ে গেছে এবং গুটি কয়েক

মানুষ রাস্তায়

দিশেহারা হয়ে ছুটছে।

বুঝতে বাকি রইল

না যে এগুলো ককটেল। আমি একটু

তাড়াতাড়ি হেঁটে লাগলাম।

কিন্তু কিছুটা দূর না পেরোতেই

আমি দাড়িয়ে গেলাম।

একি দেখছি আমি!!

সামনে একটি বাসে আগুন জ্বলছে।

আমি অবাক দৃষ্টিতে হতভম্বের

মতো দাড়িয়ে আছি। দ্রুত

বাড়িতে পৌছুলাম।

বারান্দায় বিচঞ্চল

পায়চারীতে ব্যস্ত আমি। এখন

রাত্রির স্নিগ্ধতার পরিবর্তে শুধু

বিষণ্ণতা ও হতাশা আমাকে গ্রাস

করে নিচ্ছে।

দেশের যে এখন কি করুণ

পরিস্থিতি, তা আর বলার

অপেক্ষা রাখে না।

যে বাংলাদেশ ৩০ লাখ শহিদের

বিনিময়ে স্বাধীনতা অর্জন

করেছে, সে বাংলাদেশ আজও

যেন এক পরাধীনতার শিকলে আবদ্ধ।

মানুষের মানবতা যে কোথায়

গিয়ে ঠেকেছে তার চাক্ষুষ

প্রমান পাই রাস্তায় বের হলেই।

স্বাধীনতার প্রতীক সেই উজ্জল

লাল-সবুজের পতাকা টি যেন এক

অন্ধকারাচ্ছন্ন অস্পষ্ট আবেশের

আরালে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে।

আমরা প্রায় সর্ব স্তরের নাগরিকগণ

"দেশপ্রেম" শব্দটিকে লালন

করি মাত্র। কিন্তু কখনোও পালন

করার বিন্দু চেষ্টা করি না। তাও

আমরা স্বাধীন দেশের সুষ্ঠু

নাগরিক।

দুর্ভাগ্যের

স্রোতোবহা নদীতে আমরা হাবুডুবু

খাচ্ছি কিন্তু সাঁতরে সাফল্যের

দিকে এগুবার কোনো সামর্থ্য নেই

আমাদের।

আফসোস হওয়া উচিত আমাদের।





এটা আমার প্রথম পোষ্ট। কোনো প্রকার ভূল হলে দয়া করে ক্ষমা করবেন।

সবাই আমার জন্য দোয়া করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.