![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাদার কীর্তি (Dadar Kirti)
দাদার কীর্তি ১৯৮০ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র ।
কেদার (তাপস পাল) একজন সাদাসিধা সরল মনের ছেলে । তিন বার বিএ পরীক্ষায় পাস করতে না পারলে তার বাবা অত্যন্ত রেগে যান এবং তাকে বিহারের একটি শহরে তার কাকার কাছে পাঠিয়ে দেন । সরল মনের ছেলে কেদার কাকার বাড়িতে এসে খুড়তুতো ভাই সন্তুর (অয়ন বন্দ্যোপাধ্যায়) বন্ধুবান্ধবদের হাসিঠাট্টার শিকার হয় । এদের নেতা ছিল ব্যোমভোলা (অনুপ কুমার) ।
কেদার সরস্বতী (মহুয়া রায়চৌধুরী) নামের একটি মেয়ের প্রেমে পড়ে । সে ছিল খুব কড়া গোছের সিরিয়াস মেয়ে । সরস্বতীর বোন বিনির (দেবশ্রী রায়) সাথে আবার সন্তুর বিয়ের ঠিক হয়ে ছিল । সরস্বতীর বাবা মাও কেদারের সরলতায় খুশি হয় এবং সরস্বতীও তার প্রতি নরম মনোভাব দেখায় । কিন্তু ব্যোমভোলা এবং তার দলের কলকাঠিতে তাদের দুজনের মধ্যে ভুলবোঝাবুঝি হয় । সরস্বতী কেদারের উপর ভীষন বিরক্ত এবং রেগে ওঠে এবং সে ভাগলপুরের অন্য একটি ছেলেকে বিয়ে করতে রাজি হয় । কিন্তু শেষ অবধি সব সমস্যা মিটে যায় এবং ভালবাসাই জয়ী হয় ।
অনেক ভাল একটি ছবি। আপনি আপনার বাবা মা ভাই বোন সবাইকে নিয়া দেখতে পারবেন
অভিনয়
তাপস পাল - কেদারনাথ চট্টোপাধ্যায়
মহুয়া রায়চৌধুরী - সরস্বতী মুখোপাধ্যায়
দেবশ্রী রায় - বিনি মুখোপাধ্যায়
অয়ন বন্দ্যোপাধ্যায় - অমরনাথ চট্টোপাধ্যায়
পুরা ছবি দেখার পড় আমাকে জানাবেন আর কেও আগে দেখলে বলতে পারেন কেমন ছবিটা
৩| ১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
দিশেহারা আমি বলেছেন: আমি রবীন্দ্রসঙ্গীত একেবারেই কম শুনি তবে এই ছবিতে বধূ কোন আলো লাগলো চোখে নামক একটা রবীন্দ্র সঙ্গীত আছে যা আমি অনেকবার শুনেছি।বুজার চেষ্টা করেছি এই গান কোন পুরুষ শিল্পী না গেয়ে মহিলা শিল্পী গাইলো কোন ফিলিংসে?আজও বোধগম্য হয়নি
আর হ্যাঁ, ছবিটাও দেখেছি।
১১ ই মে, ২০১২ রাত ৯:৩২
কস্ট বলেছেন: ধন্যবাদ
১১ ই মে, ২০১২ রাত ৯:৩৪
কস্ট বলেছেন: তবে এই অভিনেত্রি ১৯৮৬ সালে এক রাতে সন্তানের জন্য খাবার গরম করতে গিয়ে অগ্নি দুর্ঘটনায় প্রাণ হারান ৷
৪| ১১ ই মে, ২০১২ রাত ৯:৪৩
সাইফুল আলী বলেছেন: লেখক বলেছেন: তবে এই অভিনেত্রি ১৯৮৬ সালে এক রাতে সন্তানের জন্য খাবার গরম করতে গিয়ে অগ্নি দুর্ঘটনায় প্রাণ হারান
কি কন ভাই
একটু বিস্তারিত বলবেন কি
৫| ১২ ই মে, ২০১২ রাত ২:০২
অন্তর্মুখ বলেছেন: আমরা একটা ভুল প্রায়ই করি, বধু আর বঁধু এই দুইটা শব্দকে গুলিয়ে ফেলা। বধু হল বউ, আর বঁধু মানে বন্ধু। গানটা নারী কন্ঠে গাইলে ফলে কোন সমস্যা নাই। @ দিশেহারা আমি ।
৬| ১৪ ই মে, ২০১২ রাত ৮:৪৫
দিশেহারা আমি বলেছেন: ধন্যবাদ @ অন্তর্মুখ ভাই।
আমি আপনার ব্লগে গিয়ে ধন্যবাদ দিতে চেয়েছিলাম কিন্তু একি
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:০০
বাবুই পািখ বলেছেন: লিন্ক দেন।