![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা লাগার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি ।
যেটা সম্পূর্ণ ইচ্ছা করেই লাগানো হচ্ছে ।
প্রথম আঘাতটা যাচ্ছে হিন্দুদের উপর। কিছু হিন্দু বাড়ীতে আগুন দেয়া হল । আর আজকে কাঁধের নিচে ক্ষত বিক্ষত একটা শিশুর ছবি শেয়ার করে বলা হচ্ছে এইটা গতকালে নিহত হিন্দু শিশুর ছবি ।
অথচ গুগল ইমেজ এ সার্চ দিয়ে দেখলাম এইটা ৬-৭ মাস আগের একটা ছবি, এই একই ছবি বার্মায় রোহিঙ্গা নিধনের ছবি হিসেবেও চালানো হয়েছিল ।
সবার প্রতি আকুল আবেদন, ফেসবুকে যে কোন কিছু শেয়ার দেবার আগে একটু যাচাই করে নিন । নয়ত এই কারণে যদি কিছুদিন আগের রামুর মত ঘটনা শুরু হয় তবে আপনিই দায়ী থাকবেন।
কিভাবে বুঝবেন কোন ছবি ফেক ?
ছবিটি ওপেন করে তাতে রাইট ক্লিক করে আগে আপনার পিসি তে সেভ করে নিন । এরপর image.google.com এ যান । যেখানে টাইপ করতে হয় তার পাশে একটি ছোট ক্যামেরা এর ছবি আছে । এটিতে ক্লিক করুন ।
এরপর "upload an image>choose file" এখান থেকে ঐ ছবিটি আপনার পিসিতে যে জায়গায় আছে তা দেখিয়ে দিন । এরপর যে রেজাল্ট গুলো আসবে সেগুলু একটু ভালভাবে পড়ে দেখুন । অন্যভাষার সাইট হলে গুগল ট্রান্সলেটর ব্যবহার করুন ।
দয়া করে আমার বাংলাদেশে দাঙ্গা লাগানোর কাজে নিজেকে জড়াবেন না ।
[যত পারেন শেয়ার করুন। ]
।। সংগৃহীত ।।
©somewhere in net ltd.