![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করছি জীবনের সাথে সংগ্রাম করে টিকে থাকার জন্য............স্বপ্ন অসীম, আকাশছোঁয়া! ধরতে চাই এই আকাশছোঁয়া স্বপ্নটাকে!
ইন্ডিয়াতে পজ মেশিনের এই ব্যবহার দেখলেই বোঝা যায় আমরা এখনো ডিজিটালাইজেশনে কত পিছিয়ে আছি............ সব্জির দোকান, ফুচকাওয়ালা, আচার বিক্রেতা থেকে শুরু করে সবাই পজ মেশিনের ব্যবহারের সুবিধা পাচ্ছে। আমাদের দেশে ব্যাংকগুলোতে এই পজ মেশিন বা নরম্যালি এ টি এম তুলতেই কত ধরণের ফ্যাঁকড়া যে পোহাতে হয়, কত ধরণের ব্যাংকিং এর প্যাঁচে পড়তে হয় তাতে শেষমেশ আর কেউ এই ধরণের ঝামেলায় যেতে চায় না। আশা করি কোনোদিন এনায়েতের ফুচকার দোকানে, ১০ স্বাদের চায়ের দোকান বা সব্জির দোকানে পজ মেশিনের ব্যবহার হবে আর আমরাও ডিজিটালাইজেশনের রেইসে এগিয়ে থাকবো !
২| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৮
অরন্যে রোদন - ২ বলেছেন: ইন্ডিয়া এগিয়েছে বলেই যে আমাদের এগোতে হবে তা না, আমাদের নিজেদের প্রয়োজনেই আমাদের এগোতে হবে। কাওকে অনুসরন বা অনুকরন করতে নয়। আর আপনি ভারতে সর্বোত্র ব্যাংকিং থ্রু তে লেনদেনের কথা বলছেন এটি কিন্তু ১মাস আগে ও এমন ছিল না। নরেন্দ্র মোদীর একটি সুক্ষ ও সময়োপোযোগী পদক্ষেপ ভারতবাসীকে বাধ্য করেছে সর্বোত্র ব্যাংকিং থ্রু তে লেনদেনে, এমনি সবজি ফুচকার দোকানেও।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২২
সুমন কর বলেছেন: ভালো তো ....
৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৭
সিস্টেম অ্যাডমিন বলেছেন: আপনি বলেছেন "সব্জির দোকান, ফুচকাওয়ালা, আচার বিক্রেতা থেকে শুরু করে সবাই পজ মেশিনের ব্যবহারের সুবিধা পাচ্ছে।"
ছোট একটা বিষয় যুক্ত করতে চাই , আপনার দেওয়া বেশিরভাগ ছবিতে যে পেটিএম (paytm)নামক মাধ্যমটি দেখতে পারছেন , এটিকে এককথায় e-wallet বলতে পারেন , যদি আপনার একটি স্মার্ট ফোন থাকে তাহলে আপনি পেটিএম এর মাধ্যমে অপর একজন পেটিএম ব্যবহারকারিকে মুহূর্তের মধ্যে পে করতে পারবেন। এই ব্যবস্থায় ক্রেডিট বা ডেবিট কার্ড এর সরাসরি দরকার পরে না (শুধুমাত্র e-wallet রিচার্জ করা ছাড়া ) শুধু যাকে পে করতে চাইছেন(এখানে ফুচকা ওয়ালা বা ক্যাব , মূলত বিক্রেতা ) তার শপ এ থাকা পেটিএম নামক ছবিটির নিচে QR কোডটিকে scan করে পে করতে হয়, (উপরের ছবি দ্রষ্টব্য ) এর পর যেকোনো e-wallet ব্যবহারকারী প্রাপ্ত টাকা তাঁর ব্যাংক অ্যাকাউন্ট এ ট্রান্সন্ফার করতে পারেন তাও নিমেষে । আমি নিজেও একজন e-wallet ব্যাবহারকারী ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হবে হবে সবই হবে এক সময়...