![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও এন্ড্রয়েড কোর্সের এর ৫ম
লেকচার এর বিষয়বস্তু:
Class কি এবং কেমন করে তা ব্যবহার করতে হয়
Object কেমন করে তৈরী করতে হয়
Inheritance কি এবং তা কেমন করে কাজ করে
public, private, protected, default এর মানে কি
static method, instance method এর পার্থক্য
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮
জিকো বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
হতাশ নািবক বলেছেন: খুব ভাল একটা উদ্যোগ , অনেক তরুনে র স্বপ্ন পুরুন করার প্লাটফরম হতে পারে এটা। এত সুন্দর প্রাঞ্জল ভাষায় জটিল বিষয় গুলোর ব্যাখ্যা অতুলনীয়। শত ভাগ বিশ্বাস করি যদি কেউ আন্তরিকতা সাথে লেকচার গুলো প্রাকটিস করে তবে সে অবশ্যই শিখতে পারবে।
প্রসংগত উল্লেখ না করলেই না যে, ফালতু চুলকানিমুলক লেখা পোষ্ট করলে মন্তব্যের অভাব হয় না, অথচ এত গুরুত্বপুর্ন একটা বিষয়ে সুন্দর একটা পোষ্ট কিন্ত কোন মন্তব্যে নেই। সত্যিই কি বিচিত্র আমরা (?)।
পরিশেষে, উৎসাহ হারাবেন না, শুধু মনে করবেন আপনার লেকচার শুনে একজন ও যদি কিছু শিখতে পারে তাতেই আপনার সার্থকতা।
ভাল থাকুন , ভাল কাজের সাথেই থাকুন্
অফুরনত শুভেচ্ছা ।