![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Android এর জন্যে Game Development-৪
AlertDialog তৈরি করা
AlertDialog এ button, icon, title ও মেসেজ সেট করা
কেউ চিটিং করছে কিনা তা নির্ধারণ করে Alert মেসেজ দেখানো
স্ক্রীন এর নিচে dock তৈরি করা
dock বামে ও ডানে সরানোর বাবস্থা করা
রোবট পড়ে গেলে ডিলিট করা ও array list থেকে অপসারণ
continuous long press থেকে ইনপুট নিয়ে ব্যবহার করার উপায়
স্কোর গণনা করার thread তৈরি করা
বিভিন্ন score এর জন্যে বিভিন্ন রং নির্ধারণ
০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
জিকো বলেছেন: এত তারাতারি মন্তব্য আশাকরি নাই। আশা করি যদি ফলো করেন কাজে আসতে পারে। সামুর অধিকাংশ সদস্যই অবশ্য এই ব্যাপারে যথেষ্ট ধারনা রাখেন। তারপরও যারা লংটার্ম এ ভাল করতে চান তাদের জন্য কষ্টটা করা। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।
২| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
বেলা শেষে বলেছেন: .....if i would able to understand - then i will follow inshallah.
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১০
বেলা শেষে বলেছেন: To much good for learning!