নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসয়াত রহমান জিকো (Rashat Rahman Zico)

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

জিকসেস

লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা (ব্লগ লিংক ফেসবুক শেয়ার করা যাবে)। বাক্য গঠন এবং বানান ভুল পাওয়া যাবে এ জন্য দুঃখিত। সেগুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেগুলাকে ঠিক করে দেই। ফেসবুক - http://www.facebook.com/rrzico

জিকসেস › বিস্তারিত পোস্টঃ

শাহরুখ খান বাংলাদেশে আসছেন................ আসুক।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৭

(শিরোনাম পড়েই মাইনাস দিবেন না, ভিতরের লেখা পড়ে মাইনাস দিন)



আজিজ মির্জা যখন “রাজু বান গায়া জে্টেলম্যান” (১৯৯২ সালের মুভি, শাহরুখ খানের প্রথম মুক্তিপ্রাপ্ত নয়, কিন্তু প্রথম সাইন করা সিনেমা) বাান তখন নায়ক নিয়েছিলেন শাহরুখ খানকে। কে শাহরুখ খান? আজিজ মির্জা এর আগে টিভি সিরিয়াল বানাতেন। "সার্কাস" এবং "ফৌজি" নামক টিভি সিরিয়াল দুটিতে শাহরুখ খান ছিলেন। তার নিজের সিনেমাতেও শাহরুখ খানকে সাইন করালেন এবং যথারীতি বিপদে পরলেন। কারন নায়িকা পাওয়া যাচ্ছেনা। কোন নায়িকা এত বাজে চেহারার (!) নায়কের সাথে অভিনয় করতে রাজি নন। অনেক কষ্টে জুহি চাওলাকে পাওয়া গেল তাও তিনি শুরুতে কয়েকবার না করে দিয়েছিলেন। সিনেমার শুটিং শুরু হল। প্রথম কয়েকটা প্রিন্ট দেখে শাহরুখ খান মন খারাপ করে চলে গেলেন। কারন, এত বাজে চেহারার নায়কের সিনেমা কেউ দেখবেনা। আজিজ মির্জার নিজের উপর আস্থা অনেক। তিনি বললেন, আগে দেখই না। এরপর ছবি রিলিজ পেল। ছবি হিট হল। একই সময়ে তার আরও দুটি সিনেমা, “দিল আসনা হ্যায়” ফ্লপ করলেও “দিওয়ানা" হিট করল। দু জায়গাতেই নায়িকা দিভ্যা ভারতী। নবাগত নায়কদের সাথে তিনি কাজ করেন।



তবে তখনও শাহরুখ খানের অবস্থা পাকাপোক্ত নয়। তিনি সুযোগ খুঁজতে লাগলেন। পেয়ে গেলেন বাজীগর। “ডর” ছবিতে অভিনয় নিয়ে আমির খানের সাথে ইয়াশ চোপরাদের ঝামেলা হল। তাই সেখানেও গেলেন শাহরুখ খান। এই প্রথম একটা সিনেমা এমন হল যে নায়কের থেকে ভিলেনের কদর বেশি। সানি দেওল খেঁপে গেলেন। তিনি নায়ক কিন্তু সবাই শাহরুখ খানের কথা বলে। “I love you KKKKKKKiran”- শাহরুখের অভিনীত নেগেতিভ রোলটা কিন্তু স্ক্রিপ্টে তোতলামি ছিলনা। শাহরুখ খান নিজে এটা বের করেন আর বলেন যে এরকম রোলে ইউনিক একটা ব্যাপার হিসেবে কাজ করবে এটা। কাজ করল। শাহরুখ খানের নেগেটিভ ক্যারেক্টর আরেকটা ছিল "আনজাম" সিনেমাতে। ছবি ফ্লপ করলেও শাহরুখ সেরা ভিলেনের পুরষ্কার পান।



শাহরুখ খানের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমার নাম “দিল ওয়ালে দুলহানাইয়া লে জায়েঙ্গে”। হিন্দি সিনেমাগুলার মধ্যে এটাই আমার সব থেকে প্রিয়। “রাজ” চরিত্রটার প্রেমে পরেনি এমন মেয়ে ঐসময় খুঁজে পাওয়া যেতনা। শাহরুখ খানের থেকে ভাল সম্ভবত এই রোল কেউ করতেও পারতনা। একটা হিট ডায়লগ ছিল, “বড়ি বড়ি দেশমে ছোটি ছোটি বাতি হোতি রেহতি হ্যায়”। একটা মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাতেও শুরুতে আমির খান আর দিভ্যা ভারতীর করার কথা ছিল। এবার আমির খানের সাথে ঝগড়া হল আদিত্য চোপড়ার। ১৯৯৪ সালের এপ্রিল মাসে মারা গেলেন দিভ্যা ভারতী। “সিমরান” হয়ে চলে আসলেন কাজল।



বলিউড কিং সেই শাহরুখ খান ঢাকা আসছেন। ঢাকা আসার আগে বেশ বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কারন তিনি শাকিব খানের সাথে স্টেজ পারফর্ম করবেন না। শাকিব খানের জবাবটা খুবই হাস্যকর। তার নাকি সময় নেই শাহরুখ খানের সাথে পারফর্ম করার। অথচ এর আগে তিনি বেশ প্র্যাকটিস করছিলেন হিন্দি গানের সাথে। অনেকে এখানে আমাদের দেশকে অপমানের গন্ধ খুজছেন আমার কাছে অবশ্য সেরকম মনে হয়না। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। বিশ্বকাপ নিয়ে যে এ্যাড বানানো হচ্ছে সেখানে শচীন, মুরালিধরনের সাথে আছেন সাকিব আল হাসান। শচীন বিশ্বসেরা ব্যাটসম্যান, মুরালি বিশ্বের সেরা স্পিনার এদের সাথে আছেন আমাদের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু শাহরুখ খানের সামনে আমরা কিভাবে আমাদের সেরা নায়ক শাকিব খান – এ কথা বলে এক স্টেজে তুলি। শাকিব খান কি আজ পর্যন্ত একটাও মৌলিক সিনেমা করেছে? তিনি এখন বলছেন শাহরুখ খানের সাথে পারফর্ম করার সময় তার নেই। কিন্তু শাহরুখ খানের অভিনীত সিনেমাগুলার বাংলা ভার্সনে তিনি ঠিকই অভিনয় করেন। “ডর” আর “ডন” দুটো ছবিই বানানো হচ্ছে আর সেগুলাতে অভিনয় করার টাইম তার ঠিকই আছে। এখন কোন মুখে আমরা শাকিব খানকে শাহরুখ খানের সামনে ঠেলে পাঠাই? শাহরুখ শাকিব খানের সিনেমা দেখতে গেলেই দেখবেন তার নিজের সিনেমা গুলারই কপি অথবা অন্য কোন বলিউডের সিনেমা গুলার কপি!! শাকিব খান কোন দিক দিয়েই বা একজন আন্তর্জাতিক তারকা হলেন?? যোগ্যতা কি এতই সোজা?



আমাদের কি আন্তর্জাতিক তারকা নেই? আছেন। আমাদের রুনা লায়লা আছেন। একজন ভারতীয় খুশবুন্ত সিং যার সম্পর্কে বলেছিলেন, "আমাদের রুনা লায়লা দিয়ে দাও, আমরা তোমাদের ফারাক্কা বাধ দিয়ে দিচ্ছি”। আমাদের ব্যান্ড মাইলসের গান হিন্দি সিনেমাতে কপি হয়েছে। কিন্তু শাকিব খান কি কোন অবস্থাতে রিপ্রজেন্ট করার মত কিছু?











শাহরুখ খান বাংলাদেশে আসার কারনে আমি যে খুশিতে আবেগ আপ্লুত তাও নয়। আমি এখন একটা ঘটনা বলছি এটা আমি একজনের কাছে শুনেছি। এবং এটা শোনার পর শাহরুখ খানের প্রতি ভক্তি শ্রদ্ধা একটু কমে গিয়েছিল। আজ থেকে ১২-১৩ বছর আগে এক বাংলাদেশি আমেরিকাতে শাহরুখ খানকে পান। খুশিতে গদগদ হয়ে হাত মিলান। শাহরুখ খান জিজ্ঞেস করেন, "তোমার দেশ কই"? "বাংলাদেশ" শোনার পর শাহরুখ খান মুখ ঘোরানো অনীহার একটা এক্সপ্রেশন দেন এবং আমি শাহরুখ খানের মুভি গুলো দেখার কারনে কল্পনা করতে পারি সেটা কেমন এক্সপ্রেশন। হতে পারে কোন কারনে শাহরুখের হয়ত মন মেজাজ খারাপ ছিল। শাহরুখ হলেও সে মানুষ। আমি গোসল না করলে বডি স্প্রে না মাখলে যদি আমার গা থকে গন্ধ আসে শাহরুখ খানের গা থেকেও আসবে। সিনেমায় না দেখালেও ব্যাক্তি-গত জীবনে শাহরুখ খানও পাধ দেন এবং তার গুয়ে গন্ধ আছে।



তারপরেও আসুক শাহরুখ খান বাংলাদেশে। মাতিয়ে যাক তার অগনিত ভক্তদের। এবং আমি জানি তিনি মাতাবেন। সব শেষে বাংলাদেশিদের নিয়ে ভাল ভাল কথাও বলবেন। সেটা শুনে আমরা আবেগ আপ্লুত হতে পারি কিন্তু টাকা পেলে অনেক কিছুই করা যায়। শাহরুখ খান টাকার বিনিময়ে ধনীদের গায়ে হলুদ অনুষ্ঠানেও নেচে গিয়ে আসেন।



শাহরুখ খানের প্রশংসনীয় কিছু ব্যাপার আছে। তিনি পরিশ্রমী এবং উদ্যমী। অনেক ঝামেলা হলেও তিনি তার প্রেমিকাকে বিয়ে করেছিলেন। কখনও শাহরুখ খান সম্পর্কে মেয়ে ঘটিত উলটা গসিপ শোনা যায়না। তার কৃতজ্ঞতা বোধ আছে। জুহি চাওলা তার প্রথম সিনেমায় রাজী হয়েছিলেন তাই জুহি চাওলার বিপদের সময় তিনি সব সময় পাশে থাকেন। তার পুরানো বন্ধু বান্ধবদের কাউকেই ভুলে যাননি। সব থেকে বড় ব্যাপার হল তিনি অনেক অনেক অনেক বড় একজন সুপার স্টার।



তবে শাহরুখ খানকে দেখার জন্য উতলা হয়ে নাই আমি। টিকিটের দাম ৩ হাজার , ৫ হাজার এগুলোকে কেউ কারন বললে ভুল মনে করবেন। এই টাকাটা আমি খরচ করব বিশ্বকাপ দেখার জন্য। আমার কাছে সাকিব আল হাসান, শাহরুখ খানের থেকে অনেক বড় স্টার। মিরপুরের খেলা গুলার টিকিট কিনতে হবে। সবুজের উপর লাল – এরকম গেঞ্জী কিনতে হবে আরো অনেক কিছু বাকি আছে। শাহরুখ খানকে দেখার জন্য যে টাকা লাগবে সেই টাকা দিয়ে কত বড় রয়েল টাইগারের পুতুল পাওয়া যাবে কারও জানা থাকলে জানাবেন। সেই জিনিসও একটা কিনতে চাই। দেখা হবে স্টেডিয়ামে, বাংলাদেশের জয়ের ক্ষনে।



* এটা আমার ব্যাক্তিগত ব্লগ, যারা শাহরুখ খানকে দেখার জন্য টিকিট কিনেছেন কোন অবস্থাতেই তাদের খাটো করছি না। সবারই অধিকার আছে নিজের নিজের পছন্দকে প্রাধান্য দেওয়ার।



* শাহরুখ খানের অনেক ছবি হলিউডের কপি যেমন বাজীগর - A kiss before dying (1991; staring Sean Young)



মন্তব্য ১১০ টি রেটিং +৭৪/-১

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৭

জেরী বলেছেন: ধুরররররররর সে আসবে বলে ওয়ারিদ ডেইলি মেসেজ দিয়া জানাইতে জানাইতে পাগল করে ফেললো /:)

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৮

জিকসেস বলেছেন: আমি এই জন্য ওয়ারিদ বন্ধ রাখসি।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০০

তির্থক আহসান রুবেল বলেছেন: +টিভ লেখার জন্য একটা + দিলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৯

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০০

আলিম আল রাজি বলেছেন: ভালো লাগলো লেখাটা। তথ্যবহুল।
শাকিবের ফাইজলামী দেখে হাসি পাচ্ছে।

*কিছু টাইপো আছে।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১০

জিকসেস বলেছেন: ঠিক করতেসি।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০১

বড় বিলাই বলেছেন: ভালো বলেছেন। আজকে সকালে আরেকজনের কাছে ঠিক এই রকমের কথাই শুনেছি। দুজনের ভালো মিল দেখি। :)

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১১

জিকসেস বলেছেন: :)

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০১

সমসম বলেছেন: আপনি আসলেঈ দেশপ্রেমিক.।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৪

জিকসেস বলেছেন: আমরা সবাই দেশপ্রেমিক। সবাই দেশকে ভালবাসি।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০১

আলিম আল রাজি বলেছেন: যারা শাহরুখ খানকে দেখার জন্য টিকিট কিনেছেন কোন অবস্থাতেই তাদের খাট করছি।
>>>>>

এইটা সম্ভবত হবে>>
যারা শাহরুখ খানকে দেখার জন্য টিকিট কিনেছেন কোন অবস্থাতেই তাদের খাট করছি না।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৫

জিকসেস বলেছেন: ঠিক করেছি।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০২

গুরুজী বলেছেন: সহমত!

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৫

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১০

এফ এন এফ বলেছেন: আপনার সাথে সহমত জানাই

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৬

জিকসেস বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১১

সজল শর্মা বলেছেন: ধুরররররররর সে আসবে বলে ওয়ারিদ ডেইলি মেসেজ দিয়া জানাইতে জানাইতে পাগল করে ফেললো

B-) B-) B-) B-) B-)

ওয়ারিদরে মাইনাস

সুন্দর লেখেছেন। সুন্দর কথা। +++++

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৬

জিকসেস বলেছেন: ওয়ারিদরে মাইনাস

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১১

স্বপ্ন_বিলাস বলেছেন: সহমত।
প্লাস

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৮

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৩

কি নাম দিব বলেছেন: আমার কাছে শাকিব আল হাসান শাহরুখ খানের থেকে অনেক বড় স্টার। মিরপুরের খেলা গুলার টিকিট কিনতে হবে। সবুজের উপর লাল – এরকম গেঞ্জী কিনতে হবে আরো অনেক কিছু বাকি আছে। শাহরুখ খানকে দেখার জন্য যে টাকা লাগবে সেই টাকা দিয়ে কত বড় রয়েল টাইগারের পুতুল পাওয়া যাবে কারও জানা থাকলে জানাবেন। সেই জিনিসও একটা কিনতে চাই। দেখা হবে স্টেডিয়ামে, বাংলাদেশের জয়ের ক্ষনে

পিলাচিত করা হৈল। :)

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৮

জিকসেস বলেছেন: পিলাচ গ্রহিত হইল।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৬

বাদ দেন বলেছেন: এরে বাদ দেন X( X( X( X(

প্লাস। শাকিব খানের ভক্ত দের হা হুতাশ শুনলে মনে হয় শারুখ না কেয়ামত আইসে,
আর শারুখ ভক্ত দের কথা সুনলে মনে হয় জেসাস আইসে এদের উদ্ধার করতে

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৯

জিকসেস বলেছেন: অকে বাদ।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সাকিব ইজ দ্যা বেস্ট, শাহরুখান ইজ দ্যা বেস্ট।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২২

জিকসেস বলেছেন: তাইলে আমিও বেস্ট।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২০

সাকিব007 বলেছেন: শাহরুখ খান আসতেছে আসুক, ওয়ারিদ এর এত চামচামি করার মানে কি? প্রতি দিন এস এম এস দিতে দিতে অস্থির কইরা দিল
জিকো ভাই, লেখাটা পয়লা ক্লাস হইসে
++

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২২

জিকসেস বলেছেন: আরে কমেন্ট করার অধিকার পাইয়া গেস দেখি !!!!

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৬

স্বপ্ন ও সমুদ্র বলেছেন: দারুণ লিখেছেন।
++++

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৪

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৬

হাসান যোবায়ের বলেছেন: অসাধারন লিখেছেন!
++++++++++

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৫

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৯

লাল দরজা বলেছেন: ভীষন ভাল লাগল লেখাটা। ব্রাভো!

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৫

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩০

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: আপনার সাথে সম্পূর্ন একমত।+++++

আমিও টাকা জমাইয়া রাখতেছি খেলা দেখার জন্য। কিন্তু টিকেট পাব কিনা দুশ্চিন্তা হইতেছে।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৬

জিকসেস বলেছেন: সেই দুশ্চিন্তা অবশ্য আছে।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: শারুক আইসা নেচে কুঁদে ভাঁড়ামি করবে আড় তা দেখতে যাবে কিছু মানসিক প্রতিবন্ধী ফ্যাশন সর্বস্ব মাথাবিহীন মানুষজন। করুণা করি তাদের।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৯

জিকসেস বলেছেন: খিকজ।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৪

অরিত্রো বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++্

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৭

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৬

টানজিমা বলেছেন: কবে আশবে শারুক ভাই??....দেখতে যেতে চাই....:(

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৮

জিকসেস বলেছেন: ১০ ডিসেম্বর।

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৬

খেক খেক বলেছেন: শাকিব আল হাসান
বানান ঠিক হয় নাই।প্লীজ ঠিক করুন।
সাকিব আল হাসান।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৯

জিকসেস বলেছেন: করসি।

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৫

জেসন বলেছেন: শাহরুখের চেয়ে আমগো সাকিব ভাই-ই সেরা, শাহরুখ প্রোগ্রাম মাইনাস, আমনের লেখা ++++

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০১

জিকসেস বলেছেন: শাহরুখ প্রোগ্রাম মাইনাস

২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫৬

সবখানে সবাই আছে বলেছেন: হ্যা।
দেশে আস্তেসি শুধু বাংলাদেশের খেলা দেখব বলে।
হারলে দোস্ত দের বুকে জড়ায় ধরে কাদব।
জিতলে তো কথায় নাই?আরো বেশি করে কাদব।
আমার সমস্ত আবেগ বাংলাদেশের জন্য বরাদ্দ।
চার ছয় মারলে বাংলাদেশ বলে আকাশ বাতাশ কাপিয়ে চিৎকার করব।
আমার দরকার নাই শারুখ খানের নাচ গান।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০১

জিকসেস বলেছেন: :)

২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০১

সোলায়মান বলেছেন: এটাই ভালো যে আমরা খেলা দেখব... নাচানাচি দেখার জন্য টিভি আছে না !!!
পোস্টে প্লাস কিন্তু আমাগো ভাব-সাব ধরা পাতলা খান শাকিব'কে কইস্যা মাইনাস

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০২

জিকসেস বলেছেন: খিকজ।

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৩

শাহরিয়ার রিয়াদ বলেছেন: জিকসেস ভাই, এক কথায় বলি...চরমমমমমমমমমম

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৫

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:১০

স্পেলবাইন্ডার বলেছেন: আপনি লিখবেন আমার মনের কথা- এটাই এখন স্বাভাবিক মনে হয়।

হাজার টাকা খরচ করে শাহরুখের নাচ দেখার কোন ইচ্ছা নাই। কারণ উনি বিখ্যাত কোন নৃত্যশিল্পী না। তার চেয়ে ৭০/৮০ টাকা দিয়ে একটা ভাল মুভি কিনে বাসায় বসে দেখা অনেক বেশি মজার। হোক সেটা হলিউডি বা বলিউডি। শাহরুখ-আমির-ডিক্যাপ্রিও-ব্রাড পিট- কোনোটাতেই অরুচি নাই।

সাকিব আল হাসান প্রিয় খেলোয়াড়- তার খেলা দেখতে যেকোন কষ্ট করতে রাজি আছি। কিন্তু পয়সা খরচ করে সাকিবের গান শুনতে যাওয়ার কি দরকার, তাই না?

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৩

জিকসেস বলেছেন: সাকিব আল হাসান আমাদের রিয়েল লাইফ হিরো।

বাংলাদেশি মেয়েরা আফ্রিদি মেরি মি প্ল্যাকার্ড নিয়ে আসছিল কিন্তু সাকিব আল হাসান নিয়ে আসেনায় কখনও।

আফ্রিদির থকে সাকিব আল হাসান অনেক বেটার প্লেয়ার।

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৪

স্পেলবাইন্ডার বলেছেন:

সম্ভবত এদেশের সব শ্রেণীর মানুষের ভিতরই অসংখ্য শাহরুখ ভক্ত পাওয়া যাবে। এদের মধ্যে কেউ কেউ হয়ত গত কয়েকমাস ধরে নিজের কষ্টার্জিত, ঘামেভেজা পয়সা জমাচ্ছে একনজর প্রিয় তারকাকে দেখার জন্য। সে হতে পারে কোন রিক্শাওয়ালা, কোন গার্মেন্টস কর্মী বা কোন রাজমিস্ত্রী। আপনি বিষয়টা বোঝেন তাই পোস্টের শেষে তাদের প্রতি সম্মান জানিয়েছেন।
কিন্তু উপরে খেয়াল করে দেখেন- কিছু তথাকথিত সুশীলের মন্তব্য পড়ে মনে হচ্ছে শুধু ডিজ্যুস জেনারেশন আর অবৈধ পয়সাওয়ালাদের সন্তানরাই শাহরুখের ভক্ত। এদের চিন্তার দৌড় কতদূর আন্দাজ করতে পারেন। অপ্রাসঙ্গিক এই কথাটুকুর জন্য অগ্রীম ক্ষমাপ্রার্থী।
শাকিব খান বিষয়ে একটাই মন্তব্য- কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা। :)

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৯

জিকসেস বলেছেন: হুম।

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩৯

আজম বলেছেন: শাহরুখ খানকে দেখার জন্য যে টাকা লাগবে সেই টাকা দিয়ে কত বড় রয়েল টাইগারের পুতুল পাওয়া যাবে কারও জানা থাকলে জানাবেন। সেই জিনিসও একটা কিনতে চাই। দেখা হবে স্টেডিয়ামে, বাংলাদেশের জয়ের ক্ষনে।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৪

জিকসেস বলেছেন: ইনশাল্লাহ

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৭

স্বপ্নডানা বলেছেন: শাহরুখ খান একজন সুপার স্টার। এইদেশে তার অগণিত ভক্ত আছে। তাই তিনি এসে এন্টারটেইন করতেই পারেন।

তিনি আসছেন, আর এই নিয়েও যদি আমরা কানাঘুষা করি, তাহলে তো আমাদের হীনমন্যতাই প্রকাশ পাবে।

অনেক ভালো লাগলো লেখাটা। ব্যাক্তিগতভাবে শাহরুখ খানের দেবদাস ও পারদেশ আমার বেশ ভালো লেগেছিল।

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫০

জিকসেস বলেছেন: :)

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৩

শুন্য মানব বলেছেন: vai darun liksen .....

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৬

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৪

আলোকপাত বলেছেন: শাহরুখ খান আমার কাছে একজন ভাল অভিনেতা ছাড়া আর কিছুই না ।
উনি যদি বাংলাদেশের কেউ হতেন তাহলে অন্য কথা । তাকে নিয়ে এত মাতামাতি করার কি হল বুঝলাম না ।
এদের কয়েক ঘন্টার অর্ধনগ্ন নাচের চাইতে এবারের শীতে উত্তরবঙ্গে যদি বড়লোকের ঐ ছেলেগুলো ৫০০০ করে টাকা দিতো
এটা কেউ চিন্তাও করে কিনা সন্দেহ আছে ।
ভাল পোস্ট ।
আপনার দেশপ্রেম দেখে খুব ভাল লাগে ।
আপনার মত লোক আছে বলেই দেশ নিয়ে মানুষ এখনও আশা করে ।
+++++

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৭

জিকসেস বলেছেন: আমরা সবাই দেশকে ভালবাসি।

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মনটাই ভালো হয়ে গেলো পোস্টটি পড়ে।
প্লাস না দিয়ে উপায় নাই।

শাখরুখ খানের শো নিয়ে মাতামাতির কোন মানে খুজে পাচ্ছিনা। এতো টাকা খরচ করে একজনের চেহারা আর খানিকটা নাচ প্রচেষ্টা দেখা ছাড়া আর কি আছে। অথচ এই শীতে একটি টিকেট দিয়ে অন্তঃত দশজন দরিদ্র লোকের পাশে দাঁড়ানো যেতো।
আর শো টা নাকি এই ডিসেম্বরেই। খারাপ না, বিজয়ের মাস.... আমাদের জাতীয়তাবোধ জাগ্রত করার মাসে আমরা হিন্দি গানের নাচার আয়োজন করি, বাংলাদেশ নামক দেশটির নাম শুনলে যিনি নাক উচু করেন তাকে দেখার জন্য টিকেট কাটতে ভিড় জমাই; আমাদের চেয়ে দেশপ্রেমিক আর কে আছে?

আর হ্যা, বিশ্বকাপের খেলা দেখার প্রস্তুতি আমি ও নিচ্ছি। সাকিব, তামিম মাঠে ..... দেশের মাঠে বিশ্বকাপ, গ্যালারিতে নিজেকে ভাবতেই শিহরিত হচ্ছি বারংবার।
আরেকটা বিষয়, আমার কাছে ও এই মূহুর্তে সাকিব এবং তামিমের চাইতে বড় তারকা কেউ নন।

০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৬

জিকসেস বলেছেন: :)

৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:৫৪

জিসান শা ইকরাম বলেছেন: মাইনাচ দেয় কেমনে ? দিতারিনা তো :(
মাইনাচের সাইন ই তো নাই আমার এখানে :(

০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩১

জিকসেস বলেছেন: খিকজ।

৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৪৬

মাহবু১৫৪ বলেছেন: ++++++++++++++++++++++++++++++

০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২০

জিকসেস বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৫১

দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: লাস্টের দিকে তো আইসা পুরা মনটারে মোচড়া্যা দিলেন! লেখা ভালো পাইলাম, তবে ২/১ টা জিনিস উল্লেখ করি:

আপনে শাহরুখের সাথে শাকিবের তুলনা করতে গিয়ে কয়েকটা জিনিস মাথায় রাখেননাই--শাকিব যেমন শাহরুখের সামনে যাইতে লজ্জা পাইব কারণ কপি-পেস্ট সিনেমায় অভিনয় করে, ঠিক তেমনি কিন্তু শাহরুখও লজ্জায় পড়ব হলিউডের কারো সামনে গেলে। বলিউডে ইদানিং হয়ত কিছু নতুন ধারার ছবি হয়, তবে তাদের ছবির একটা বি-রা-ট অংশ বিভিন্ন হলিউড ছবির নিম্নমানের কপি।

সাজিদ খান (বলিউডের মুভি ডিরেক্টর) আগে ভারতীয় চ্যানেলে একটা অনুষ্ঠান করতেন, যেটায় দেখানো হত কোন বলিউড ছবি কোন হলিউড ছবি থেকে কপি করা হয়েছে। সিনের-পর-সিন, ক্যামেরা-এঙ্গেলের-পর ক্যামেরা-এঙ্গেল, সবই দেখা যেত হুবহু কপি। শাহরিখের অনেক ছবিই সেই টাইপের।

সো সেই হিসাবে শাকিবের আলাদা করে লজ্জা পাওয়ার কারণ দেখিনা। এবং ঢালিউডের সবাই কিন্তু শাকিব খানকেও খুবই পরিশ্রমী একজন বলে থাকেন, এবং তিনি হঠাৎ করেই আসেননাই, ৭/৮ বছর কঠোর পরিশ্রমের পরেই এখানে এসেছেন যেখানে প্রতি ঈদে তার ৩/৪ টা ছবি ব্যাবসাসফল হয়।

নেহায়েতই বাংলা সিনেমার অবকাঠামো ছোট আর পুরাতন, আর আমাদের মধ্যে বাংলা সিনেমা নিয়া নাক-সিঁটকানি একটা ভাব আছে, তাই শাকিবের কদর কম :)

০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১৫

জিকসেস বলেছেন: শাহরুখ খানেরটা কপি পেস্ট সেটা বলে দিয়েছি তো।

সাজিদ খানের ঐ অনুষ্ঠানের নাম ইক্কে পে ইক্কা। আমি সেটা দেখতাম।

বাংলা সিনেমা নিয়ে নাক সাটকাইলে অবশ্য কাউকে দোষ দেওয়ার কিছু নাই।

অনেক ধন্যবাদ।

৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪৫

মিথিলা মাহমুদ বলেছেন: একদম মনে কথাগুলো লিখলেন....অসংখ্য ধন্যবাদ ! :#P

০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২১

জিকসেস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:০০

তায়েফ আহমাদ বলেছেন: লেখা উত্তম হয়েচে..........
থ্যাংকু

০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২২

জিকসেস বলেছেন: আপনাকেও থ্যাংকু

৩৯| ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৫

শায়মা বলেছেন: আমাদের কি আন্তর্জাতিক তারকা নেই? আছেন। আমাদের রুনা লায়লা আছেন। একজন ভারতীয় খুশবুন্ত সিং যার সম্পর্কে বলেছিলেন, "আমাদের রুনা লায়লা দিয়ে দাও, আমরা তোমাদের ফারাক্কা বাধ দিয়ে দিচ্ছি ।


রুনা লায়লার সাথে এক স্টেজে পারফর্ম করার যোগ্যতা শাহরুখেরও নেই বলে মনে হয় আমার।:(

( একান্ত ব্যাক্তিগত মত। রাগ করোনা জিকোভাইয়া।)

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০১

জিকসেস বলেছেন: আরে রাগ করব ক্যান!!

৪০| ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: দি ফিউরিয়াস ওয়ানভাই এর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।একদম সঠিক কথাই বলেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৩

জিকসেস বলেছেন: হা তার কথা গুলাতে পয়েন্ট আছে।

৪১| ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪১

ছোটমির্জা বলেছেন: na porei -
disi.
first minus.
porar jnno priote nilam

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৪

জিকসেস বলেছেন: :)

৪২| ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪৬

জিসান শা ইকরাম বলেছেন: ৫৪নং পিলাসটা দিয়া গেলাম :)

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৪

জিকসেস বলেছেন: :)

৪৩| ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৬

ফয়সালরকস বলেছেন:
আমি গোসল না করলে বডি স্প্রে না মাখলে যদি আমার গা থকে গন্ধ আসে শাহরুখ খানের গা থেকেও আসবে। সিনেমায় না দেখালেও ব্যাক্তি-গত জীবনে শাহরুখ খানও পাদ দেন এবং তার গুয়ে গন্ধ আছে।

=p~ =p~ =p~ =p~

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৫

জিকসেস বলেছেন: ভুল কিছু বলেছি??

খিক খিক।

৪৪| ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪২

রেজোওয়ানা বলেছেন: আমাদের দেশের মতো একটা দেশে ৩০০০/৫০০০/ ২৫,০০০ টাকা দিয়ে টিকেট কেটে মানুষ নায়ক দেখতে যায়, দেখলেই রাগে গা জ্বলতে থাকে X(

তবে আপনার লেখায় প্লাস, আর বেকুব শাকিব খানরে মাইনাস

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৬

জিকসেস বলেছেন: হে হে।

৪৫| ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১২

রাজসোহান বলেছেন:
সাকিব আল হাসানের যে তুলনাটা দিলেন, মজার ব্যাপার হচ্ছে ঠিক একইভাবে আমিও গতকাল একজনকে বলেছি, প্লাস :)

আর আশরাফুলের লেখাটা কি লিখছেন?

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩১

জিকসেস বলেছেন: নাহ লিখিনাই।

তবে লিখব।

৪৬| ০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫২

পারভীন রহমান বলেছেন: আহা তোমার প্রিয় নায়িকা শাকিব খান ( :P =p~ ;) ) কে এইভাবে পচাইলা যিকো? :)


আমি আমার দেশকে অনেক ভালবাসি !!

০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৯

জিকসেস বলেছেন: হা হা হা হা।

৪৭| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৫

খন্ডকাব্য বলেছেন: অনেক ভাল লিখেছেন
আশা করি দেখা হবে বিশ্বকাপের মাঠে.....লাল সবুজের পতাকা তলে

০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫০

জিকসেস বলেছেন: ইনশাল্লাহ

৪৮| ০৮ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৬:২৬

আমি রাইন বলেছেন: শাহরুখ খানকে দেখার জন্য যে টাকা লাগবে সেই টাকা দিয়ে কত বড় রয়েল টাইগারের পুতুল পাওয়া যাবে কারও জানা থাকলে জানাবেন। সেই জিনিসও একটা কিনতে চাই। দেখা হবে স্টেডিয়ামে, বাংলাদেশের জয়ের ক্ষনে।

+++++++++++++++++++++

০৮ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:২০

জিকসেস বলেছেন: :)

৪৯| ০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৪

রিমি (স. ম.) বলেছেন: ভাল লেখা। ২৮ নাম্বারে স্পেলবাইন্ডারের কমেন্টে প্লাস।

০৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৪

জিকসেস বলেছেন: অনেক ধন্যবাদ।

৫০| ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৩

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: চমৎকার লিখছ জিকো!

০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৮

জিকসেস বলেছেন: আমি এটাই চিন্তা করছিলাম আপনি পড়েছেন কিনা।

৫১| ১০ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: চরম পোস্ট

১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২১

জিকসেস বলেছেন: ধন্যবাদ।

৫২| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪০

দুর্বলতার অমিত বলেছেন: দেখা হবে স্টেডিয়ামে, বাংলাদেশের জয়ের ক্ষনে।

১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২২

জিকসেস বলেছেন: ইনশাল্লাহ

৫৩| ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩২

এক্স বলেছেন: "আমাদের রুনা লায়লা দিয়ে দাও, আমরা তোমাদের ফারাক্কা বাধ দিয়ে দিচ্ছি”

ভাই তারা রুনা লায়লার স্টেজে উঠার অনেক আগেই ফারাক্কা বাঁধ দিয়ে দিসে.

শাখা যেভাবে তার প্রোগ্রামে বাংলাদেশের মানুষদের নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ করল তাতে কায়মনে একটাই প্রার্থনা করছি তা হল, বিশ্বকাপে ভারতকে বাংলাদেশ যেন বেঙ্গলওয়াশ দিয়ে বুঝিয়ে দেয় বাংলাদেশ বলে একটা দেশ আছে যারা কখনও অন্যের লাথিগুড়ি সহ্য করে না. এদেশে স্টুপিডের সংখ্যা অনেক কিন্তু বাঘও কম নেই.

১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৪

জিকসেস বলেছেন: :)

৫৪| ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৪৪

রোবোট বলেছেন: ফিউরিয়াস ওয়ান আর শাকিব খানরে প্লাস। ভালো বলেছে শাকিব খান।
আমার টাইম নাই। নিজের ঢোল নিজেরেই পিটাতে হয় আজকালকার দুনিয়ায়।

১১ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১৪

জিকসেস বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.