নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের সাহিত্য\nবই বলতে আমি পাঠ্যবই এর বাইরে কিছু বুঝি না। বোঝাই যাচ্ছে গল্পের বইয়ের সাথে দা কুমড়ার সম্পর্ক। যা লিখি নিতান্তই মনের কথা প্রকাশ করতে। এতটুকুই আজ।

জিহাদ ফারুক

এই বিশাল দুনিয়ার একজন ক্ষুদ্র মানুষ আমি । তাই আমার মত ক্ষুদ্র মানুষের মানুষের সম্পর্কে বলার মত কথাও ক্ষুদ্র ।পৃথিবীর এই বিশালত্বে আমি আমার ক্ষুদ্রতা নিয়ে এগিয়ে যাই হাটি হাটি পায়ে ।

জিহাদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

কনফিউসড মাইন্ড #১

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

- তো বুয়েটের পরীক্ষা ছিল সেদিন ।তাই বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হলাম ।



- Barishal University of engineering and technology আর কি ।



- হ্যাঁ , তো বাসে উঠলাম । তারপর বাস চলতে লাগল আর চলতে লাগল । চলতে চলতে একজায়গায় থামালো । জানালা দিয়ে তাকায়ে দেখি রাস্তায় অনেক জ্যাম । time spend হচ্ছিল না,সাথে লেগেছিল মারাত্মক খিদে । তাই ভাবলাম নেমে নাস্তা করে নিই ।



- খাবার পাইলেন কই ? ও বুঝছি , খাবার হোটেল এর সামনে থেমেছিল আর কি । কি ভাগ্য আপনার ।



- আরে নাহ থেমেছিল তো মুদি দোকানে ।

- তো খাবার পাইছিলেন কই? আপনি না কইছিলেন আপনি যাত্রাপথে পরিচিত লোকদের পাঠানো খাবার খান না ।

- একটু আগে বললাম না রাস্তায় অনেক জ্যাম পাইছিলাম ? ওগুলো আর কি ।

- ও আমি তো ভেবেছিলাম traffic jam ।

- তুই তো দেখি কিচ্ছু English পারিস না , ওটা হচ্ছে জাম ...J U M ,জাম ............আর যেটা খায় সেটা হচ্ছে জ্যাম ।

- হ্যাঁ বুঝছি , তো তারপর?

- তারপর আবারও বাস চলতে লাগল আর চলতে লাগল । চলতে চলতে আরো একজায়গায় থামালো । জানালা দিয়ে তাকায়ে দেখি রাস্তায় অনেক জাম ।

- Traffic jum আর কি ।

- হ্যাঁ , তো তখন একটু পর অনুভব করলাম যে ,

ডাক দিয়াছেন প্রকৃতি আমারে,

পারব না আর বেশিক্ষণ ধইরা রাখতে রে ।

- তো কি করলেন তখন ?

- কি আর করার ,আশেপাশে তাকায়ে দেখি অনেক লাউ গাছ ,ভাবলাম কেউ দেখবে না ,গিয়ে হালকা হয়ে আসি ,গেলাম ...... কিন্তু তখনই ঘটল বিপত্তি ।

- কি বিপত্তি ভাই ?

- আরে বলতে দে রে , হালকা হচ্ছিলাম কিন্তু তখন দেখি একটু দূরে মুন্নি সাহা btv এর camera দিয়ে selfie তুলতেছে ।

- ও selfie তুললে আপনার বিপত্তি কিসে?

- আহা !!কইলাম না বলতে দে আমারে , তো আমারে দেইখাই ও দৌড়ায়ে আসল আমার কাছে ,আইসা কইল ,

“আপনার অনুভূতি কি ? ”আমি আর কি কইতাম । থতমত খাইয়া কইলাম,

“প্রকৃতি মানুষের বন্ধু , যখন তা ডাক দেয় তখন সাড়া না দিতে পারলে অনেক ক্ষতি হয়ে যায়, মানুষের আর কি । আর সাড়া দিতে পারলে অনেক হালকা লাগে । ”

- এরপর?

- এরপর আর কি ?কয়দিন পর শুনলাম যাত্রাপথে গাছকে পানি দেয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে “ বৃক্ষরোপণ ও পরিচর্যায়” নোবেল এর জন্য আমি মনোয়ন পেয়েছি ।

- কিন্তু নোবেল পাইলেন না কেন?

- আরে আরেক বেটা পানির সাথে সাথে সার ও দিয়েছিল । এই জন্য ও পেয়ে গেছে আর হয়ে গেছে মালওয়ালা । ইশ !!

- আরে ভাই !! tension নিয়েন না , next year try করবেন । ব্যাপার না ।

- আরে জানিস না আমি ১৪ ব্যাচ ? আর ১৪ ব্যাচের next year কোন সুযোগ থাকে না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১১

In2the Dark বলেছেন: দারুন স্যাটায়ার :)

ভাল লাগল।

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

জিহাদ ফারুক বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.