![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বিশাল দুনিয়ার একজন ক্ষুদ্র মানুষ আমি । তাই আমার মত ক্ষুদ্র মানুষের মানুষের সম্পর্কে বলার মত কথাও ক্ষুদ্র ।পৃথিবীর এই বিশালত্বে আমি আমার ক্ষুদ্রতা নিয়ে এগিয়ে যাই হাটি হাটি পায়ে ।
শুনলাম বন্ধু নাকি accident করেছে ,তাও আবার রিকশা এর সাথে । ঈদের দিন আমাদের রেখে girlfriend নিয়ে ঘোরার শাস্তি স্বরূপ টিটকারি মারতে ফোন দিলাম ।
ফোন রিসিভ করতে না করতেই
- ঐ বেটা , শুনলাম রিকাশার সাথে accident করছিস?ঠিক হয়েছি একদম, শুনে খুবই মজা পাইছি । হাজারবার বলছি হাঁটার সময় girlfriend এর দিকে না তাকায়ে থেকে রাস্তায় তাকায়ে চলবি । girlfriend সুন্দর হইছে তো কি হইছে ? btw রিকাশা তোরে মারছে না তুই রিকশারে মারছিস? তোর যে ভুরি !!! রিকশা ঠিক আছে তো ?
- হম !!
- কি হম ? আর তোর গলা এত মোটা হইল কিভাবে?রিকশা গলা দিয়ে চলে গেছে নাকি?
- আমার গলা এমনই ।
- থাবড়ায়ে দাঁত ফালায়ে দিমু,তোর ভয়েস আমি চিনব না? এত দিন ফাটা বাশের মত গলা ছিল ,এখন তৈলাক্ত ফাটা বাঁশ । মনে হচ্ছে তুই রনক না, অন্য কেউ ।
- ঠিকই ধরেছ ,আমি ওর বাবা বলছি ।ও ঘুমাচ্ছে ।
- খাইছে .........আসসালামু আলাইকুম আঙ্কেল ।
- হম !! রনক কার সাথে ছিল সেদিন? ও তো তোমাদের সাথে বেড়াবে বলে বের হয়েছিল ।
- না মানে আঙ্কেল.........হ্যালো , হ্যালো ...শোনা যাচ্ছে না ।
দিলাম ফোনটা কেটে ।আজ্ঞে সেদিনই শিক্ষা পাইলাম ,
“শুনিয়া বলিও কথা,বলিয়া শুনিও না ”
২| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৮
জিহাদ ফারুক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬
নিলু বলেছেন: লিখে যান