নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের সাহিত্য\nবই বলতে আমি পাঠ্যবই এর বাইরে কিছু বুঝি না। বোঝাই যাচ্ছে গল্পের বইয়ের সাথে দা কুমড়ার সম্পর্ক। যা লিখি নিতান্তই মনের কথা প্রকাশ করতে। এতটুকুই আজ।

জিহাদ ফারুক

এই বিশাল দুনিয়ার একজন ক্ষুদ্র মানুষ আমি । তাই আমার মত ক্ষুদ্র মানুষের মানুষের সম্পর্কে বলার মত কথাও ক্ষুদ্র ।পৃথিবীর এই বিশালত্বে আমি আমার ক্ষুদ্রতা নিয়ে এগিয়ে যাই হাটি হাটি পায়ে ।

জিহাদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

শুনিয়া বলিও কথা,বলিয়া শুনিও না

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

শুনলাম বন্ধু নাকি accident করেছে ,তাও আবার রিকশা এর সাথে । ঈদের দিন আমাদের রেখে girlfriend নিয়ে ঘোরার শাস্তি স্বরূপ টিটকারি মারতে ফোন দিলাম ।
ফোন রিসিভ করতে না করতেই
- ঐ বেটা , শুনলাম রিকাশার সাথে accident করছিস?ঠিক হয়েছি একদম, শুনে খুবই মজা পাইছি । হাজারবার বলছি হাঁটার সময় girlfriend এর দিকে না তাকায়ে থেকে রাস্তায় তাকায়ে চলবি । girlfriend সুন্দর হইছে তো কি হইছে ? btw রিকাশা তোরে মারছে না তুই রিকশারে মারছিস? তোর যে ভুরি !!! রিকশা ঠিক আছে তো ?
- হম !!
- কি হম ? আর তোর গলা এত মোটা হইল কিভাবে?রিকশা গলা দিয়ে চলে গেছে নাকি?
- আমার গলা এমনই ।
- থাবড়ায়ে দাঁত ফালায়ে দিমু,তোর ভয়েস আমি চিনব না? এত দিন ফাটা বাশের মত গলা ছিল ,এখন তৈলাক্ত ফাটা বাঁশ । মনে হচ্ছে তুই রনক না, অন্য কেউ ।
- ঠিকই ধরেছ ,আমি ওর বাবা বলছি ।ও ঘুমাচ্ছে ।
- খাইছে .........আসসালামু আলাইকুম আঙ্কেল ।
- হম !! রনক কার সাথে ছিল সেদিন? ও তো তোমাদের সাথে বেড়াবে বলে বের হয়েছিল ।
- না মানে আঙ্কেল.........হ্যালো , হ্যালো ...শোনা যাচ্ছে না ।

দিলাম ফোনটা কেটে ।আজ্ঞে সেদিনই শিক্ষা পাইলাম ,
“শুনিয়া বলিও কথা,বলিয়া শুনিও না ”

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

নিলু বলেছেন: লিখে যান

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৮

জিহাদ ফারুক বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.