নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের সাহিত্য\nবই বলতে আমি পাঠ্যবই এর বাইরে কিছু বুঝি না। বোঝাই যাচ্ছে গল্পের বইয়ের সাথে দা কুমড়ার সম্পর্ক। যা লিখি নিতান্তই মনের কথা প্রকাশ করতে। এতটুকুই আজ।

জিহাদ ফারুক

এই বিশাল দুনিয়ার একজন ক্ষুদ্র মানুষ আমি । তাই আমার মত ক্ষুদ্র মানুষের মানুষের সম্পর্কে বলার মত কথাও ক্ষুদ্র ।পৃথিবীর এই বিশালত্বে আমি আমার ক্ষুদ্রতা নিয়ে এগিয়ে যাই হাটি হাটি পায়ে ।

জিহাদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

লুঙ্গী পড়া engineer

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

রোজার সময়ের কথা ।ইফতার করে শুয়ে শুয়ে ঢেকুর দিচ্ছিলাম । কলিংবেল বেজে উঠল । কলিংবেল শুনে মেজাজ টা গেল খারাপ হয়ে । মনে মনে বললাম এখন কোন আপদ আসল । কিন্তু তখন যদি বুঝতাম এটা শুধু আপদ না, মহা আপদের সংকেত তখনই হয়ত ব্যাগ প্যাক করে হোস্টেল এ চলে যেতাম ।
যেন তেন আপদ না । আপদের নাম “পিচ্চি বাচ্চা” । ছোটবেলা থেকেই পিচ্চি বাচ্চার প্রতি বিশেষ allergy আছে আমার । কোথা থেকে এসে আমার সাইকেলের নিচে পড়ে আমাকে বাঁশ বাগানে তুলে ...দেয়া থেকে শুরু করে আমার জিনিস নষ্ট করা , আম্মুর কাছে বকা খাওয়ানো etc তারা অত্যন্ত দক্ষতার সাথে করেছে ।

যাই হোক কি আর করার । দূরসম্পর্কের কোনো আত্মীয়া এবং তার বাচ্চা । বাচ্চা দেখে কেটে পড়লাম । নিজের রুম এ বসে থাকাই ভাল । ঘুরে ফিরে পিচ্চি আমার রুমেই । দেখে admission এর গাইড নিয়ে চাপা দিলাম মুখে । ওর না,আমার নিজের ।
-কি কর?
-কুস্তি খেলতেছি
-হেহ মিথ্যুক ,তুমি পড়তেছ ।
-হুম
- কি পড় ?
- গল্পের বই ।
-আমাকে দাও দেখি
-না দিব না

ভ্যা......... । শুরু হয়ে গেল কাঁদা ।
কান্না শুনে দৌড়িয়ে আসল আম্মু আর আন্টি ।
-কি হয়েছে?
-ভাইয়া আমাকে গল্পের বই দেয় না ।
-ওটা গল্পের বই না তো ,পড়ার বই
-কি পড়ার ?
-ভাইয়া engineer হবে তো তাই ।
-engineer পচা । ওরা লুঙ্গি পড়ে ।

শুনে মেজাজ গেল খিঁচকে । লুঙ্গি আবার কি দোষ করল ? ধুরু পোলাপাইন । ওকে নিয়ে আম্মু চলে গেল । দরজা আটকায়ে দিয়ে pc তে গান ছাড়লাম । একটু পড় দরজায় নক ।
দরজা খুলে দেখি সেই হতচ্ছাড়া ।
- কি কর?
- নাচতেছি
- আমি ও নাচব ।
- না নাচা যাবে না, যাও ।

ভ্যা......... । আবারো শুরু হয়ে গেল সেই কাঁদা ।
As usual আম্মু এসে আমাকে ধমকাল আর পিচ্চিরে ছেড়ে দিল । আমার pc সাথে । এসেই বলে doraemon দাও ।বললাম ওটা নাই ।
আবার শুরু করতে নিয়েছিল ।মুখ চেপে ধরলাম । দাড়াও দিচ্ছি ।
ভাগ্যিস ছিল কয়েকটা পর্ব । দেখা শেষ করে শুরু করল তাণ্ডব । আমার হেলমেট আছাড় দিল দুবার , বডি স্প্রে অর্ধেক উড়াল বাতাসে ,ঘড়ি নিল etc তাণ্ডব শেষ করে ঘুম । আল্লাহ বাচাইছে ,আপদটা ঘুমাইল ।
তার পরদিন ,
ওকে ঘুরানোর দায়িত্ব পড়ল আমার কাধে । গেলাম আর কি । রাস্তায় সামনে construction er কাজ হচ্ছিল । দেখে বলে আমি ওদিক যাব না ।
- কেন?
- ওইদিকে পচা engineer আছে ।
- সামনে দেখি দিনমজুর কাজ করতেছে । বুঝলাম লুঙ্গিপড়া engineer এর রহস্য ।
দোকানে গিয়ে সব টাকা শেষ করল আমার । বিধ্বস্ত আমি বাসায় এসে একটু নিজের সবচেয়ে প্রিয় গিটারটা নিয়ে বাজাচ্ছিলাম । সেই হতচ্ছাড়ার আগমন ।
-কি বাজাও?
-বেহালা
-আমিও বাজাব
এবার আর না বলার সাহস পেলাম না । দিলাম ।বাজাতে লাগল ।একটু পর...
টং............ গেল গিটারের তার ছিঁড়ে । আর নিজেকে সামলাতে পারলাম না । আম্মুর সাথে গিয়ে চিল্লাচিল্লি করলাম আর অন্য রুম এ গিয়ে দরজা আটকে দিয়ে বসে রইলাম । মনে হচ্ছিল পিচ্চিটারে murder করি । একটু পর আন্টি আসল পিচ্চিকে নিয়ে । পিচ্চিটা দেখি ভয় পেয়েছে ।ভাবলাম হয়ত আমি আবার বাঁশ খাব কিন্তু না ।পিচ্চি ভয়ে ভয়ে এগিয়ে আসল আমার দিকে । আমাকে একটা চকলেট দিল । দিয়ে দৌড় দিয়ে আন্টির পিছনে লুকাল ।হয়ত এটাই ছিল তার sorry বলা । আমি ওর এত cute মুখ দেখে আর পারলাম না । হেসে দিলাম । কাছে টেনে নিলাম পিচ্চিকে ।

Next দুই তিন দিন ভালই গেল । গেম খেললাম ,ঘুরলাম ,লুঙ্গী পড়া engineer দের কাছে গেলাম ,কিছুই বলল না.........বরং আমার সব কথা শুনল । ভালই ,পিচ্চি দেখি এতটাও খারাপ না ।

যাওয়ার দিন সে যাবে না,সে আমার সাথে থাকবে । কান্না করতে করতেই সে গেল । যাওয়ার পর কেন জানি খালি খালি লাগছিল । বুঝলাম সম্পর্ক ,মায়া মনের অজান্তেই তৈরি হয়ে যায় । কথায় কিংবা যুক্তিতে হয় না । বয়স কিংবা সময় মানে না । শুধু হয়ে যায় । হোক সে তোমার সবচেয়ে অপছন্দের মানুষ ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০

আমি অথবা অন্য কেউ বলেছেন: fluently written and touched by the last para, like like

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

জিহাদ ফারুক বলেছেন: ধন্যবাদ :D

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

টি. এইচ. নিপু বলেছেন: Thank you. . . . . . .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.