নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের সাহিত্য\nবই বলতে আমি পাঠ্যবই এর বাইরে কিছু বুঝি না। বোঝাই যাচ্ছে গল্পের বইয়ের সাথে দা কুমড়ার সম্পর্ক। যা লিখি নিতান্তই মনের কথা প্রকাশ করতে। এতটুকুই আজ।

জিহাদ ফারুক

এই বিশাল দুনিয়ার একজন ক্ষুদ্র মানুষ আমি । তাই আমার মত ক্ষুদ্র মানুষের মানুষের সম্পর্কে বলার মত কথাও ক্ষুদ্র ।পৃথিবীর এই বিশালত্বে আমি আমার ক্ষুদ্রতা নিয়ে এগিয়ে যাই হাটি হাটি পায়ে ।

জিহাদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

আপনজন

১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

-ভাইয়া .........
-হু !!!
-ভাইয়া এখনও ঘুমাচ্ছ ?
-না তো ,চোখ বন্ধ করে বালিশের সাথে কুতকুত খেলতেছি।
-হম ভাল,উঠ এখন,আমার স্কুল এর time হয়ে গেছে?
-তো ?
-তো মানে কি?আম্মু না বলছে এখন থেকে তুমি আমাকে দিয়ে আসবা?
-যা ভাগ...,আমি তোর ড্রাইভার নাকি? বেশি লাফাইলে চুল কেটে ছাদে দড়ির সাথে ঝুলিয়ে দিয়ে আসব ।
আর হ্যা যাওয়ার সময় দরজা আটকায়ে দিবি ,বুয়ার ক্যাঁচক্যাঁচানি যেন না শুনা যায় ......

কথা শেষ করার আগেই.........
-আম্মু... দেখ ভাইয়া যাচ্ছে না ।

আম্মু রান্না ঘর থেকে বলল,
- ওকে বল না গেলে breakfast দেয়া হবে না ।
-এসব কি বল ? আমি তো এমনি বলতেছি... আমার bike এ তেল নাই ।এই জন্যই তো যাচ্ছি না ।

পাশ থেকে হতচ্ছাড়ি টা বলল,
-হেহ ,তাইলে মানিব্যাগ থেকে ২০০ টাকা missing কেন?
-তুই আমার মানিব্যাগ এ হাত দিয়েছিস ?
-দিব না কেন?টাকা পাও তো আমার কাছ থেকে হাহ
হইছে আর বলত হবে না ......চল

সকালের মিষ্টি রোদে ঘুম টা কত চরমই না হচ্ছিল । সেটা বাদ দিয়ে এই হতচ্ছারিকে স্কুল এ দিয়ে আসা লাগছে আর এর গল্প শোনা লাগছে ,
গতকাল না নাবিলা এই করছে,মিম না পড়া পারে নি,গতকালের অমুক সিরিয়ালটা না এত সুন্দর হইছে etc । মাথা fry পুরা ।

অবশেষে পৌঁছলাম ।
যাওয়ার সময় বলে
“আমি তোমার ব্যাগ থেকে ১০০ টাকা নিয়েছি আর আজ দেরী হবে ,frnd এর বাসায় party আছে ।miss করব না ।”

-আম্মু জানে?
-না...plz ম্যানেজ করে দিয় ......plz plz plz
-ওকে last বার ...কিন্তু এক কাজ করিস, পারটি তেই থেকে যাস ,আসিস না । বাসায় আমি তো শান্তিমত থাকতে পারব ।
-হেহ আমি না থাকলে বুঝবা ।

কয়দিন পর,
আজ এতক্ষন ঘুমালাম কিভাবে?পেত্নীটা কই গেছে?আমার শান্তির ঘুম নষ্ট না করে ও তো কোথাও যাওয়ার কথা না ...হম । মনে পড়ল ...math Olympiad আছে । যশোর গেছে ।

ভাল কথা,ঘুমাতে পারব,শান্তিমত টিভি দেখতে পারব,সারাদিন ফেবু চালাব ,ঠেকাবে কে?

একটু পর,
ঘুমাতে পারলাম না
Coaching থেকে এসে ঘুরেফিরে ঐ সিরিয়ালই দেখলাম,আর ফেবুতে?গেলামই না ।
হইছে কি? আজ এত ফ্রি তাও কাজ নাই ? গুণীজন ঠিকই বলেছেন,
“সুখে থাকলে ভূতে কিলায় “

নাহ পারলাম না । ফোন দিলাম,
-কই তুই?
-জাহান্নামে ।
-ঐ খানে কি?
-তুমিই তো যাইতে বলতা , btw মাথায় আঘাত পাইছ নাকি?
-কেন?
-না হঠাত আমার কথা মনে পড়ল ।আমার ভাই এত ভাল জানতাম না তো?
-কই মনে পড়ছে? আম্মু খোঁজ নিতে বলছিল ।
-হেহ...আম্মু একটু আগেই ফোন দিয়েছিল ।
-তো?
- তো স্বীকার কর আমাকে miss করতেছিলা
-হ্যাঁ করবই তো,বাসার কাজের মেয়ে অনুপস্থিত miss না করে পারি?
বলে ফোন কেটে দিয়ে অফ কর দিলাম কারন সে sure খেপাবে আমাকে ।

কিন্তু বুঝলাম রক্তের সম্পর্কের মত রক্তের সম্পর্কের প্রতি ভালাবাসাও বিধাতার তৈরি। বুঝলাম মনের কোণে বা মা ছাড়াও আরো কিছু মানুষের জায়গা থাকে, যেটা হয়ত বুঝতে পারি না , কিন্তু সময় ঠিকই বলে দেয় এই মানুষগুলোই তোমার জীবনকে পূর্ণ করে।

ছোটবেলায় কোথাও পড়েছিলাম ,
“man can not live alone,he needs friends and family . ”
কথাটার তাৎপর্য হয়ত বুঝলাম সেদিন ।যখনই বিপদের কালো মেঘে তোমার জীবনের আকাশ ঢেকে যাবে ,সূর্যের আলোর মত কিছু মুখ সে আকাশ আলোয় ভরে দিবে। স্রষ্টা ঐ মুখগুলোর মাধ্যমেই তোমার জীবনকে ভরে দেয় আনন্দে,আশায়, উচ্ছ্বাসে। সেই মুখগুলোর দিকে তাকিয়েই তুমি বাঁচতে শিখ । হোক সেটা বুঝে অথবা না বুঝে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.