নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের সাহিত্য\nবই বলতে আমি পাঠ্যবই এর বাইরে কিছু বুঝি না। বোঝাই যাচ্ছে গল্পের বইয়ের সাথে দা কুমড়ার সম্পর্ক। যা লিখি নিতান্তই মনের কথা প্রকাশ করতে। এতটুকুই আজ।

জিহাদ ফারুক

এই বিশাল দুনিয়ার একজন ক্ষুদ্র মানুষ আমি । তাই আমার মত ক্ষুদ্র মানুষের মানুষের সম্পর্কে বলার মত কথাও ক্ষুদ্র ।পৃথিবীর এই বিশালত্বে আমি আমার ক্ষুদ্রতা নিয়ে এগিয়ে যাই হাটি হাটি পায়ে ।

জিহাদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

সাহসী গল্প xD

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

অতঃপর মেয়েটি ছেলেটিকে বলল ,
-আচ্ছা জানু , তোমার লিটন ভাইয়ের ফ্ল্যাটটা কি একটু পর খালি আছে?
ছেলেটির বুক চড়াক করে উঠল , মেয়ে বলে কি !! অন্য মেয়েগুলোকে বুঝিয়ে রাজি করিয়ে নিতে হয় আর আমার গার্লফ্রেন্ড নিজেই যেতে চায় , কি lucky রে আমি ।!!! মনে মনে পৈশাচিক হাসি দিয়ে ছেলেটি বলল ,
-হ্যাঁ , খালি আছে তো । কিন্তু অনেক দূর তো , লোকাল বাসে চড়ে যেতে হবে , রিকশা নিতে হবে ,রাস্তাও খারাপ । তুমি পারবা?
-পারব না কেন?ভালবাসায় এতটুকু ত্যাগ স্বীকার করতেই হয় ।
-আচ্ছা তাইলে কখন আসবা?
-এখনই বের হও ।
-আচ্ছা ।
মেয়েটি ফোন কেটে দিয়ে তার বড় ভাইরে ফোন দিল ,
-হ্যালো ভাইয়া , কই তুমি?
-এইতো অফিস শেষ , বাসায় আসছি ।
-একটু অমুক ঠিকানায় আস তো, খুব urgent ,plzzzz
-কি হইছে বল ?
-আরে আসই না,দরকার আছে ।
-আচ্ছা আসতেছি ।

তারপর মেয়েটি ফেসবুকে স্ট্যাটাস দিল ,
“coming কাছে at লিটন ভাইয়ের ফ্ল্যাট with বিব্রত বলদ(ছেলেটি) ”

ছেলেটি জলদি করে তৈরি হয়ে লিটন ভাইয়ের ফ্ল্যাটে অপেক্ষা করতে লাগল । একটু পর মেয়েটি আসল , ঘরে ঢুকল আর সাথে ঢুকল মেয়েটির বড় ভাই । তারপর মেয়েটি ছেলেটির কাছে গিয়ে দাঁড়ালো । তারপর মেয়েটি ওর বড় ভাইরে বলল ,
-ভাইয়া একটা ছবি তুলে দাও তো আমাদের । আমরা যে কাছে আসছি তার প্রমাণ ।
-এসব কি?
-আরে এটা তো আমাদের close up কাছে আসার সাহসী গল্প , অনেকেই তো না বলে ফ্ল্যাটে যায় আমরা না হয় সবাইকে জানিয়ে কাছে আসলাম এবং দেখিয়ে দিলাম সাহস ।
অতঃপর বড় ভাই আর ছেলেটি দুইজনই সেন্সলেস ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.