নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের সাহিত্য\nবই বলতে আমি পাঠ্যবই এর বাইরে কিছু বুঝি না। বোঝাই যাচ্ছে গল্পের বইয়ের সাথে দা কুমড়ার সম্পর্ক। যা লিখি নিতান্তই মনের কথা প্রকাশ করতে। এতটুকুই আজ।

জিহাদ ফারুক

এই বিশাল দুনিয়ার একজন ক্ষুদ্র মানুষ আমি । তাই আমার মত ক্ষুদ্র মানুষের মানুষের সম্পর্কে বলার মত কথাও ক্ষুদ্র ।পৃথিবীর এই বিশালত্বে আমি আমার ক্ষুদ্রতা নিয়ে এগিয়ে যাই হাটি হাটি পায়ে ।

জিহাদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

গালি

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৫

“ঐ কোন হারামি আমার স্যন্ডেল নিছে জলদি বল ”

বন্ধুর এই চিল্লানিতে ছেলেটার কোনো কর্ণপাত নেই । ব্যাপারটা এটা না যে বন্ধুর কিছু হারানোতে সে সাহায্য করতে চায় না বা অন্য কিছু । সরকারি ভার্সিটির হল এর ৩০ এর এই গনরুমে নিজের বলে কিছু মনে করা দায় ।সবই গন । তার নিজের স্যান্ডেল এর একটা আছে তার কাছে :3 ।ছেলেটার আক্ষেপ , স্যান্ডেল নিবি তো ভাল কথা ,দুটা একসাথে নে । একটা রেখে যাস কি জন্য । যাই হোক আপাতত তার অপেক্ষা একটা ম্যাসেজ এর । সেই মানুষটির ম্যাসেজ এর ।
নাম্বারটা 786 দিয়ে সেভ করা । airtel এর কাস্টমার কেয়ার এর নাম্বার । বাবার আবার এই কাস্টমার কেয়ার এর প্রতি দারুন এলারজি । এটা থেকে কল , sms আসলে তাকানো তো দূরের কথা ,পারলে ছুড়ে ফেলে দিতেন । এই জন্য এই পন্থা । সবচেয়ে নিরাপদও বলা চলে :v ।
ফোন এর স্ক্রিন এ ম্যাসেজ ভেসে উঠল , “আমাদের ব্রেক আপ করে ফেলাই বেটার, আমরা past হিসেবে ভুলে যাই , আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? ”
মাথা কাজ করছে না তার , কি বলবে বুঝতে পারছে না । চুপ করে ফোন এর দিকে তাকিয়ে থাকল ।
কিছুক্ষন পর,
আরেকটি ম্যাসেজ এসেছে । হয়ত ও তার ভুল বুঝতে পেরেছে,মত পাল্টিয়েছে ।জলদি করে খুলে দেখল ম্যাসেজটা ।
“dear customer, pay minimum 80 taka to resume outgoing service ”
রাগে দুঃখে এখনই ভাংচুর শুরু করবে ,কিন্তু তখনই আরেক বন্ধু এসে বলে ,
-দোস্ত এটা তোর জন্য
-পেন্সিল কম্পাস ? এটা কেন?
- আরে এই গনরুমে আসার পর একে একে জ্যামিতি বক্স এর স্কেল,চাদা,সেটস্কয়ার even বক্সটাও নাই হয়ে গেছে ,মাঝখান দিয়ে কম্পাসটা বেঁচে গেছে ,ভাবলাম নাই যখন হবে আগেই দান করে দেই :3 -_- তাই নাই হওয়ার সুযোগ নাই ।
বন্ধুর কথায় এই রাগের মাঝে একটু হেসেই ফেলল ।ততক্ষনে আরেক বন্ধু চিল্লায়ে উঠল , “পাইছি ,একটা স্যন্ডেল পাইছি ”
“হারামি ঐটা আমার স্যন্ডেল” ,বলে শুরু হয়ে গেল ধস্তাধস্তি আর রুমের আতেল গোষ্ঠী হতাশার নিঃশ্বাস ফেলতে লাগল “উফফ কি শুরু করলি :3”

এক সময়ের কিছু সুন্দর স্মৃতি মানুষকে কাঁদায় ,অতীত হিসেবে ভুলে যেতে হয় । কিন্তু কিছু মানুষের সাথে কাটানো অতীত মানুষকে ভবিষ্যতের জন্য টিকে থাকার অনুপ্রেরণা দেয় ,এই স্মৃতির কারণেই মানুষের আনমনেও হেসে উঠে ,এরাই বন্ধু । হারিয়ে যাওয়া স্যান্ডেলের মত করে এই জীবনসংসারের নানা দাবদাহে হারিয়ে যাওয়া হাসি ফেরত আনতে পারে এই বন্ধু গুলো ।তবে এই জন্য তাদের ধন্যবাদ কাম্য না , কাম্য একটা গালি। এই জন্য দেখা হলে গালির তুবড়ি ছোটাই “ কিরে হারামি কেমন আছিস ?” ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫

জিহাদ ফারুক বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.