নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের সাহিত্য\nবই বলতে আমি পাঠ্যবই এর বাইরে কিছু বুঝি না। বোঝাই যাচ্ছে গল্পের বইয়ের সাথে দা কুমড়ার সম্পর্ক। যা লিখি নিতান্তই মনের কথা প্রকাশ করতে। এতটুকুই আজ।

জিহাদ ফারুক

এই বিশাল দুনিয়ার একজন ক্ষুদ্র মানুষ আমি । তাই আমার মত ক্ষুদ্র মানুষের মানুষের সম্পর্কে বলার মত কথাও ক্ষুদ্র ।পৃথিবীর এই বিশালত্বে আমি আমার ক্ষুদ্রতা নিয়ে এগিয়ে যাই হাটি হাটি পায়ে ।

জিহাদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

চেনা চেনা লাগে তবু অচেনা *_* -_-

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৬

অতঃপর ফ্যামিলি এর সাথে ঈদ শপিং করার সৌভাগ্য হল -_- । ফ্যামিলি বলতে শুধু আমাদের ছোট্ট ফ্যামিলি না , পুরো গোষ্ঠী । ফ্যামিলি এর কিছু মহিলা অংশ দোকান ঘুরতেছে ,আপেক্ষিকভাবে ছোট মহিলা অংশ পাখি ড্রেস , বোঝে না সে বোঝে না দেখতেছে ।। ফ্যামিলি এর সবচেয়ে ছোট ক্যাটাগরির মহিলা(পিচ্চি কাজিন) নিয়ে দাঁড়ায়ে আছি আর রেলিং এ হেলান দিয়ে হা হুতাশ করতেছি । সামনের দোকানদার এমন দৃষ্টিতে চেয়ে আছে যে আমি হেলান দিয়ে রেলিং ভেঙ্গে নিচে পড়ে যাব ।অবশ্য পড়লেও মন্দ হত না । বোঝে না রে দোকানদার বোঝে না ।

মধ্যম ক্যাটাগরির মহিলা দুইজন, আমার বোন আর আরেকটা কাজিন দৌড়ায়ে আসল আমার দিকে । নিশ্চয়ই কিছু পছন্দ হইছে । আল্লাহ বাচাইছে । একদলের তো শেষ হইল । কিন্তু কাজিন ওর হেয়ার ব্যান্ড খুলে আমার হাতে দিয়ে দুইজনই যে বেগ এ আসছিল সেই বেগ এই ব্যাক গেল আর হারিয়ে গেল কিরণমালার দুনিয়ায় । আর এর মধ্যে পিচ্চিটা আমার জামা টানতেছে ,
-কি হইল রে পিচ্চি ?
-হেয়ার ব্যান্ড কিনব ।
-খালামনিরা আসলে কিনিস।
-নাহ এখনই ।
-এখন পারব না ।
- কিনে না দিলে আমি কিন্তু বলে দিব
-কি বলবি ?
-তুমি যে ফেসবুকে খারাপ খারাপ ছবি দেখ
ওহে নাইলা নাইম ,খাইলি মোরে । বুঝছি এখন থেকে 0.fb চালাইতে হইব ।
-আচ্ছা মাফ কর , চল ।
সামনেই এক দোকানে ঢুকলাম , অনেকগুলো ব্যান্ড দেখাল দোকানদার কিন্তু পিচ্চির পছন্দ হয় না ।ধমক দিয়ে বললাম আমি যেটা ঠিক করব ওটাই নিবি ।পিচ্চি রাজি । পরে এক স্তূপ ব্যান্ড এর ভিতর থেকে একটা খুজে বের করলাম ,ভালই লাগল ব্যান্ডটা ,কোথায় যেন দেখছিলাম ।দোকানদার তো আবেগে আপ্লুত ,
- জি জি ভাই ,এটাই নিন এটা অনেক ভাল মাল । এটা যতই বাকা করেন ভাঙবে না । এই দেখেন ।
বাকা করার একটু পরেই পট !! ব্যান্ড দু টুকরা ! আমি তো হাসতে হাসতে গড়াগড়ি দোকানদার এর চেহারা দেখে । হয়ত দুয়া করতেছে , “হে মাটি ফাক হইয়া যা,আমি ঢুকে পড়ি তোর ভিতর ”। পিছন থেকে বোন আর আরেক কাজিন আসল । কাজিন এসে বলে
-ভাইয়া আমার ব্যান্ড কই ?
বুকের ভিতর চড়াক করে উঠল ।।এখন মনে পড়ল কোথায় দেখছিলাম ব্যান্ডটা ।
-এই দেখ এখানেই আছে ,আমি যাই একটু ঘুরে আসি ।

বের হয়ে একটু পড়ে চিল্লানির আওয়াজ শুনলাম , “ভাইইইয়য়য়া.....................”

তারপর ,তারপর আর কি ধুপধাপ ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৫

দর্পণ বলেছেন: হা হা ভালোই শপিং হইলো তাইলে। আমাকে পায়ে ধরলেও আমি কোনো মেয়ের সাথে শপিং এ যাইতে রাজী না। ছোটকালে ভালো ছিলো মায়ের সাথে নিউমারকেট আইসক্রিম, শন পাপড়ি, ক্যান্ডিফ্লস। আহ কি সেব দিন.....

২| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫১

জিহাদ ফারুক বলেছেন: একদম ঠিক বলেছেন,কিন্তু এখন গেলে তো শপিং ব্যাগ হাতে ধরায় দেয় :';) আইসক্রিম এর জায়গায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.