নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৯ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:৪৮

"রক্তজবা"

আমার রক্ত জবার পাপড়ি গুলো , তোমায় দিতে চাই।
হোক না বয়স কি এসে যায়
মন টা রঙিন তাই।
আমার রক্ত জবার পাপড়ি গুলো, তোমায় দিতে চাই।।
আমার চোখে তুমি শুধু,
ফল্গুধারা জলের কাঁপন।
কাঁদা ঘেটে পদ্মজলে,
করছি যেন অবগাহন।
হ্রদয় কোনে চুপটি করে
দিলেম তোমায় ঠাই ।।
আমার রক্তজবার পাপড়ি গুলো , তোমায় দিতে চাই।।
দিনমান যে তোমায় নিয়ে
ভাসছি কল্পলোকে।
তোমার সাথে হাটব বলে
যাইনি অন্য পথে।
চাঁদ জোছনায় লুকোচুরির
শব্দ শুনতে পাই।।
আমার রক্ত জবার পাপড়ি গুলো তোমায় দিতে চাই।
কবি ও নই, প্রেমিক ও নই
মনটা কেমন করে।
গভীর জলে স্বপ্ন গুলো
কেবল আছড়ে পরে।
কাতর চোখে তোমায় আমি
কেবল খুঁজে যাই।।
আমার রক্ত জবার পাপড়ি গুলো তোমায় দিতে চাই।
-------
জিনাত নাজিয়া
ঢাকা-- বসুন্ধরা আবাসিক এরিয়া।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রেমের কবিতা।

২| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১০

জিনাত নাজিয়া বলেছেন: দু' জনকেই অনেক ধন্যবাদ।

৪| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০০

সাগর কলা বলেছেন: - খুবই সুন্দর হয়েছে আপু।

৫| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১০

জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ সাগর ভাই।

৬| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪৩

এম ডি মুসা বলেছেন: অনেক সুন্দর হয়েছে

৭| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৬

জিনাত নাজিয়া বলেছেন: ধন্যবাদ মুসা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.