নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'আমার কিছু কথা'
সেই ছোট বেলা থেকেই অল্পসল্প লেখালেখির সাথে জড়িয়ে আছি। এক সময় খুব গীতিকবিতা লিখতাম। বেশকিছু জমা হয়ে আছে। প্রথম আলোর বন্ধুসভার রওশন ভাইর পরামর্শে গীতিকার কবির বকুল ভাইকে ( উনি তখন প্রথম আলো র বিনোদন পাতার সম্পাদক ছিলেন) কিছু লেখা দেখিয়েছি। উনি খুবই প্রশংসা করলেন। দু' জন সুরকারের সাথে যোগাযোগ করার ব্যাবস্থা ও করে দিলেন। কিন্তু আমারই দুর্ভাগ্য ওনারা কয়েকদিন আমাকে আশা দিয়ে দিয়ে একদিন হিউজ এমাউন্ট দাবি করলেন, আজকাল নাকি পয়সা না ঢাললে কিছু আশা করা অর্থহীন। আমি এতটা হতাশ হয়ে গেলাম,যে কাউকে আর কিছু বলার মতো ইচ্ছে বা রুচি কোনোটাই ছিলো না আমার। ততদিনে বকুলভাই মাছরাংগা টেলিভিশনে জয়েন করেছেন। ওনাকে আর এ কথা বলে বিব্রত করতে চাইনি।
এখন ব্লগে এসে মনে হলো ব্লগার বন্ধুদের লেখা গুলো শেয়ার করা যায়, কারণ এখানে সবাই সব লেখার ভালো মন্দ দুটোই সমালোচনা করে, এটা আমি খুব এনজয় করি। এফবির বন্ধুদের থেকে ব্লগার বন্ধুরা অনেক ভালো, ওরা তো দু একটা লাইক মনে হয় না পারতে দেয়, সমালোচনা তো অনেক দূরের কথা। তাই চিন্তা করে দেখলাম আমার এতো শখের গীতিকবিতা গুলো ব্লগার বন্ধুদেরই শেয়ার করব, ভালো হয়েছে কিনা সেটা অন্তত বুঝতে পারব। আর খুব আশা করব যদি কেউ সুর করতে আগ্রহী হয়, ওয়েলকাম জানাব, কৃতজ্ঞ থাকব আমৃত্যু ।
আমি ধারাবাহিক ভাবে গীতিকবিতা গুলো দিতে থাকব। আশা করি কারুর কারুর ভালো লাগবে ইনশাল্লাহ।
২| ১৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:৩১
জিনাত নাজিয়া বলেছেন: ধন্যবাদ ভাই,অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট দেন। নিশ্চয়ই কারও না কারও নজরে আসবে।