নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

\'মা\' কে নিয়ে আমার দুটো গীতিকবিতা।

১৬ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৯

১-" স্নেহময়ী মা"
তোমার হ্রদয় এতো বড় মা
পৃথিবী ও এতো বড় নয়।
হাজার পাপে ক্ষমিয় কেমনে
এ আমার বড় বিষ্ময়...২
তোমার........ ..মা।।
হারিয়ে ছিলাম যখন আমি
নেশার ছোবলে,
স্নেহের পরশ বুলিয়ে তুমি
নতুন জীবন দিলে... ২
ব্যথা ভরা এ বুকে
সেই হাসিমুখ আজও
রয়েছে জমা।।
তোমার...... মা।
নাওনি কিছুই তুমি সাধ্যের
বেশি টুকু দিয়েছ,
হাসি মুখে সব ব্যথা
নীরবেই সয়েছ... ২
তোমার মতো এমন করে
কেউতো এখন
করেনা ক্ষমা।।
তোমার...... মা।
-------

২-"বীরাঙ্গনা মা"
যুদ্ধ শেষে তোমায় মাগো
কোথায় খুঁজিনি?
অনেক ঘুরে অবশেষে
তোমায় পেলাম
ক্যাম্পে বন্দীনি।।
যুদ্ধ শেষে...... খুঁজিনি?
আমি তোমার সেই সে বীর
মুক্তি যোদ্ধা ছেলে,
যে ছেলেকে দেশের ত'রে,
বিলিয়ে দিয়েছিলে... ২
কাছে পেয়েও কেন আমায়
জড়িয়ে ধরনি?
যুদ্ধ শেষে...... খুঁজিনি।
কোথায় এতো লজ্জা তোমার,
কিসের এতো ভয়?
সব যোদ্ধারা দাঁড়িয়ে দেখ,
তোমার অপেক্ষায়... ২
স্বাধীনতার গর্ব তুমি
লাল- সবুজের জন্ম জননী।।
যুদ্ধ শেষে....... খুঁজিনি।


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

সোনালি কাবিন বলেছেন: সুন্দর।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৪

জিনাত নাজিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.