নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

কিছু অভিজ্ঞতা

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২১

১| "ঘুনপোকা"
ঘুনপোকার আক্রমণে
দিন দিন ক্ষয়ে যাচ্ছিলো
হৃৎপিন্ডের অলিগলি,
চক্ষু,কর্ন, নাসিকা।
চারদিকে ভয়ংকর
ভাইরাস করোনা।
গৃহবন্দী হাসপাস মুহূর্ত গুলো,
এলো মেলো নিঃশব্দ পথচলা।
পরিবারকে প্যারা হীন রাখার
অক্লান্ত সীমাহীন নিরবতা,
অবাক করে দেয় আমাকে।
যারা জীবন দিয়ে ভালো বাসে,
তাদের সুন্দর মুখচ্ছবি গুলো
আস্তেধীরে ডুবিয়ে দিব
অন্ধকার গহীনের অতল সীমানায়।
কোন অধিকারে?
না,মুহুর্তেই সচেতন হলাম।
শুরু হলো আর এক অধ্যায়।
ডাক্তার, ইসিজি, এনজিও গ্রাম...
মায় ওপেনহার্ট,এভারকেয়ার হাসপাতালের
করিডোরে নির্ভিক উঠানামা।
এই হাসপাতালেরই নামকরা একজন সার্জন
জুলফিকুর হায়দারের তত্বাবধানে চললো,
আটজন ডাক্তারের হৃদয় নিয়ে কাটাকুটির
অভিজ্ঞ লড়াইয়ের সফল কারিশ্মা।
অপারেশনের আগে সতেরো
নাম্বার সাইন করতে গিয়ে
আমার পাশের মানুষটি মহান
আল্লাহর দরবারে নিজের
জীবনের বিনিময়ে আমাকে
ফেরত চাইলো।
কৃতজ্ঞচিত্বে মহান আল্লাহকে স্বরণ করলাম।
মরহুম মা-বাবা
ও স্মৃতিতে ভেসে এলো।
সেই সাথে পরিবার, সন্তান,
এবং ডাক্তারদের। ঘুনপোকায়
খাওয়া হ্রদয়টাকে নতুন
করে আবিস্কার করলাম।
ফিরে পেলাম নতুন এক জীবন,
নুতন এক পৃথিবী।
-------
জিনাত নাজিয়া






মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: নতুন পৃথিবী আনন্দময় পোক।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪১

জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই দোয়া করবেন, ভালো থাকবেন।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৮

হাসান জামাল গোলাপ বলেছেন: দোয়া করি ভালো থাকুন।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:৫৮

জিনাত নাজিয়া বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.