নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট একটা লেখা

২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৩

"স্পর্শের বাইরে "
ঘুম পাখিরা আমায় যখন
আদর করে ডাকে।
স্বপ্নে আমি তখন শুধু
তোমায় নিয়ে থাকি।
খুব সকালে ঘুমের ঘোরে
কেবল ছবি আঁকি, শুধু
তোমার ছবি আঁকি।
দূর আকাশে একলা পাখি
হয়তো চুপটি করে,
খুঁজতে গিয়ে তোমায় যখন
পায়নি আপন করে।
একা একাই তাইতো শুধু,
মেঘবালিকা আপন
মনে কাঁদে।
বাতাস যখন মৃদুমন্দ
দখিন পানে বহে।
মন কেমনের শব্দেরা যে
উদাস চোখে রহে।
একলা থাকার কষ্ট যেন
তখন আমায়, তোমার
কাছেই ডাকে।
কেটে যায় আমার
কতো নির্ঘুম রাত।
মেঘলা আকাশে
হাসপাশ করছিলো
পুর্নিমা চাঁদ।
লোকালয়ে এখনো
ক্লান্ত পাখিরা ফেরেনি তখনো ,
নিরূদ্দেশের যাত্রায়
আটকে যায় বারেবারে।
বড়োই অদ্ভুত এ জীবনে,
কেউ আসে, কেউ যায়,
কেউবা আবার হ্রদয়ের
সাথে আটকে থাকে আজীবন,
একান্ত গোপনে।
নির্জিব পৃথিবী ও যখন
চুপচাপ,
শ্বাস ফেলে অবেলায়।
বসন্ত বাতাসের হলুদ
পাতারা তখন,
পরে থাকে শুধু, ধুলোর
আস্তরে, অনাদর আর
অবহেলায়।

--------------
জিনাত নাজিয়া।











মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'স্মৃতিরা আমায় শুধু' - এখান থেকে ছন্দ বদলে গেছে।

২| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৪৮

জিনাত নাজিয়া বলেছেন: এটা এতটা সিরিয়াস কিছু না,জাস্ট মনে আসছে শেয়ার
করলাম,দেখলাম আপনি কি বলেন।যা ভাবছি তাই জানালেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: মোটামোটী।

৪| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১৯

জিনাত নাজিয়া বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

৫| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: মন্দ নয় ।

৬| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৫

জিনাত নাজিয়া বলেছেন: ভালো বলেছেন,ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.