নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" মাকে ফিরে পেতে চাই "
আমি আবার আমার সেই মাকে ফিরে
পেতে চাই, যে কিনা আধ ময়লা
আটপৌরে একখানা শাড়ির
আঁচলে ঘর্মাক্ত মুখে
সারাদিন,
গাধার কাটুনি খেঁটে
মুখ লুকিয়ে সবার প্রয়োজন
মিটিয়েছিলো।
আমি সেই মাকে ফিরে পেতে
চাই,
যে কিনা নির্ধিদায়,
নিজের সবচেয়ে শখের শেষ সম্বলটুকু, ফেরত পাবে না
জেনেও সন্তানের হাতে তুলে
দিতে পারে অবলিলায়।
দিন, মাস,বছরে,
অপেক্ষা করে সেই শখের
জিনিসটা না পাওয়ার
আশা ছেড়ে, পাড়ি দিতে
পারে পরপারে।
আমি আবার সেই মাকেই ফিরে
পেতে চাই,
কিছু দাম্ভিক, স্বার্থপর আর
কুরূচিপুর্ন অমানুষের ভয়াল
থাবায় ,
জর্জরিত আমাকে আমি,
মাঝেমধ্যে এখনো আবিষ্কার
করি,
নিরন্তর সেই ভালোবাসার
মাতৃছায়ায়।
যার শ্নেহের পরশে সিক্ত
হয়েছিলো আমার হ্রদয়।
আমি আবার ও সেই মাকেই
ফিরে পেতে চাই,
যার ছায়ায় বাঁচা মরার লড়াইয়ে
হা পিত্যেশ করছিল কিছু
অমানুষ।
খুবলে খাচ্ছিলো নোনাজলে
মাতৃত্বের আশ্বাস।
পরিযায়ী পাখিদের মতো,
বারবার ঘুরে ফিরে স্থায়ী হতো
সেই মাতৃস্নেহেরই আঁচলে।
আমি আবার ও সেই মাকেই
ফিরে পেতে চাই,
যে কিনা অবহেলা, আর
অনাদরে ও দৃঢ় হাতে বুকে
আগলে রেখেছিল তাঁর
মাতৃত্বের আশীর্বাদ।
আমি সেই মাকে ফিরে
পেতে চাই,
যে কিনা সন্ধ্যে হলে পিদিম
হাতে, ক্লান্ত মুখে উদবিঘ্ন
চাহনিতে, বুঝিয়ে দিত
আমায়, স্নেহময়ী মায়ের
অনন্ত আস্বাদ।
আহারে!
যদি এখন এমন হতো,
হঠাৎ করে মাগো, তুমি এসে
ধরতে আমার হাত।
জীবন আমার পালটে যেত,
কেটে যেত
বেদনাহীন রাত।
যাকে তুমি শূন্য হাতে
দিয়েছিলে ঠাঁই
স্নেহের জঠরে,
তার কোলেই মাথা রেখে
কেমন করে,
চলে গেলে ওপারে।
--------------
জিনাত নাজিয়া
২৮- ৩-২৩ ইং
২| ১১ ই মে, ২০২৩ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: মা সবার আগে। তারপর ঈশ্বর।
৩| ১১ ই মে, ২০২৩ দুপুর ২:২০
জিনাত নাজিয়া বলেছেন: আপনাদের দু' জনকেই অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ২৩ শে মে, ২০২৩ বিকাল ৫:০৯
সেলিম আনোয়ার বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগিরা ।
৫| ২৪ শে মে, ২০২৩ রাত ১০:০৫
জিনাত নাজিয়া বলেছেন: Thanks salim vai.
৬| ১২ ই জুন, ২০২৩ সকাল ৮:১০
সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয়তে রাখলাম,
কবিতা পড়ার জন্য ...
৭| ২১ শে জুন, ২০২৩ রাত ১:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনলাইন পত্রিকায় কি কখন প্রিন্ট হয়? একটু সংশোধন করে নিয়েন।
অনিন্দ্য প্রকাশ।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২৩ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সবার মাকে ভালো রাখুন