নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৩ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪০

"নৈ:শব্দ্যের নি:সঙ্গতা"

গোধূলির স্বর্নালী মেঘের অগোছালো
টুকরো গুলো কেবলই হাসপাস
করছিলো, রাতের নিস্তব্দতায়।
একাকী নির্জনে আমার ভালোবাসার
অসহায় অক্ষর গুলো কেন যেন
বারবার, উঁকি দেয়
নৈশব্দ্যের নি:সঙ্গতায়।

হ্রদয়ের গোপনে, ছিলে তুমি
যতনে, কেন তবে ধরা দিলে,
স্বপ্নিল মায়াবী মুগ্ধতায়।
চুপিসারে একাকী আমারে,
রাতজাগা জোনাকির
আলো আঁধারে, আমার
অস্তিত্ব ও মুছে নিলে,অন্যরকম
এক ভালোলাগায়।

আমি তো আমাকে,
হারিয়েছি কবে, দিয়েছি জলাঞ্জলি
তোমারই অনুভবে,বেদনাহীন
অনূভুতির স্পর্শতায়।
তোমাকে পেয়েছি ভালোবাসার
আবেগে, পেয়েছি তোমাকে
বৃষ্টির জলতরঙ্গে, ছুঁয়েছি তোমাকে
তীব্র বাতাসের ধুলিকনায়,
নিবিড় ভালোবাসার
দুর্দান্ত কল্পনায় ।
--------------
৫/৮/২৩ ইং।


মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩০

রানার ব্লগ বলেছেন: বেশ লেগেছে !! সুন্দর !! কবিতা !!!

২| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২১

জিনাত নাজিয়া বলেছেন: দুজনের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকবেন।

৪| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৪

কাছের-মানুষ বলেছেন: সুন্দর লিখেছেন।

৫| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নি:শঙ্গতা অর্থ কি? নি:শঙ্গতা না নিঃসঙ্গতা কোনটা সঠিক। ভুল ধরার উদ্দেশ্য নয় জানার জন্য বলছি।





কবিতা সুন্দর হয়েছে।

৬| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৬

জিনাত নাজিয়া বলেছেন: একটু কষ্ট করে গুগুলে গিয়ে দেখলে ভালো হয়।অনেক ধন্যবাদ সবাইকে।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

মৌন পাঠক বলেছেন: সরল ও সুন্দর স্বীকারোক্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.