নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"অন্তিম মুহুর্তে "
কিছুকাল ছিলেম আমি
তোমাদের সনে। আদর ,স্নেহ
ভালোবাসা বাসি,
হ্রদয়ের টানে।
পরিবার টেনে আনে কত কত
না পারা জঞ্জালে। সব ফেলে
একদিন, যেভাবে এসেছি
সেভাবেই যাব চলে।
দায়িত্বের বেড়াজালে নিজেকে
এখনো খুঁজে পাই যেন, ভালোবাসার
সেই মেঘমুক্ত আকাশের
বর্ণিল ঠিকানায়।
তখনই মনে হয়, যারা ছিলো
আপন, কেউ কারো নয়।
সবকিছু এখন কেন যেন
তুচ্ছ মনে হয়।
একদিন ভালোবেসে, কাছে
এসে, যে ছিলো আমার সবচেয়ে
আপন, সবচেয়ে নির্ভরতা।
এলোমেলো তারাদের মাঝে,
খুঁজে ফিরি শুধু
আপন সে বারতা।
আমিও একদিন চলে যাব
না ফেরার দেশে।
যেখানে ঘুমিয়ে আছে সেই
প্রিয়জন, নিজেদের সব বিলিয়ে
দিয়ে, শুধু আমাদের
ভালোবেসে।
প্রতিদান দেইনি তাঁদের, নিয়েই
গেছি শুধু, ভাবিনি তো
এতোকাল। আমার ও যে
সময় হলো সেই অজানায়
হারাবার। ভালো বেসে
কেউ যদি কখনো মনে করে
আমারে, হারাব না কোনোদিন,
এ অবনী পরে,
রয়ে যাব চিরকাল।
--------------
৮-৯-২৩ ইং
২| ১৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১১
মিরোরডডল বলেছেন:
আমিও একদিন চলে যাব
না ফেরার দেশে।
যেখানে ঘুমিয়ে আছে সেই
প্রিয়জন, নিজেদের সব বিলিয়ে
দিয়ে, শুধু আমাদের
ভালোবেসে।
কবিতায় ভালোলাগা।
৩| ১৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
বনজোসনা বলেছেন: খুব ভালো লিখেছেন।
৪| ১৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
মু, আমজাদ হোসেন বলেছেন: বাংলা কবিতা আপনার চাইতে কমপক্ষে ১০০ বছর এগিয়ে আছে, জানেন ?
কবিরা বানান ভুল করলে ভাষা অপমানিত বোধ করে ।
৫| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৩
জিনাত নাজিয়া বলেছেন: বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, শুয়ে-বসে থাকতে মৃত্যুর কথাই আগে মনে আসলো। আপনাদের ভালো লেগেছে জেনে আমার ও ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাদের।
আমজাদ ভাইকে বলছি। নিজেকে কবি বা লেখক কিছুই মনে করিনা। ব্লগে সবার লেখা পড়তেই আমার বেশি ভালো লাগে। মাঝে মধ্যে সবার লেখায় অনুপ্রানিত হয়ে যা মনে আসে লিখি।ভুল ত্রুটি হতেই পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সংশোধন করে দিবেন আশা করি। ভালো থাকবেন।
৬| ২০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: একটি আক্রমণাত্মক মন্তব্যের প্রসঙ্গ টেনে আপনার বিনয়ী জবাবটা ভালো লেগেছে। কবিতাও ভালো লেগেছে। + +
কবিতা সংবেদনশীল মানব মনের কোমল অনুভূতির প্রকাশ। ব্যাকরণগত ত্রুটি এর সৌন্দর্যহানি করে বটে, তবে তাই বলে কবিতায় প্রকাশিত আবেগ অনুভূতিটাকে ফেলে দেয়া যায় না।
হৃদয়ের, বর্ণিল - এগুলোই হচ্ছে শুদ্ধ বানান। আপনি যেখানে যেখানে এগুলো ভুল বানানে লিখেছেন, সেগুলো সম্পাদনা করে শুদ্ধ করে নেবেন। কী-বোর্ডে বানান সংক্রান্ত কোন সমস্যা থাকলে আমার মন্তব্য থেকে শব্দগুলো কপি-পেস্ট করে বসিয়ে দিবেন।
অবনি, অবনী দুটো বানানই শুদ্ধ হিসেবে এখন গ্রাহ্য। সুতরাং এটি পরিবর্তন না করলেও চলবে।
আগামীতে বানানের ব্যাপারে আরেকটু যত্নবান হবেন বলে আশা করি। এ ব্যাপারে অনলাইন অভিধানের সাহায্য নিতে পারেন। এটা খুব কাজে দেয়। গুগল করেও সঠিক বানানটা জেনে নিতে পারেন।
আরও কবিতা লিখুন, লিখতে থাকুন। শুভকামনা....
৭| ২০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৬
জিনাত নাজিয়া বলেছেন: খায়রুল ভাই, মানুষের বাহ্যিক প্রকাশ ভংগী আসে ইনার সাইড থেকে। আমি এতে কিছুই মনে করিনা। তবে ব্লগে আমি সবাইকে আমার বন্ধুই ভাবি। তাই আমি চাইব সবার কাছ থেকেই মরন পর্যন্ত কিছু না কিছু শিখে নিব। সেখানে কেউ বিরুপ কিছু বলে নিজেকে খুব বিজ্ঞ মনে করে,তাকে ও ধন্যবাদে রাখব। আমি মানুষ টাই এরকম। তবে আপনার কথাগুলো ভালো লেগেছে। অনেক শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯
দি এমপেরর বলেছেন: কষ্টের কবিতা। আমার মতো কষ্টকে পাত্তা না দিয়ে হাসিমুখে জীবন কাটিয়ে দেওয়ার ব্রত নিন। শুভকামনা