নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সিঁথির সিঁদুর "
বাবার ভালোবাসা,মায়ের মমতা
মাখানো সেই ভাতের থালা, বোনের
খুনশুটি আর ছোট্ট ভাইটার
বেহায়াপনা , সবকিছু মুহূর্তে
ভুলিয়ে দিলো কপালজোড়া
এক সিঁদুরের টিপ।
মুখচোরা অমায়িক সেই নদীটির
লাজুক ঢেউ, বাতাসে দোলানো
স্বপ্নের সেই আধভাঙ্গা ডিঙি
নৌকাটা, কখন যেন দীর্ঘশ্বাস
ফেলে খুঁজবে তার সঙ্গীনিকে।
আংগুলের ফাঁকে চুপসে যাবে
লুকিয়ে আনা সেই ভালোবাসার
রক্তগোলাপ।
নিদারুণ কষ্টে ধুসর শালীকেরা
যখন উঠোনজুড়ে কিচিরমিচির
শব্দে অকারণ ডেকে যাবে।
হয়তো বা খুঁজবে তোমার রুপোলী
পায়ের নুপুর নিক্কণ।
আয়েসি ভংগিমায় দুলতে দুলতে
এসে তোমায় জড়িয়ে ধরবে
নীল প্রজাপতির দল।
দু'চোখের সবটুকু জল অবলীলায়
মুছে ফেলে, সাহসী তুমি তখন
মাথায় তুলে নেবে পড়শীর
দেয়া সেই জ্বালাময় আশীর্বাদ।
মেয়ে হয়ে জন্মানো যে তোমার
আজন্ম পাপ।
--------------
২০/১০/২৩ ইং।
২| ৩০ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৩
জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
৩| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২
স্প্যানকড বলেছেন: আপনি প্রতিদিন লিখবেন। সত্যি খুব ভালো লিখেন। ভালো থাকবেন আনন্দে থাকবেন
৪| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪
জিনাত নাজিয়া বলেছেন: আসলে সময় করে ব্লগে আসাটা তেমন হয় না। অনেক দেরীতে দেখলে ও আপনার এতো ভালো কমেন্টস আমাকে খুব অনুপ্রেরণা দিবে। এতো এতো শুভকামনা থাকলো আপনার জন্য।সবসময় ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।