নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪২

"শেষ অধ্যায়"

তুমি আমায় দেবতাদের দেয়া
অভিশপ্ত সিসিফাস ভেবোনা,
আসলে আমি হই, জলন্ত কোনো অগ্নিকুণ্ড,
অথবা ভালোবাসার দুরন্ত কোনো
এক দুর্বাঘাস।

যেখানে তুমি নিশ্চেন্তে মুখ ডুবিয়ে
শ্বাস নিতে পার। অথবা তুমি
জানই না, কিংবা বুঝতেই চাওনা,
আমি কি নিখুঁত পরিকল্পনায়
আমার প্রেমকে বাঁচিয়ে রাখি,
যেখানে পরিপূর্ন হয় তোমার
নির্বিঘ্নে বসবাস।

নির্জলা রাত্রির নিকষ কালো
আঁধারের ও জানা ছিলোনা, উচ্ছ্বল
সূর্যের অলোয় কেমন করে
মুষড়ে পরেছিলো সূর্যমুখীর
অন্তিম সজ্জা, কোনো এক
নির্লজ্জ বেদনায়।

কি নিদারুন কষ্টে সেদিন
বলেছিলে, ভালোবাস আমায়।
তাইতো অভিমানী ফুলেরা এসে
মুগ্ধ করেছিলো বর্নিল মাধবীলতায়।
তখনই যেন রচিত হয়েছিল
তোমার এপিটাফে আমার ভালোবাসার
শেষ অধ্যায়।
------------------


মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

বাকপ্রবাস বলেছেন: এটা কী এক সাগর প্রেম বুকে নিয়ে দোদল্যমান প্রেমিকের ঘোরাফেরা পর্যবেক্ষণ এর কবিতা? যেখানে প্রেমিক ওজন করার ক্ষমতা রাখেনা কতো প্রেম জমা আছে পাত্রে কী তার রং

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি ! আমি হয়তো তোমার কবিতা এই প্রথম পড়লাম। আমি কবিতা পড়তে ভীষণ পছন্দ করি। কবিতার গাঁথুনি, শব্দচয়ন এবং বাক্যগঠণ ভাল লেগেছে।
অনেক অনেক দোয়া রইলো --------

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২২

জিনাত নাজিয়া বলেছেন: বাকপ্রবাস ( ভাই না আপু) না বুঝেই বলছি।এতো সুক্ষ্ম হিসাব নিকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭

জিনাত নাজিয়া বলেছেন: লায়লা আপু আমার কবিতায় তুমি এতো ভালো কমেন্ট করেছ মনে হলো তুমি আমায় মূল্যবান একটা এওয়ার্ড দিয়ে ফেলেছ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।খুব ভালো থেক।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

মিরোরডডল বলেছেন:




কি নিদারুন কষ্টে সেদিন
বলেছিলে, ভালোবাস আমায়।
তাইতো অভিমানী ফুলেরা এসে
মুগ্ধ করেছিলো বর্নিল মাধবীলতায়।
তখনই যেন রচিত হয়েছিল
তোমার এপিটাফে আমার ভালোবাসার
শেষ অধ্যায়।



খুব ভালো লেগেছে।
লেখায় মুগ্ধতা!!!
বার বার পড়ার মতো একটা কবিতা।



৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৫

মিরোরডডল বলেছেন:




যেখানে তুমি নিশ্চেন্তে মুখ ডুবিয়ে
শ্বাস নিতে পার। অথবা তুমি
জানই না, কিংবা বুঝতেই চাওনা,
আমি কি নিখুঁত পরিকল্পনায়
আমার প্রেমকে বাঁচিয়ে রাখি,
যেখানে পরিপূর্ন হয় তোমার
নির্বিঘ্নে বসবাস।



নির্জলা রাত্রির নিকষ কালো
আঁধারের ও জানা ছিলোনা, উচ্ছ্বল
সূর্যের অলোয় কেমন করে
মুষড়ে পরেছিলো সূর্যমুখীর
অন্তিম সজ্জা, কোনো এক
নির্লজ্জ বেদনায়।



সত্যি ভীষণ ভালো লাগলো।



৭| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৪

জিনাত নাজিয়া বলেছেন: কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব জানিনা। আমার লেখায় উৎসাহ যোগাতে এতো ভালো কমেন্ট আর হয়না। আমি এ সবের যোগ্যতা কতটুকু রাখি তাও জানিনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেক ভালো থাকবেন।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

বাকপ্রবাস বলেছেন: ভাইয়া হব, নিক ছবিটা আমার বড় কন্য উমামা এর, যখন ব্লগ শুরু করি তখন এক কন্যা ছিল, এখন তিন কন্যা, ছবি চেন্জ করা হয়নি, আগেরটাই আছে

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

জিনাত নাজিয়া বলেছেন: ধন্যবাদ ভাই, কন্যার বাবারা নাকি অনেক লাকি হয়। আপনার কন্যা তো মাশাল্লাহ অনেক কিউট। তিনজনের জন্যই আমার অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১০

বিজন রয় বলেছেন: জিনাত নাজিয়া, আপনি পোস্টের শিরোণামে কবিতা শব্দটি না লিখে ওখানে কবিতার নামটি ( শেষ অধ্যায় ) দিলে ভাল হয়, তাহলে নাম দেখেই আমরা আপনার পোস্ট পড়তে আসতে আরো আগ্রহ পাবো। আপনি আপনার সব কবিতা পোস্টে এরকম করেছেন, বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।

আর একটি বিষয়, আপনি অন্য ব্লগারদের মন্তব্যের প্রতিউত্তরে, আপনার প্রতিউত্তরের জায়গায় উত্তর না করে মন্তব্যের ঘরে উত্তর করছেন। এটা না করে প্রতিউরের জায়গায় উত্তর করুন। অন্য ব্লগাররা কিভাবে করছে সেটা দেখে নিন।


আর হ্যাঁ, কবিতাটি অনেক ভালো হয়েছে, তবে অনেক বানান ভুল আছে।
ধন্যবাদ আর শুভকামনা।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৩

স্প্যানকড বলেছেন: ভালো লাগলো তবে এতো বিরহ কেন? ভালো থাকবেন :)

১২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০৬

ডঃ এম এ আলী বলেছেন:



বিশেষ কারণে আজ আমার বড্ড মন ভার
এলোমেলো চাউনি – উদাশ করা দৃষ্টি
তারপরও রাত জেগে কিছু পড়াশুনা করায়
চোখের তলায় জমেছে কালি,ঘুমাবার আগে
চোখ রগরিয়ে সামুর পাতায় রাখি দৃষ্টি।
দেখলাম নিয়মিতই যে লিখে বিবিধ কবিতা
আজ দেখি তার শেষ অধ্যায়
বেদনামাখা কত কথা হয়েছে বলা সেথায়-
কি নিদারুন কষ্টে সেদিন
বলেছিলে, ভালোবাস আমায়।
তাইতো অভিমানী ফুলেরা এসে
মুগ্ধ করেছিলো বর্নিল মাধবীলতায়।
তখনই যেন রচিত হয়েছিল
তোমার এপিটাফে আমার ভালোবাসার
শেষ অধ্যায়।


কবিতা সুন্দর হয়েছে
হয়েছি পাঠে মুগ্ধ ।

শুভেচ্ছা রইল

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০০

জিনাত নাজিয়া বলেছেন: বিজন রয়,আপনার পরামর্শ মনে থাকবে। অসংখ্য ধন্যবাদ।

স্প্যানকড,ডা: এম আলী, আপনাদের দুজনকে ও অনেক অনেক ধন্যবাদ আমাকে উৎসাহ দেয়ার জন্য। ভালো থাকবেন সবাই।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু অসম্ভব সুন্দর কবিতা।

আপু কবিতার মন্তব্যের উত্তর দিবেন মন্তব্যের নিজে যে সবুজ কী আছে সেটাতে ক্লিক করে

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

জিনাত নাজিয়া বলেছেন: ছবি আপু,রাজীব ভাই দু' জনকেই অসংখ্য ধন্যবাদ।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ছবি আপু,রাজীব ভাই দু' জনকেই অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.