নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

বিবর্ণ পত্রপল্লব

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

  "বিবর্ণ পত্রপল্লব"

সহপাঠি ছিলাম,দু'জন দু'জনকে
ভালোবাসতাম অসম্ভব।
কিন্তু কেউ কখনো মুখ ফুটে
বলতে পারিনি,
''ভালোবাসি তোমায়'-সেই
মধুময় ছন্দাবৃত
অমোঘবাণী।

চোখে  চোখ রেখে কখনো 
বা দৈবাৎ, মিলন মেলা
হতো  দু'জনায়।
ব্যাস, তারপর যে যে
যার যার মত।
বার্ষিক প্রোগ্রাম অথবা
নাটকপাড়ায়,দেখা যে
হতোনা তা কিন্তু নয়।

মাঝে-মাঝে খুব ইচ্ছা  হতো-আজ
বলব তোমায় ভালোবাসি কত।
সলজ্জ আমি আয়নার সামনে
প্রস্তুতি নেই বারবার,
কিন্তু কেন জানিনা, ওখানেই
থমকে যায় আমার নীরব
ভালোবাসার অহেতুক বীরত্ব।

তোমার ও কি এরকম হয়?
হবে হয়তোবা, কেন জানি এখনো
মাঝে-মধ্যে থমকে যাই আমি
তোমার ছায়ায়।
মনে পরে যেদিন তুমি বন্দী
হলে অন্যগৃহে, অন্য ছায়াতলে,
কাঁপা হাতে দিয়েছিনু এক থোকা
রক্তগোলাপ, যার কিছুটা রেখেছি
নিজের জন্যে।

আজ ও সেই বর্ণহীন ,গন্ধহীন
পাপড়িগুলো ঝনঝন শব্দে
বুকের কোথাও অনবরত
খোঁচাতে থাকে, খোঁচাবে
হয়তো বা আজীবন।
খুঁচিয়ে-খুঁচিয়ে বোঝাবে
আমায়, তুমি ছিলে আমার
কতটা আপন।
--- --- ---
জিনাত নাজিয়া
   

           





মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৬

বিজন রয় বলেছেন: এমন স্মৃতি নিয়ে এই পৃথিবীতে দিন যাপন করতে সহস্র প্রেম-পিয়াসীরা।

কে আসে যায় তাতে, জীবন চলছে।

কিন্তু আপনি খুব সহজভাবে বলে গেলেন।

বাহ! সাবলিল!!

২| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৯

বিজন রয় বলেছেন: সলজ্জ্ব, পাঁপড়ি বানান ঠিক করে দিবেন প্লিজ। দিয়েছিনু শব্দটি পুরানো ঢঙে বলার কারণ কি?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

জিনাত নাজিয়া বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথম যৌবনের আবেগ-অনুভূতি-ভালোবাসা বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ করা হয়ে উঠে না। পরবর্তীতে না বলার আক্ষেপ আজীবন পুড়ায়।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

বাকপ্রবাস বলেছেন: এমন কিছু ঘটনা সমৃদ্ধ করে মন। মনের মাঝে তৃষ্ণা থাকলে মন সতেজ থাকে, উর্বর থাকে, সাহিত্যের জন্য বেশ উপকারি এমন ঘটনা প্রবাহ

৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫১

জিনাত নাজিয়া বলেছেন: এইগুলো জাস্ট কল্পনা করে লেখা। বাস্তবের সাথে এই চরিত্রের কোনো মিল নেই। ছোট বেলায় বইয়ের পাতায় এরকম গোলাপের পাপড়ির হাহুতাশ প্রায় সবারই থাকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০২

জিনাত নাজিয়া বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.