নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

মানব সন্তান

১৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৯



 


"মানব সন্তান   "

 আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব
মানব সন্তান।
তবে কেন এতো  ভেদাভেদ, 
জাতি ধর্ম নির্বিশেষে? প্রয়োজনে
তো এই আমরাই আবার দেশের ত'রে
বিলিয়ে দিয়েছি প্রান।

ক্ষিধের রাজ্যে আমরা তো সবাই
ক্ষুধার্ত , সেখানে তো নেই কোনো
 ধর্মের হুংকার ।
দেশমাতৃকায় বিলিয়ে দিয়েছি,
শত কোটি প্রাণ, কই, করিনি তো  কোনো
ধর্মের অহংকার ।

আমরা বোকারা শুধু  ধর্মের বড়াই করি,
কে হিন্দু, কে মুসলিম,কে বৌদ্ধ, কে খৃষ্ঠান?
সবাই আমরা একই সৃষ্টিকর্তার,
একই রক্ত মাংসের,
মানব সন্তান।

কবি,লেখক, নায়ক,গায়ক,
কারুর গায়েই তো ধর্ম লেখা
থাকে না।
আমরা কেবল এদের প্রতিভায়
মুগ্ধ হই, অন্য কিছু
খুঁজি না।

 কেন তবে এতো হানাহানি,
দেশে দেশে যুদ্ধের দামামা?
সারি সারি লাশ, শিশু থেকে বৃদ্ধ,
কাঁদিতেছে কেবল, অসহায় সব
দু:খীনি মা।
যেন কারুরই নেই কোনো দায়,
ধনী দেশগুলো আরও ধনী হয়
অস্র ব্যবসায় ।

মানবতা আজ বন্দী হয়ে আছে,
কিছু মানুষ নামের অমানুষের হাতে।
তার দায় ভোগ করছে কিছু
সাধারণ মানুষ, যেন কার
কি আসে যায় তাতে?
চুরির টাকায় নেই কোনো
ধর্মের ঝনঝনানি। হাত কচলে
সেটা কে আমরা কেবল
পার্সেন্টিস মানি।

 যেখানে ক্ষুধা, তৃষ্ণা, রক্ত,মাংস
সবই এক।তবে এতো ধর্মের বড়াই কেন,
কেন এতো হিংসা বিদ্বেষ?
আমাদের সবার ধর্ম থাকুক অন্তরে,
পৃথিবীটা হোক সব মানুষের জন্য
স্বর্গ সমান।

মসজিদে আজান হোক,
মন্দিরে বাজুক ঘন্টা। গীর্জায় থাকুক প্রার্থনা,
মন থেকে দূর করে দেই
যত আছে শংকা।

আসুন সবাই পৃথিবীটাকে
গড়ে তুলি মানবতা আর
ভালোবাসা দিয়ে।
সব ধর্মের সবাই যেন থাকি আমরা,
কাঁধে কাঁধ মিলিয়ে।
-------------








মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: সহজস সরল সুন্দর।

১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৫২

জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.