নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

জন্ম আর মৃত্যুর মাঝখানে প্রত্যেকটা অধ্যায় আমারা কাটিয়ে দেই অজানা এক অনুভূতি নিয়ে।

০১ লা জুন, ২০২৪ ভোর ৫:৫৯

"পালাবদল "

পৃথিবীতে আগমনী বার্তা নিয়ে
এলো নতুন এক অতিথী।
এসেই চিৎকার করে জানান
দিলো--- আমি এসে গেছি,
আমি এসে গেছি।

আদরে,আহ্লাদে কেটে গেলো
শিশু বেলা, এলো কৈশোর ।
চোখে তার সমুদ্রের চঞ্চলতা,
নিজেরই দুরন্তপনায় মুগ্ধ সে,
ডানপিটে আর চঞ্চল
প্রকৃতির।

বাঁধন মানেনা কারো, চুপিসারে
একদিন হলো পালাবদল, এলো
জীবনের শ্রেষ্ঠ সময় যৌবন।
নীল চোখে যেদিকে যা-কিছু
সবই সুন্দর। নিজেকেও সুন্দর
করে আরো,অশান্ত
চঞ্চল মন।

জয় করে নিতে চায় সবকিছু,
পরাজয় মানেনা বাঁধন।
সাফল্যের সিঁড়ি বেঁয়ে একদিন
এলো বার্ধক্য, এলো
প্রৌঢ়ত্ব, সংসারে প্রয়োজন
ফুরালো তখন।

জীবনের চাওয়া-পাওয়ার
হিসেব মেলাতে মেলাতে কেটে
যায় দিন রাত।
অপাঙ্‌ক্তেয় মনে হয় নিজেকে,
অপলক শুধু খুঁজে ফিরে
যেন, ফেলে আসা সেই
হারানো অতীত।
--------------
জিনাত নাজিয়া
২৩-৫-২০২৪ ইং

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২৪ সকাল ৭:১২

জিনাত নাজিয়া বলেছেন: সায়মা আপু, আমি খুবই দু:খীত। তোমার কমেন্সের উত্তর দেয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট। যখন এলো তখন দেখি পুরো কবিতাই ডিলিট। এমনি করে একদিন আমারাও সবাই একদিন পৃথিবীর হার্ডডিস্ক থেকে ডিলিট হয়ে যাব। কেউ কোথাও খুঁজে পাবেনা আর। আমার কবিতা তোমার ভালো লেগেছে এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।ভালো থেক সবসময়।

২| ০১ লা জুন, ২০২৪ দুপুর ১:১২

শায়মা বলেছেন: হায় হায় কবিতাই ডিলিট করে ফেলেছো!!!!!!!!

হা হা আমিও এমন করতাম প্রথম প্রথম । তারপর সেই লেখা ফিরিয়ে আনো আনো করে মডুভাইয়াদের জান শেষ করতাম জ্বালিয়ে।

পরে আবার তারা কষ্ট করে ফিরিয়ে দিত। :P


রোজ একটা করে কবিতা আর মাঝে মাঝে গল্প আর্টিকেল আর জীবনের গল্প লেখো আপুনি!!! :)

০১ লা জুন, ২০২৪ বিকাল ৩:০১

জিনাত নাজিয়া বলেছেন: ওহ! তাইলে আমিই প্রথম না।

০১ লা জুন, ২০২৪ রাত ১০:৫৯

জিনাত নাজিয়া বলেছেন: শায়মা আপু, তোমার ইচ্ছে গুলো পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করব।

৩| ০১ লা জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...
শুভ সন্ধ্যা কবি...

০১ লা জুন, ২০২৪ রাত ১০:৫৫

জিনাত নাজিয়া বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা।

৪| ০১ লা জুন, ২০২৪ রাত ৮:২৮

করুণাধারা বলেছেন: জীবনের জলছবি। কবিতা ভালো হয়েছে।

শিরোনামে "মাঝখানে" হবে।

০১ লা জুন, ২০২৪ রাত ১০:৫৬

জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৫| ০২ রা জুন, ২০২৪ রাত ৩:২৫

স্প্যানকড বলেছেন: স্মৃতি কুড়িয়ে ফুরিয়ে যাওয়ার নাম জীবন । গোটা জীবন তুলে ধরেছেন । ভালো থাকবেন ।

০২ রা জুন, ২০২৪ ভোর ৪:৫৬

জিনাত নাজিয়া বলেছেন: জ্বি ভাই,এক জীবনে কিছু পাওয়া, কিছু না পাওয়ার নামই তো জীবন। আপনার জন্য ও শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.