নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে সবকিছু পাওয়া হয়ে গেলে জীবনই একসময় পানশে হয়ে যায়, তেমন কোনো চার্ম থাকেনা। সেই মুহূর্তে কিছু না পাওয়া ও মানুষকে অনেক আনন্দ দেয়।

১৪ ই জুন, ২০২৪ দুপুর ২:২০

" আমার স্বপ্নের রাজকুমার "

পাখির ঠোঁটে লিখে দিলাম
ভালো লাগার গান।
বুঝবে কী তুমি? নামতো দেইনি,
থাক, না বোঝাই ভালো। বুঝলে
যদি হারিয়ে ফেলি, এ ভাবেই
থাক চিরদিন।
সেই যে তুমি বুকের ভিতর,
কিশোর বেলায় লুকিয়ে ছিলে,
হয়ে রাজকুমার।
লক্ষ মুখের ভীড়ে তোমায় পাইনি
খুঁজে আর।
যখন তুমি সামনে এলে
বিকেল ছিলো গোধূলি বেলায়।
ঝরাপাতা অবলীলায় বেলাশেষের
গান গেয়ে যায়।
তোমার সাথে এখন আমার
প্রায়ই দেখা হয়, তবে
একটু ভিন্নভাবে ভিন্নরকম
আলাপচারিতায়।
এইতো আমার পরম পাওয়া,
চাইনা কিছু আর।
সারাজীবন এভাবেই পাশে থেক,
হয়ে রাজকুমার।
কে বলেছে তোমায় আমি
পাইনি আপন করে?
বসে আছ চুপটি করে
হ্রদয়, প্রান জুড়ে।
যেদিন তুমি বললে আমায়,
বন্ধু হয়ে থাকবে চীরদিন।
সত্যি আমার সেদিন যেন, ছিলো
একটা শুদ্ধতম দিন।
জীবন যখন যাবে চলে, প্রান
রবেনা দেহে।
শুধু তখন তোমার ছুটি হবে,
আমার হ্রদয় থেকে।

--------------

জিনাত নাজিয়া।
১১-৬-২৪ ইং


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২৪ বিকাল ৪:৫৩

নতুন বলেছেন: হুম জীবনে না পাওয়া থাকে বলেই মানুষ এগিয়ে যায়।

সব পেয়ে গেলে জীবন বরিং হয়ে যায়।

১৪ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

জিনাত নাজিয়া বলেছেন: জ্বী, আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৪ ই জুন, ২০২৪ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: সব কিছু পাওয়া যায় না।

সব কিছুর পরেও অনেক অপূর্ণতা নিয়েই চলে যেতে হয় পৃথিবী থেকে......

১৪ ই জুন, ২০২৪ রাত ৯:৩০

জিনাত নাজিয়া বলেছেন: শায়মা আপু, নিশ্চয়ই ভালো আছ। তোমার কথা ঠিক, তবে মাঝেমধ্যে কিছু না পাওয়ার ও একটা ভালো লাগা থেকে যায়। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।

৩| ১৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:৫১

কিশোর মাইনু বলেছেন: আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি,
যেটা ছিলো না ছিলো না,
সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন।

থাক কিছু আশা অপুর্ণ, হোক কিছু স্বপ্ন ভংগ। জীবনে যদি কোন ব্যার্থতাই না থাকে, যা চাই তাই ই যদি পেয়ে যায়, তাহলে কষ্ট কি জিনিস কখনোই বুঝব না। আর কষ্ট ছাড়া আপনি আনন্দের আসল।মজা পাবেন কীভাবে???

১৫ ই জুন, ২০২৪ রাত ১০:২৯

জিনাত নাজিয়া বলেছেন: জ্বি, আপনি ঠিকই বলেছেন।কিছু না পাওয়া যে মানুষ কে মাঝেমধ্যে আনন্দে ভরিয়ে রাখে,সেটা আমি আগে বুঝতে পারিনি। এখন বুজেছি।আপনার জন্য শুভকামনা থাকলো।

৪| ১৬ ই জুন, ২০২৪ রাত ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: না পাওয়ার মাঝেও যে কিছু 'পাওয়া' খুঁজে পেতে পারে, তার জীবনটা শান্তির হয়, ফলে সফলও হয়।

৫| ১৬ ই জুন, ২০২৪ সকাল ১১:১৯

জিনাত নাজিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.