নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিনাত নাজিয়া

জিনাত নাজিয়া › বিস্তারিত পোস্টঃ

অগোছালো আমি

১৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৩

" অগোছালো আমি"

এলোমেলো আমাকে আমি
মাঝেমধ্যে খুঁজে পাই হোয়াটসআপ
অথবা ম্যাসেঞ্জারে।
কিংবা কোনো ভুতুরে গলির
পিচ্ছিল গহব্বরে। অথবা কোনো
এক পড়ন্ত বিকেলে টি এস সির
আড্ডার চত্ত্বরে।

কেন জানিনা কোথায় যেন
হারিয়ে ফেলেছি আমার সেই
চেনা-জানা গোধুলি বেলা, দুরন্ত
সব ডাংগুলি খেলা।
বন্ধুদের সাথে নদী বা পুকুরে
এলোমেলো সাতার কাটা,
সন্ধে হতে পিদিম হাতে
মায়ের বকুনি খাওয়া।
কোথায় হারিয়ে গেল আমার সেই
অগোছালো কিশোর বেলা?

স্মৃতির সিমানায় আছড়ে পরে
আমার সেই চিরন্তন এলোমেলো পথচলা।
এতোটা অগোছালো আমাকে
আমি এখনো মাঝেমধ্যে
আবিষ্কার করি কোনো এক
ভয়াবহ সীমাহীন ক্লান্তিতে,
অথবা উত্তাল ঝর্নার উচ্ছ্বল
জল স্রোতে।

আবার কখনো একেবারে মুষড়ে
পরি পিদিম হাতে সন্ধেবেলায়
মায়ের হাতের শাসনের বেড়াজালে।
সেই ভয়াবহ হ্নৎপিন্ড কাঁপানো বড়ো
বড়ো চোখের চাহনিতে,
আটকে থাকি কিছুক্ষণ,সেই কড়া শাসনের
আঁচলের নীচে স্নেহের আশীষে।

আমি শেষ, একেবারে শেষ, আস্তেধীরে
যেন তলিয়ে যাচ্ছি, উশৃংখল কোনো এক
ঘুর্নায়মান ঝড়ের কবলে।
--------------
জিনাত নাজিয়া।

৬/৭/২৪ ইং।
বসুন্ধরা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৯

জটিল ভাই বলেছেন:
অসাধারণ শব্দগাঁথা। তবে শব্দ বিন্যাসটা আরো আপডেট করলে ছন্দ মধুর হতো :)

১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

জিনাত নাজিয়া বলেছেন: এতো জটিল কথা আমার মতো সাধারণের পক্ষে আরো জটিল হয়ে গেলো যে। লেখা টা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.