নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"এই শহরের মুখ"
অদ্ভুত এক আঁধারে ছেয়ে গেছে
এই শহরের মুখ। প্রচন্ড ঝড় আর
বৃষ্টিঝরা বিষন্নতায়,
আমার প্রানপ্রিয় এ শহরের
অশ্রুপাত, বারবার কেন যেন
ভেঙে পরে বারুদের গন্ধে,
স্বার্থান্বেষী,ভয়ানক ক্ষমতা
লোভীদের কঠিন নির্মমতায়।
সে নিজেও জানেনা চুপিসারে
কখন জানালায় প্রজাপতি,
ফুলের পাপড়ি, চড়ুই দম্পতিরা আছড়ে
পরে দুরন্ত বাতাসে।
সে কী পারবে ওদের নিপীড়ন,কম্পমান তাড়না
লুকিয়ে রাখতে?
প্রত্যুষের কর্কশ কাকের ডাক,
নাবালক মৃত্যুর উৎসবের ভয়ানক
রক্তচক্ষু উপেক্ষা করে,
বুলেট বিদ্ধ ঘাতকের যন্ত্রণা সহ্য করে,
পারবেতো ফিরে যেতে
সেই সত্যের সন্ধানে, অথবা কোনো
আন্দোলিত মৌমাছির গুঞ্জনে?
যেখানে আজও মাছরাঙা,
সোনালি ডানার চিল, চড়ুই
দম্পতিরা চেয়ে আছে নিরাপদ
আশ্রয়ের সন্ধানে?
হয়তো সুদিন ফিরবে, ফিরে পাব
আমরা বাক্ স্বাধীনতার অধিকার।
অস্থির ধর্ষকের চোখ রাঙানি মুছে
দেবে ধর্মের অঙ্গীকার।
মুখচোরা গলিতে দুরন্ত ছেলেরা
খেলায় মত্ত হবে।
যত চোর, বদমাস, মুনাফাখোরদের
আস্ফালন, তিলোত্তমা ঢাকা অবশ্যই
একদিন বদলে দিবে।
এ আমার দৃঢ় বিশ্বাস।
--------------
জিনাত নাজিয়া।
৩/৮/২৪ ইং।
১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৪
জিনাত নাজিয়া বলেছেন: ধন্যবাদ বাঙালী ভাই।
২| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪২
দি এমপেরর বলেছেন: এই শহরকে আমরা নিরাপদ আবাস হিসেবে গড়ে তুলতে চাই। হাসিখুশি আর প্রাণবন্ত মানুষের উচ্ছলতায় হেসে ওঠা শহরে নির্ভাবনায় মূল্যবান সময়গুলোকে বাঁধতে চাই। এ দেশের প্রতিটি শহর-জনপদের খাঁটি মানুষগুলোকে ভালোবাসার উষ্ণতায় জড়ানো ওমে আগলে রাখতে চাই।
লেখার সাথে একাত্মতা প্রকাশ করছি। সুন্দর হয়েছে।
১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৯
জিনাত নাজিয়া বলেছেন: জ্বি ভাই,দোয়া করবেন যেন আমাদের দেশের গরীব মানুষ যেন আরাম করে অন্তত দিন শেষে বাজারটা করতে পারে। দেশ থেকে সব অন্যায় চলে যায়। সত্যি সত্যি যেন স্বাধীনতাটা সবাই উপভোগ করতে পারে,সেটাই কামনা করছি।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
৩| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৭
জটিল ভাই বলেছেন:
ঢাকা বদলে গেলে খোলা হবে,
মাছিরা কি তখন বাহিরে রবে?
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৮
জিনাত নাজিয়া বলেছেন: জটিল ভাইয়ের জটিলতায় মাছিরা কোথায় রবে সেটা তাদের ব্যাপার, তবে লেখাটা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লিখুন