| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পের শুরুটা আদি-পুরাতন, সবারই জানা। রাতের অন্ধকারে প্রজাদের অবস্থা স্বচক্ষে দেখবেন বলে রাজা বের হলেন ছদ্মবেশে, সঙ্গে মন্ত্রী।
মহারাজ প্রথমে গেলেন রাজ্যের উত্তর প্রান্তে, দেখলেন সেখানে জমকালো আলোর উৎসব, সুউচ্চ দালান, ঘি সুবাসিত মাংসের স্তুপ, মদ আর পানীয়ের ফোয়রা, অলংকারে মোড়া সুন্দরী রমণীদের হাস্য-কলরোল।
রাজাঃএখানে কাদের বসবাস?
মন্ত্রীঃরাজদরবারের আমত্যসকল,সম্ভ্রান্ত আর ধনী লোকেদের বাস শহরের এই প্রান্তে।ওরা সবাই আপনার প্রজা-মহারাজ।
রাজা হৃষ্ট চিত্তে রওনা হলেন শহরের দক্ষিন প্রান্তে।সেখানে গিয়ে দেখেন জনাকয়েক অর্ধউলঙ্গ লোক জটলা করে আগুনে ইঁদুর ঝলসিয়ে খাচ্ছে।
রাজাঃএখানে কাদের বসবাস?
মন্ত্রীঃএখানে বসবাস নিম্নবর্গের মজুর শ্রেনীর লোকেদের।এরাও আপনারই প্রজা-মহারাজ।
রাজাঃআমার রাজ্য পরিচালনানীতিই কি এই ব্যবধানের কারণ?
মন্ত্রীঃনা মহারাজ।যুগ-যুগ ধরে চলে আসছে এভাবে।এই ব্যধানের সৃষ্টি আদিকালে।
রাজাঃতবু এ যে অন্যায় মন্ত্রী। এর কি কোন সমাধান নেই?
মন্ত্রীঃঅবশ্যই আছে মহারাজ।আপনি চাইলেই সম্ভব।
রাজাঃতবে তুমি ব্যবস্থা নাও মন্ত্রী।সাত দিনের মাঝে আমি এই অসম ব্যবস্থার পরিবর্তন চাই।
মন্ত্রীঃতাই হবে মহারাজ।
সাতদিন পর রাজপোশাক গায়ে আবার মন্ত্রীকে নিয়ে বের হলেন রাজা।প্রশান্ত চিত্তে রাজা প্রথমেই গেলেন রাজ্যের দক্ষিন প্রান্তে।কিন্তু সেখানে সেই একই দৃশ্য, আগুনে ইঁদূর ঝলসে খাচ্ছে অর্ধউঙ্গ লোকেরা।
রাজাঃএকী মন্ত্রী! এরা যে এখনো আগের মতই গরীব আছে।
মন্ত্রীঃনা মহারাজ।চেয়ে দেখুন ভাল করে এরা সবাই উত্তর প্রান্তের বাসিন্দা ছিল।আমি রাজ্যরক্ষীদের ফিরিয়ে নিয়ে গেছি ব্যারাকে।দক্ষিনের লোকেরা দখল করেছে উত্তরের বাসিন্দাদের প্রাসাদ তাদের সম্পদ, উচ্ছেদ করেছে উত্তরের আদি বাসিন্দাদের।
রাজাঃকিন্তু আমি তো চেয়েছিলাম সমতার বিধান।
মন্ত্রীঃতাই হয়েছে মহারাজ।উত্তরের লোকেরা সুখ স্বাছন্দ্যের মঝেই জন্মলাভ করে সারাজীবন কাটিয়ে দিত আরাম আর আলস্যে, আর দক্ষিনের লোকেদের জন্য ছিল আমৃত্যু নিরন্তর কষ্টকর সংগ্রামী জীবন।আমি তাদের যাপিত জীবনের বিনিময়ের ব্যবস্থা করেছি।এভাবেই সমতা মহারাজ।
রোগাক্লিষ্ট চেহারা এক বালক এগিয়ে এসে রাজার সামনে দাঁড়ায় ।
রাজাঃএই ছেলে কে?
মন্ত্রীঃওর পিতা ছিল এক সাধারন সৈন্য আপনার পক্ষে যুদ্ধে গিয়ে মারা গেছে, ওর বোনকে আপনার হুকুমেই ভেট হিসেবে পাঠানো পাশের পাশের রাজ্যের রাজার নিকট।এই ছেলে আর তার মা বনের জলপাই গাছের পাতা খেয়ে দিন কাটায়। আপনার রাজ্যের সবচেয়ে গরীব অসহায় প্রজা এই ছেলেটি।
রাজাঃও কেন অন্যদের মত উত্তর প্রান্তে চলে যায় নি এখনো?
মন্ত্রী কোন উত্তর দেয় না।রাজা আরেকবার মন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে থেমে যায়।কিছুক্ষন পর রাজা ধীরে ধীরে তার রাজদন্ড তুলে দেন বালকের হাতে, গা থেকে খুলে ফেলেন রাজপোশাক।
রাজাঃমন্ত্রী, তুমি কি আমার সাথে যাবে?
মন্ত্রীঃনা মহারাজ, আমাকে আরো অনেক রাজ্যে যেতে হবে। পৃথিবী জুড়ে অসংখ্য নিক্তির কাঁটা সমান করতে হবে আমাকে, অনেক কাজ বাকি।
রাজাঃতাই যাও মন্ত্রী,তাই যাও।
রাজ্যের উত্তর প্রান্ত ঝাড়বাতির আলোয় ঝলমল করছে,দক্ষিনে আগুনের উপরে দেখা যাচ্ছে ছাইয়ের ঘূর্ণিপাক।রাজা শেষবারের মত পিছনে ফিরে তাকালেন, তারপর ঢুকে গেলেন বনের ভেতরে।
©somewhere in net ltd.