| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদী তুমি সমুদ্র চেন?
মনে পড়ে মোহনাতে সঙ্গম,বিরান চর ধূধূ?
নদী বলে-ধূর! মনে নেই ওসব,
মনে আছে শুধু কলসি কাঁখে গৌরমুখের এক বালিকাবধূ ।
লোকে বলে, তুমি ছিলে নাকি সর্বনাশা!
নৌকা ডুবেছে তোমার বুকে, ঘর ভেঙেছ অবিরাম।
ক্ষমা দিও তবে ,ভুলে গেছি সেসব কবেই!
মনে পড়ে কঞ্চি হাতে এক বালক আর শ্যামল ছায়ার গ্রাম।
মনে আছে তোমার স্টীমার-জাহাজ,
তোমার খুনী সেই বাঁধের ছায়া?
নদী বলে তার স্মৃতি শুধু উদাস দুপুরে ভাটিয়ালি গান
‘কে যাস রে ভাটির গাঙ বাইয়া……’
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪২
জীসান মাহমুদ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে । শুভাকামনা ।
২|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো কবিতা খানি, তবে ফাহমিদা বারি আপুর সাথে একমত!
লেখা চালিয়ে যান শুভ কামনা রইলো....
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০২
জীসান মাহমুদ অভি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৩|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
পুলহ বলেছেন: ১ নং মন্তব্যের সাথে একমত।
আলাদা আলাদাভাবে স্তবকগুলো খুবই সুন্দর। একটা সমন্বয় থাকলে নিশ্চই হৃদয় ছোয়া একটা কবিতা হতো...
শুভকামনা জানবেন ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৬
ফাহমিদা বারী বলেছেন: ভালো লাগছিলো। তবে কবিতা যেন ঠিক পূর্ণতা পেলো না। হঠাৎ এসে থেমে গেল। শুভেচ্ছা।