নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্যঃ ধর্ম ব্যবসা ও অজ্ঞতার বিরুদ্ধে প্রতিবাদী স্যাটায়ার

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১



সকল ধর্মের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই পোস্টটি দিচ্ছি। এই অনুকাব্যে কাউকে হেয় করার চেষ্টা করা হয়নি। আপনি যদি ধর্ম ব্যবসায়ী না হয়ে থাকেন, তাহলে আপনাকে স্বাগতম।



সাধারন মানুষ এসব ধর্ম ব্যবসায়ীদের পাল্লায় পরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব।



(ক্যাচাল করার উদ্দেশ্যে কেউ আসবেন না। ধন্যবাদ।)







জন্মদাতা, শ্বশুরআব্বা

কিংবা উকিলবাবা,

ওনাদের চিনি কিন্তু কে তুই

পাগলা-লেংটাবাবা।







পীরবাবার কথা শোন

কোরান পরে পড়,

জন্মদাতা ধুকছে রোগে?

পীরের সেবা কর।







ফকির বাবা ফুক দিয়েছে

পাগলা বাবা সুতা,

লেংটাবাবার মেলায় নাকি

হারায়না কেউ জুতা।







ধর্ম মেনে লাভ কি তোমার

আগে কামাও টাকা,

কামাই করার রাস্তা হোকনা

সোজা কিংবা বাঁকা।







ধর্মের নামে রাজনীতি কর

কর তোরা ভন্ডামি,

কোরআন হাদিস এগুলো কি

টাকার চেয়ে দামী?!!!







দাওয়াত দিয়ে হুজুর খাওয়াও

হরেক রকম দোয়া পাবে,

ফকির মিসকিন খাওয়াবে কেন!?!

অযথাই ঘর নোংরা হবে।










মসজিদে দিলে হাজার টাকা

বাহবা পেলে সবার,

গরিব মেরে লক্ষ টাকা

করতে থাকো সাবাড়।







মন্দিরে দাও পুজার প্রসাদ

দেবতা করে কি গণ্য??

তারচে বরং ভিখিরি খাওয়াও

পাবে অনেক পূণ্য।











মাজারে গিয়ে সেজদা করিস!!??

ভক্তি দেখাস কত!!!

আল্লাহ্‌ ছাড়া কারোর নিকট

করিসনা মাথা নত।







সবার সামনে টুপি দাড়ি

হুজুর বলে সবাই,

ব্যবসার নামে ভেজাল খাইয়ে

করছিস গনজবাই।







যার মাজারে চাইছ দোয়া

তিনিই তো নেই বেঁচে,

ভুল করোনা, চাইতে হলে

চাও আল্লাহ্‌র কাছে।







আল্লার ভয় করো সবাই

নামাজ পড়ো মন দিয়ে,

ভন্ড বাবার চতুর কথায়

লাভ হবেনা কান দিয়ে।







ধর্ম নিয়ে করছে যারা

ব্যবসা, ধান্দাবাজি,

প্রতিহত করতে হবে

ওদেরকে ভাই আজই।


মন্তব্য ৭২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মসজিদে দিলে হাজার টাকা
বাহবা পেলে সবার,
গরিব মেরে লক্ষ টাকা
করতে থাকো সাবাড়।



মন্দিরে দাও পুজার প্রসাদ
দেবতা করে কি গণ্য??
তারচে বরং ভিখিরি খাওয়াও
পাবে অনেক পূণ্য।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

জাকারিয়া মুবিন বলেছেন: মন্তব‍্যের জন‍্য ধন‍্যবাদ ভাই।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

রেজওয়ান তানিম বলেছেন: ভিন্ন ধারার। আই লাইক ইট।

লিখতে থাকুন। তবে আগেরটায় ছবি গুলো সুন্দর ছিল বেশি মনে হচ্ছে

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ তানিম ভাই।

এবার গুগল মামার কাছে বেশি ছবি পাইনি।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আলতামাশ বলেছেন: অনেক ভালো লিখেছেন ভাই
আমার ব্লগটা ঘুরলে দেখবেন এই ধর্ম ব্যবসায়ীদের নিয়েই আমার অধিকাংশ পোস্ট যার কারণে এখন মৃত্যু শংকায় আছি

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

জাকারিয়া মুবিন বলেছেন: প্রতিবাদ করতে গিয়ে যদি হুমকি আসে তাতেই তো প্রতিবাদের স্বার্থকতা।

ধন‍্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন ভাই। ভালোলাগা রইল।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ মাক্স ভাই।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: সুন্দর । কিন্তু আমরাই তো আসল নকলের ফারাক বুঝি না , তাগোরে দোষ দিয়া আর কি হইবো ? আমরা যদি সচেতন থাকি তবে সব ঠিক ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

জাকারিয়া মুবিন বলেছেন: ঠিক বলেছেন ভাই।

সচেতনতার কোন বিকল্প নেই।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালও লাগল। :) সঠিক চিত্র তুলে এনেছেন। :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ কাল্পনিক ভাই।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার!!


পীরবাবার কথা শোন
কোরান পরে পড়,
জন্মদাতা ধুকছে রোগে?
পীরের সেবা কর।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ আপু।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালও লাগল। সঠিক চিত্র তুলে এনেছেন।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ কান্ডারী ভাই।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার লাগলো!!!
++++++

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

জাকারিয়া মুবিন বলেছেন: প্লাসের জন‍্য ধন‍্যবাদ আপু।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

মামুন রশিদ বলেছেন: ধর্মের নামে এসব আগাছা, ধর্মান্ধতা কখনোই ভালো কিছু দিতে পারেনা ।


সুন্দর অনুকাব্য ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন: ধর্মের নামে এসব আগাছা, ধর্মান্ধতা কখনোই ভালো কিছু দিতে পারেনা।
ভাল বলেছেন, সম্পূর্ণ সহমত।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

shfikul বলেছেন: +++++

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন: প্লাসের জন‍্য শুকরিয়া শফিকুল ভাই।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

shfikul বলেছেন: +++++

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

জাকারিয়া মুবিন বলেছেন: :) :) :)

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

যুবায়ের বলেছেন: চমতকার হৈছে কাব্য....
হাসতেই আছি =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ যুবায়ের ভাই। :)

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া। লিখতে থাকুন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ মহামহোপাধ্যায়।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

একজন আরমান বলেছেন:
ধর্মের নামে রাজনীতি কর
কর তোরা ভন্ডামি,
কোরআন হাদিস এগুলো কি
টাকার চেয়ে দামী?!!!


চমৎকার লিখছেন বস। :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ একজন আরমান।

ভাল থাকবেন সবসময়।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

আমি ইহতিব বলেছেন: দারুন লিখেছেন, এসব ধর্ম ব্যাবসায়ীদের গণধোলাই দেয়া দরকার।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

জাকারিয়া মুবিন বলেছেন: সম্পূর্ণ সহমত আপু।

প্রোপিক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

নীল-দর্পণ বলেছেন: ভাল বলেছেন..........কিন্তু এসব ব্যবসায়ীদের শেল্টার দেওয়ার জন্যে বড় বড় মানুষ আছে.....

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

জাকারিয়া মুবিন বলেছেন: এসব ব‍্যবসায়ীদের শেল্টার দেয়ার মত বড় বড় মানুষ আছে।

কথা সত‍্যি, কিন্তু প্রথমে দরকার সচেতনতা। আমরা যদি ঐ ধর্ম ব‍্যবসায়ীদের কাছে না যাই তাহলেই তো তারা ব‍্যবসা গুটাতে বাধ‍্য হবে।

আশা করি বুঝেছেন।

ধন‍্যবাদ।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার ! চমৎকার !!

খুব ভালো লাগলো।লিন্কের জন্য ধন্যবাদ।
শুভকামনা রইলো।লিখে যান...+

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার সেতো হতেই হবে,
চেয়ারম‍্যানের মতে অমত কার?!

ধন‍্যবাদ চেয়ারম্যান ভাই।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

নিশ্চুপ শরিফ বলেছেন: ভালো লিকছেন। কেও যদি ধর্ম ব্যাবসায়ী না হয় তাহলী তার এই অনু কাব্য খারাপ লাগার কোন কারন দেখিনা। সচেতন সবারই ভাললাগবে এইটা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

জাকারিয়া মুবিন বলেছেন: সম্পূর্ণ সহমত শরিফ ভাই।

আমার টার্গেট সচেতন মানুষ নয়, যারা চোখ থেকেও অন্ধ তাদেরকে চোখে আংগুল দিয়ে কিছু জিনিস দেখিয়ে দেয়ার ইচ্ছে নিয়েই আমার লেখা।

অনেক ধন‍্যবাদ।

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: অসাধারণ!! আগে কত অনুকাব্যই পড়েছি, প্রায় সবই ফান এবং ভালোবাসা নিয়ে। আপনার মত এভাবে, এতো চমৎকার ভাবে সমাজকে সচেতন করতে আর দেখিনি। অনেক ভালো লাগল ভাই, চালিয়ে যান।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার মন্তব‍্যের জন‍্য অশেষ কৃতজ্ঞতা ভাই।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

মেহেদী হাসান মানিক বলেছেন: মসজিদে দিলে হাজার টাকা
বাহবা পেলে সবার,
গরিব মেরে লক্ষ টাকা
করতে থাকো সাবাড়।


কঠিন বলেছেন ভাই। ধর্ম যেন আজ ব্যবসার হাতিয়ার হয়ে দাড়িয়েছে।
+++

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ মানিক ভাই।

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

বিলাতী পোলা বলেছেন: পেলাস লন আগে B-) +++++++++++


লেইখ্যা যান।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

জাকারিয়া মুবিন বলেছেন: লিখব আরো ইনশাআল্লাহ।

পাশে থাকবেন আশা করি।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন:
একদম কঠিন বাস্তবতা নিয়ে এসেছেন ।
ভাল লাগছে খুব ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

জাকারিয়া মুবিন বলেছেন: যাদের উদ্দেশ্যে লিখেছি তাদেরকে আল্লাহ্‌ হেদায়াত দিলেই হয়।

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

শামীম আরা সনি বলেছেন: সজিদে দিলে হাজার টাকা
বাহবা পেলে সবার,
গরিব মেরে লক্ষ টাকা
করতে থাকো সাবাড়।



মন্দিরে দাও পুজার প্রসাদ
দেবতা করে কি গণ্য??
তারচে বরং ভিখিরি খাওয়াও
পাবে অনেক পূণ্য।


হমমম ঠিক।
১৪+

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

জাকারিয়া মুবিন বলেছেন: আপু এটা যে ঠিক আমরা সচেতন মানুষেরা জানি। কিন্তু এটা নিয়ে হয়ত আমরা সঠিক সময়ে সঠিক কথাটি সবার সামনে বলতে পারিনা, সবাইকে সচেতন করতে পারিনা।

অসচেতন মানুষদের সচেতন করাই আমার এই পোস্টের উদ্দেশ্য।
ধন্যবাদ।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

তানিয়া হাসান খান বলেছেন: খুব সুন্দর সত্য লেখা। ++++++++++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

জাকারিয়া মুবিন বলেছেন: সত্য লেখা, হুম।

কিন্তু সত্য লেখায় লাভ কি আপু, যদিনা আমরা সচেতন হই।
জনগনের সচেতনতার কোন বিকল্প নেই।
আসুন সবাইকে সচেতন করি।
অনেক ধন্যবাদ আপু।

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

বনলতা মুনিয়া বলেছেন: ভালো লাগলো

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

জাকারিয়া মুবিন বলেছেন: যদি আসলেই ভাল লেগে থাকে আশা করবো পরিচিতদের সচেতন করবেন। সচেতনতার কোন বিকল্প নেই।

অনেক ধন‍্যবাদ আপু।

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

প্রিয়তমেষূ বলেছেন: ধিক্কার জানাই এই সব বক ধার্মিক ধর্ম ব্যবসায়ীদের যারা ধর্মের নামে মাথায় টুপি আর গলায় গামছা দিয়ে শিকারের লোভে বসে থাকে!!!!

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

জাকারিয়া মুবিন বলেছেন: ওদের জন‍্য ধিক্কার, আমাদের জন‍্য সচেতনতা।


আমার এই পর্যন্ত ব্লগ লাইফে সেরা মন্তব‍্যের জন‍্য অনেক ধন‍্যবাদ আপু।

২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

হাসান মুহিব বলেছেন: খুব সুন্দর
বড়ই চমৎকার ............... তয় একটা প্রশ্ন আপনার বাড়ি কি হাজিগাঞ্জ এ নাকি ভাই?

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন: আমার বাড়ি নারায়ণগঞ্জ পাঠানটুলীতে।

সচেতনতাই বাঁচার একমাত্র উপায়, ধন‍্যবাদ।

২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ধর্ম নিয়ে করছে যারা
ব্যবসা, ধান্দাবাজি,
প্রতিহত করতে হবে
ওদেরকে ভাই আজই।


চমৎকার ভাই! +++++++++্

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০১

জাকারিয়া মুবিন বলেছেন: ওদের প্রতিহত করার বিকল্প নেই। সেজন‍্য আমাদের প্রয়োজন সচেতন জনগোষ্ঠী।

অনেক ধন‍্যবাদ ভাই।

৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: +++:)

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

জাকারিয়া মুবিন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ শায়মাপু।

নতুন পোস্ট কই?

৩১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চমৎকার

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

জাকারিয়া মুবিন বলেছেন: ধন‍্যবাদ ভাই।

৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

কালা মনের ধলা মানুষ বলেছেন: খুব সুন্দর লিখসস। কয়েকটা কাব্য অসাধারন লাগসে।

+++++++++++++++++

মাজারে গিয়ে সেজদা করিস!!??
ভক্তি দেখাস কত!!!
আল্লাহ্‌ ছাড়া কারোর নিকট
করিসনা মাথা নত।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ দোস্ত।



মাঝে মাঝে মনে হয় এগুলো লিখে কি লাভ? কতজন ব্লগে এসে এগুলো পড়বে? আর যারা পড়ছে তাদের ৯৫% ই তো সচেতন। তাহলে এই লেখার সার্থকতা কোথায়??

৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার!!!!!!!!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ ভাই।

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

মুনতাসীর রোমান বলেছেন: অসম্ভব সুন্দর আর রিয়েলিস্টিক ।অবস্থা এত খারাপ যে বাংলাদেশের প্রতিটা গ্রামে এখন ধর্ম দোকান আর দোকানদারদের দৌরাত্ন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: অবস্থা এত খারাপ যে বাংলাদেশের প্রতিটা গ্রামে এখন ধর্ম দোকান আর দোকানদারদের দৌরাত্ন।

ঠিক বলেছেন, সম্পূর্ণ সহমত।

৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

ৎঁৎঁৎঁ বলেছেন:
ধর্ম নিয়ে করছে যারা
ব্যবসা, ধান্দাবাজি,
প্রতিহত করতে হবে
ওদেরকে ভাই আজই


দারুন!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

জাকারিয়া মুবিন বলেছেন: ভাই, আপনার কসম লাগে আপনার নিকের উচ্চারণটা আমারে ইট্টু বইলা দেন।




৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

শিশু বিড়াল বলেছেন: মজা পেলাম। +++++++++++++ :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

জাকারিয়া মুবিন বলেছেন:

তাই নাকি?!!!

মজা করার জন্য লিখিনাই তো আপু, যাই হোক তবুও মজা পাইছেন!!!!!
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.