![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"
-আমার ভালবাসা সে,
আমার প্রথম ভালবাসা সে নয়।
-তাহলে?!
কে? কাকে দিয়েছো তুমি,
তোমার প্রথম ভালবাসা??
-সে আমার ‘মা’,
আমার প্রথম ভাললাগা,
আমার প্রথম ভালবাসা।
-তারপর??
-তারপর, একটা ছোট্ট মেয়ে,
তার কোমল, সুন্দর
মধুর ভালবাসা
ভরে দিয়েছিল আমার মন, প্রাণ,
আমার সমস্ত সত্তা,
কিন্তু.....
-কিন্তু কি?
-কিন্তু একটা নিষ্ঠুর ঝড়!
নিয়তির নিষ্ঠুর ঝড়টা এল,
আমার সুখ,
আমার ভালবাসা,
আমার প্রেম,
সব
সব দেখল,
এবং
এক এক করে সবকিছু,
সবকিছুই সে কেড়ে নিয়ে গেল.........।
তার পাষাণ হাতে
সে হত্যা করল
আমার ভালবাসার মানুষগুলোকে।
কি দুঃসহ,
কি ভয়ানক সে ঝড়!!
-তারপর??
-তারপর,
সেই ছোট্ট মেয়েটি,
আমার ভালবাসা,
হারিয়ে গেল সেই ঝড়ের আঘাতে।
নিষ্ঠুর! পাষাণ ঝড়ের,
সেই্ই প্রথম শিকার।
-তারপর??
-তারপর,
সেই ঝড়টি,
তার কুটিল পদক্ষেপে
আস্তে, আস্তে, এগিয়ে চলল
তার দ্বিতীয় শিকারের দিকে।
আমার মা,
মমতাময়ী মা,
কত মমতা! কত ভালবাসা!
সে জমিয়ে রেখেছিল!
আমার জন্যে,
শুধু আমারই জন্যে।
পাষাণ ঝড়টি,
তার দ্বিতীয় শিকার বানাল তাকে,
আমার মা’কে।
আমার জীবনের এক ভয়ঙ্করতম রাতে,
হারিয়ে গেলেন আমার মা,
চলে গেলেন আমাকে ছেড়ে,
চিরতরে,
চির জনমের তরে ..............
-তারপর??
-তারপর,
সে এল,
আমার জীবনের অন্ধকার আকাশে,
এক উজ্জ্বল নক্ষত্ররূপে।
সুখ আর আনন্দে,
ভাললাগা আর ভালবাসায়,
অনুরাগে আর অভিমানে,
মিষ্টি মধুর ভালবাসার শাসনে
সে মাতিয়ে রাখল
আমার ভুবনটাকে।
সৃষ্টিকর্তা তাঁর স্নেহের ছোঁয়ায়,
আমার বুকের পাঁজরে
লিখে দিলেন তার নাম,
সুন্দর হস্তাক্ষরে।
সে যে আমার ভালবাসা,
আমার প্রথম ভালবাসা সে নয়!!
-তাহলে?
সেই কি তোমার শেষ ভালবাসা??
-হয়তো হ্যাঁ,
হয়তোবা না,
কিভাবে বলি তা?!
আমার হাতে যদি
ভাগ্য লেখার ক্ষমতাই থাকত,
তাহলে তো আমি,
আমার প্রথম ভালবাসাকেই
ধরে রাখতে পারতাম!!
কিন্তু,
সে ক্ষমতা যে আমার নেই।
তাই বলছি,
আমার প্রথম ভালবাসা সে নয়,
হয়তো নয় আমার শেষ ভালবাসা!
কে জানে তা?!
আমি শুধু জানি,
“সে আমার ভালবাসা”।
উৎসর্গঃ আমার বর্তমান ভালবাসা আমার ছেলে "সাদাত জাকি" কে।
এখানে দেখতে পারেন আমার জটিল ভালবাসা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভ ভালবাসা দিবস।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
শিপন মোল্লা বলেছেন: খুব সুন্দর বলছেন ভাই এক কথায় চমৎকার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভ ভালবাসা দিবস।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
তারছেড়া লিমন বলেছেন: একে একে সবাই ছেড়ে গেছে তাই এখন আমি মুনেপ্রানে ব্যাচেলর....
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
জাকারিয়া মুবিন বলেছেন: হাসুম না কান্দুম বুঝতাছিনা ভাই।
শুভ ভালবাসা দিবস।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
রেজোওয়ানা বলেছেন: খুব সুন্দর লিখেছেন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
শুভ ভালবাসা দিবস।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
s r jony বলেছেন: ভাতিজার প্রতি রইল অনেক আদর আর আমার ভালবাসা।++++++++++++++++++++++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
শুভ ভালবাসা দিবস, থুক্কু শুভ ছ্যাকা দিবস।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
নীল-দর্পণ বলেছেন: অনেক সুন্দর
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
জাকারিয়া মুবিন বলেছেন: ধইন্যা বেয়াইনসাব।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মাক্স বলেছেন: সুন্দর!+++++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ মাক্স।
ভালবাসা দিবসের শুভেচ্ছা।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
ইখতামিন বলেছেন:
দারুণ +++++++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
জাকারিয়া মুবিন বলেছেন: ধন্যবাদ ইখতামিন।
ভালবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
shfikul বলেছেন: সাদাত জাকির জন্য শুভ কামনা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালবাসা দিবসের শুভেচ্ছা।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
সামু পাগলা০০৭ বলেছেন: শুভ ভালবাসা দিবস।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আমার ব্লগে স্বাগতম। সচেতন একজন ব্লগারকে আমার ব্লগে পেয়ে ভাল লাগছে।
শুভ ভালবাসা দিবস।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: চমৎকার... ভালবাসা দিবসের শুভেচ্ছা, আপনার ভালবাসার পরিবারকে...
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ ভালবাসা দিবস।
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
বনলতা মুনিয়া বলেছেন: ঝড় গুলো কেন যে এসে সব ওলট-পালট করে দেয়...............
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
জাকারিয়া মুবিন বলেছেন: জানি বোন জানি
তোর ব্যথা কতখানি,
সে আগুনে আমিও যে
পুড়ি দিবাজামী।
তবুও বেঁচে থাকতে হয়
তাই বেঁচে থাকি,
কষ্টগুলো বুকে চেপে
হাসিমুখ রাখি।
১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৩
অপূর্ণ রায়হান বলেছেন:
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।
শুভ ভালবাসা দিবস।
১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
আমি ইহতিব বলেছেন: দেরী হয়ে গেলো, তবুও ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
পোস্টে +++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
জাকারিয়া মুবিন বলেছেন: আপনাকেও অনেক অনেক ভালবাসা দিবসের বিলম্বিত শুভেচ্ছা।
১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ভালোবাসা দিবসের শুভেচ্ছা ভাইয়া ... ( বিলম্বিত :!> )
অনেক অনেক ভালো লাগা ... আসলেই ...
পিচ্ছি বাবা'টার জন্যে আদর ...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন্যবাদ রাজকন্যা।
অ: ট: আপনার সব পোস্ট কই? ড্রাফটে নাকি??!!!
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: তাই বলছি,
আমার প্রথম ভালবাসা সে নয়,
হয়তো নয় আমার শেষ ভালবাসা!
কে জানে তা?!
আমি শুধু জানি,
“সে আমার ভালবাসা”।
চমৎকার!!! ভালোবাসা দিবসের শুভেচ্ছা জাকারিয়া মুবিন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
জাকারিয়া মুবিন বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ।
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
একজন আরমান বলেছেন:
কথোপকথনময় কাব্য ভালো লাগলো।
ভাতিতাজার জন্য আদর রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
জাকারিয়া মুবিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরমান।
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: অসাধারন লেখসস রে দোস্ত। তোর উপর রাগ টা কইম্যা গেল !!
খুব, খুব , খুব ভালো লাগসে কবিতা টা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ।
জীবন থেকে নেয়া এই কবিতা, আমার নিজেরও খুব প্রিয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাতিজার প্রতি রইল অনেক আদর আর আমার ভালবাসা।