নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অল্প জ্ঞানের মানুষ.....\n\nফেসবুক লিংকঃ https://www.facebook.com/zakaria.mobin

জাকারিয়া মুবিন

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই।"

জাকারিয়া মুবিন › বিস্তারিত পোস্টঃ

পার্থক্য

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫





উহারা চাহুক ধর্মহীনতা,

অপসংস্কৃতি,

নষ্টামি,

আমরা চাহিব হোক অবসান,

আছে যতসব,

ভণ্ডামি।।



উহারা করুক বৈষম্য,

উঁচু-নিচু, আর

ধনী-গরীব,

আমরা গাহিব সাম্যের গান,

সবাই মানুষ, কেউ

নয় মনিব।।



উহারা আনুক দুঃখ, জরা,

ক্লান্তি, হতাশা,

মৃত্যুবাণ,

আমরা আনিব সফলতা, সুখ,

উচ্ছাসে ভরা

অমর প্রাণ।।



উহারা গড়ুক বিভেদ দেয়াল,

কে হিন্দু,

কে মুসলমান,

আমরা বলিব ‘ভাই, ভাই মোরা,’

পিতা আদমের

দু’সন্তান।।



উহারা ছাড়ছে বিষনিঃশ্বাস,

ধ্বংস করতে

মানবতা,

আমরা চাই যে ধ্বংস তাদের,

চাই, সত্য বলার

স্বাধীনতা।।



জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “এক আল্লাহ্‌ জিন্দাবাদ” কবিতার ছায়া অবলম্বনে লেখা। অরিজনাল কবিতাটিও তুলে দিলাম।



এক আল্লাহ জিন্দাবাদ

-কাজী নজরুল ইসলাম




উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;

আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।

উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,

আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।



উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই;

নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই!

ওরা মরিবেনা, যুদ্ব বাধিঁলে ওরা লুকাইবে কচুবনে,

দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে।



ওরা নির্জীব; জিব নাড়ে তবু শুধূ স্বার্থ ও লোভবশে,

ওরা জিন, প্রেত, যজ্ঞ, উহারা লালসার পাঁকে মুখ ঘষে।

মোরা বাংলার নব যৌবন,মৃত্যুর সাথে সন্তরী,

উহাদের ভাবি মাছি পিপীলিকা, মারি না ক তাই দয়া করি।



মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী,

অবিশ্বাসীরাই শয়তানী-চেলা ভ্রান্ত-দ্রষ্টা ভুল-ভাষী।

ওরা বলে, হবে নাস্তিক সব মানুষ, করিবে হানাহানি।

মোরা বলি, হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানাজানি।



উহারা চাহুক অশান্তি; মোরা চাহিব ক্ষমাও প্রেম তাহার,

ভূতেরা চাহুক গোর ও শ্মশান, আমরা চাহিব গুলবাহার!

আজি পশ্চিম পৃথিবীতে তাঁর ভীষণ শাস্তি হেরি মানব

ফিরিবে ভোগের পথ ভয়ে, চাহিবে শান্তি কাম্য সব।



হুতুম প্যাচারা কহিছে কোটরে, হইবেনা আর সূর্যোদয়,

কাকে আর তাকে ঠোকরাইবেনা, হোক তার নখ চষ্ণু ক্ষয়।

বিশ্বাসী কভু বলেনা এ কথা, তারা আলো চায়, চাহে জ্যোতি;

তারা চাহে না ক এই উৎপীড়ন এই অশান্তি দূর্গতি।



তারা বলে, যদি প্রার্থনা মোরা করি তাঁর কাছে এক সাথে,

নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে।

সাত আসমান হতে তারা সাত-রঙা রামধনু আনিতে চায়,

আল্লা নিত্য মহাদানী প্রভূ, যে যাহা চায়, সে তাহা পায়।



যারা অশান্তি দুর্গতি চাহে, তারা তাই পাবে, দেখো রে ভাই,

উহারা চলুক উহাদের পথে, আমাদের পথে আমরা যাই।

ওরা চাহে রাক্ষসের রাজ্য, মেরা আল্লার রাজ্য চাই,

দ্বন্দ্ব-বিহীন আনন্দ-লীলা এই পৃথিবীতে হবে সদাই।



মোদের অভাব রবে না কিছুই, নিত্যপূর্ণ প্রভূ মোদের,

শকুন শিবার মত কাড়াকাড়ি করে শবে লয়ে-- শখ ওদের!

আল্লা রক্ষা করুন মোদেরে, ও পথে যেন না যাই কভূ,

নিত্য পরম-সুন্দর এক আল্লাহ্ আমাদের প্রভূ।



পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক ভালো,

এই বিদ্বেষ-আঁধার দুনিয়া তাঁর প্রেমে আলো হোক, আলো।

সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে,

তাঁহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে।



দাঙ্গা বাঁধায়ে লুট করে যারা, তার লোভী, তারা গুন্ডাদল

তারা দেখিবেনা আল্লাহর পথ চিরনির্ভয় সুনির্মল।

ওরা নিশিদিন মন্দ চায়, ওরা নিশিদিন দ্বন্দ চায়,

ভূতেরা শ্রীহীন ছন্দ চায়, গলিত শবের গন্ধ চায়!



তাড়াবে এদের দেশ হতে মেরে আল্লার অনাগত সেনা,

এরাই বৈশ্য, ফসল শৈস্য লুটে খায়, এরা চির চেনা।

ওরা মাকড়সা, ওদের ঘরের ঘেরোয়াতে কভু যেয়ো না কেউ,

পর ঘরে থাকে জাল পেতে, ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ।

বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে,

হবে দুলদুল - আসওয়ার পাবে আল্লার তলোয়ার হাতে।

আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রিদিন,

তাহারা চাহে না চাঁদ ও সূর্য্য, তারা জড় জীব গ্লানি-মলিন।



নিত্য সজীব যৌবন যার, এস এস সেই নৌ-জোয়ান

সর্ব-ক্লৈব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্বদান!

ওরা কাদা ছুড়ে বাঁধা দেবে ভাবে - ওদের অস্ত্র নিন্দাবাদ,

মোরা ফুল ছড়ে মারিব ওদের, বলিব - "এক আল্লাহ জিন্দাবাদ"।

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রথম ভালো লাগা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ দোস্ত।


খুব খারাপ লাগে যখন দেখি পবিত্র মসজিদে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে কিছু মুসলমান নামধারী অমানুষ।
আরও খারাপ লাগে যখন সেই অমানুষদের উদ্দেশ্যে ছোড়া রাবার বুলেট আর টিয়ার শেলের লক্ষ্য হয় পবিত্র মসজিদ।
ধিক!!

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

নীল-দর্পণ বলেছেন: ++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন:

ধন্যবাদ নীল।


৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য...
প্লাস++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

জাকারিয়া মুবিন বলেছেন:

ধন্যবাদ যুবায়ের ভাই।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

একজন আরমান বলেছেন:
উহারা ছাড়ছে বিষনিঃশ্বাস,
ধ্বংস করতে
মানবতা,
আমরা চাই যে ধ্বংস তাদের,
চাই, সত্য বলার
স্বাধীনতা।।


ভালো লাগলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ আরমান।

উহারা গড়ুক বিভেদ দেয়াল,
কে হিন্দু,
কে মুসলমান,
আমরা বলিব ‘ভাই, ভাই মোরা,’
পিতা আদমের
দু’সন্তান।।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল্লাগল বিখ্যাত কবিতার অনুকরন ++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

জাকারিয়া মুবিন বলেছেন:

ধন্যবাদ নিয়েল।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

মাক্স বলেছেন: ৭ম ভালোলাগা!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন্যবাদ মাক্স।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

শের শায়রী বলেছেন: যদিও বলছেন ছায়া অবলম্বনে, কিন্তু প্রায় মৌলিক। অসাধারন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

জাকারিয়া মুবিন বলেছেন:

ধন্যবাদ শোভন ভাই। ভাল থাকবেন।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

shfikul বলেছেন: ++++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

জাকারিয়া মুবিন বলেছেন:

ধন্যবাদ শফিকুল ভাই।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

নোমান নমি বলেছেন: চমৎকার।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন্যবাদ।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

সকল অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

জাকারিয়া মুবিন বলেছেন:

উহারা ছাড়ছে বিষনিঃশ্বাস,
ধ্বংস করতে
মানবতা,
আমরা চাই যে ধ্বংস তাদের,
চাই, সত্য বলার
স্বাধীনতা।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: +++++++++++আপনার সবগুলা কাব্যই ভাল লাগে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন্যবাদ বনলতা।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

সায়েম মুন বলেছেন: এক কথায় সুন্দর লিখেছেন। :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন‍্যবাদ।

আধুনিক কবির প্রশংসায় সিম্পল কবি ধন‍্য। :)

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

তারছেড়া লিমন বলেছেন: চাই, সত্য বলার
স্বাধীনতা।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

জাকারিয়া মুবিন বলেছেন:
একমাত্র চাওয়া, খুব বেশী নয়, কিন্তু তবুও খুব কঠিন এটা পাওয়া।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

তানিয়া হাসান খান বলেছেন: চমৎকার কাব্য...
প্লাস++ +++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ধন‍্যবাদ।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০

স্বদেশ হাসনাইন বলেছেন: সমস্ত ষড়যন্ত্র এড়িয়ে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সহ মানবেতর অপরাধের শাস্তি হোক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন:
উহারা আনুক দু:খ, জরা,
ক্লান্তি, হতাশা,
মৃত‍্যুবাণ,
আমরা আনিব সফলতা, সুখ,
উচ্ছাসে ভরা
অমর প্রাণ।।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

অনীনদিতা বলেছেন: ১০ম ভালো লাগা:)

কে হিন্দু,
কে মুসলমান,
আমরা বলিব ‘ভাই, ভাই মোরা,’
পিতা আদমের
দু’সন্তান।।
ভালোই হয়েছে!!ভালো না...!!!! :P :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ধন্যবাদ অনীনদিতা।




চায়ের দামে শরবত পাইলে তো ভালই হইব, তাই না!!! :P :P

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

স্পাইসিস্পাই001 বলেছেন: চমৎকার.....++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

জাকারিয়া মুবিন বলেছেন:

অনেক ধন্যবাদ স্পাইসিস্পাই।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

অনীনদিতা বলেছেন: হা হা

আসো.................লবন আনো নাই X( X(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

জাকারিয়া মুবিন বলেছেন:

এইবার তো আমার মাথার কয়েক হাত উপ্রে দিয়া গেল.....
:| :|

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

অনীনদিতা বলেছেন: হা হা
মে ভি রবির একটা এ্যাড :P :P


২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

জাকারিয়া মুবিন বলেছেন:
ও আচ্ছা!! না, এইটাও বাংলালিংকের এড।




হা হা হা!! মজা পাইলাম। ইট কা জবাব পাত্থার সে....!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.